বিচ্ছেদের পরেও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে আমির খানের সম্পর্ক অটুট। সৎ মেয়ে ইরার সঙ্গে বরাবরই দারুণ ভাব কিরণ রাও-এর। আমির কন্যের বিয়ের সব অনুষ্ঠানেই দায়িত্বশীল মায়ের ভূমিকায় পাওয়া গিয়েছে কিরণ রাও-কে। নাচে-গানে আসর মাতিয়েছেন আমিরের প্রাক্তন স্ত্রী। তবে শেষপ্রহরে এসে আচমকাই দেখা নেই তাঁর। আরও পড়ুন-রিসেপশনে লাল লেহেঙ্গায় ঝলমলে ইরা, চোখ সরছে না বরের! মেয়ে-জামাইকে টিপস আমিরের
শনিবার রাতে মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচাব়্যাল সেন্টারে বসেছে ইরা-নুপূর গ্র্যান্ড রিসেপশনের আসর। সেখানে উপচে পড়েছে বলিউড তারকাদের ভিড়। নবদম্পতিতে আর্শীবাদে ভরিয়ে দিতে পৌঁছেছেন ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, রীতেশ-জেনেলিয়া থেকে ধর্মেন্দ্র, সায়রা বানু, রেখা, জয়ারা। এক কথায় চাঁদের হাট।
রিসেপশনের সন্ধ্যায় সপরিবারে মিডিয়ার জন্য পোজ দিলেন আমির। মেয়ে-জামাইকে ক্যামেরার মুখোমুখি হওয়ার টিপসও দিলেন। আমিরের পারফেক্ট ফ্যামিলি পিকচারে কিরণ রাও গরহাজির থাকলেও দেখা মিলল ইরার সৎ ভাই, কিরণ পুত্র আজাদ খানের। এছাড়াও ছিলেন রীনা দত্ত, আমিরের বোনপো ইমরান খান, বোন নিখাত খান-সহ জামাই নুপূরের গোটা পরিবার।
কেন রিসেপশনের পার্টিতে অনুপস্থিত কিরণ রাও? নায়কের পারফেক্ট ফ্যামিলিতে ফাটল ধরল নাকি? কোনওরকম জল্পনার সুযোগ দেননি আমির। ভেনুতে হাজির হয়েই আমির জানান, ‘কিরণের আজ শরীরটা ভালো নয়। তাই নিজের টিমকে এখানে পাঠিয়েছে, ওর যে ছবিটা আসছে লাপাতা লেডিজ, এঁরা সকলে সেই ছবির কাস্ট'। হ্যাঁ, ইরার বিয়ের জশনের মাঝেও প্রাক্তন স্ত্রীর ছবির প্রচার সারলেন আমির।
ইরার বিয়ের অনুষ্ঠানে প্রকাশ্যেই কিরণের গালে চুমু খেয়ে রীতিমতো হইচই ফেলেছিলেন আমির। দুজনের রসায়ন দেখে অনেকেরই প্রশ্ন, ‘সত্যি কি ভালোবাসার বাঁধন ছিঁড়ে গিয়েছে দুজনের?’
মেয়ের রিসেপশনে কেমন সাজলেন আমির? কালো রঙা বন্ধগলা স্য়ুটে পাওয়া গেল মিস্টার পারফেকশানিস্টকে। ছেলে আর জামাইয়ের সঙ্গে পোশাকে রং মিলান্তি তাঁর। অন্যদিকে মেয়ের লেহেঙ্গার রঙের সঙ্গে মিলিয়ে লাল শাড়িতে দ্যুতি ছড়ালেন আমির প্রাক্তন স্ত্রী রিনা দত্ত।
মুম্বইতে গত ৩রা জানুয়ারি আইনি বিয়ে সেরেছিলেন ইরা খান ও নূপুর শিখরে। তারপর উদয়পুরে খ্রিস্টান রীতিমেনে ডেস্টিনেশন বিয়ে সারেন গত বুধবার। বিয়ের মাঝে কেঁদে ফেলেছিলেন আমির। পাশাপাশি নাচে-গানে মাতিয়ে দিয়েছিলেন আসর। অভিনেতার মেয়ের বিয়ে নিয়ে নিজের প্রথম প্রতিক্রিয়া শেয়ার করেছেন মিডিয়ায়। পিআর সংস্থা স্পাইসকে তিনি বলেন ‘আমার ভিতরের অনুভূতি বোঝাতে হল সানাই বাদ্যযন্ত্রের কথা বলতে হবে। সানাই যখন বাজে তার মধ্যে আনন্দ আর বিষাদ দুই সুরই মিলে মিশে একাকার হয়ে যায়। বিয়েতেও এই বাদ্যই বাজানো হয়। আমার ভিতরটা ঠিক সেইরকম। আনন্দ, বিষাদ উভয়ই রয়েছে’।