বাংলা নিউজ > বায়োস্কোপ > Aamir Khan: শাহরুখ, সানির পর এবার ফিরছেন আমির, আসছে কোন ছবি?

Aamir Khan: শাহরুখ, সানির পর এবার ফিরছেন আমির, আসছে কোন ছবি?

আমির খান। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) (PTI)

ফিরছেন আমির। ২০২৪-এর জানুয়ারিতে শুরু হবে ছবির শ্যুটিং। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২০ ডিসেম্বর। যেটি কিনা একজন শিক্ষক বা প্রশিক্ষকের গল্প হতে চলেছে। ‘চ্যাম্পিয়নস’-ছবিটির বর্তমান নামটি অবশ্য আলাদা। তবে ছবির শ্যুট শেষ হলে নাম পরিবর্তন করা হবে বলে খবর। জানা যাচ্ছে ছবির প্রযোজক আমির খান নিজেই।

বিরতি নিয়েছিলেন। অবশেষে ফের অভিনয় দুনিয়ায় ফিরছেন আমির খান। জানা যাচ্ছে, রাজকুমার সন্তোষীর হাত ধরে ফিরছেন আমির। জানা যাচ্ছে, ছবির নাম হতে চলেছেন 'চ্যাম্পিয়নস'। মানব আত্মার গল্প বলবে এই ছবি। যেখানে আমিরকে একজন পরামর্শদাতার ভূমিকায় দেখা যাবে। ছবির পরিচালনা করবেন আরএস প্রসন্ন।

জানা যাচ্ছে, ২০২৪-এর জানুয়ারি ছবির শ্যুটিং শুরু হবে। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২০ ডিসেম্বর। যেটি কিনা একজন শিক্ষক বা প্রশিক্ষকের গল্প হতে চলেছে। ‘চ্যাম্পিয়নস’-ছবিটির বর্তমান নামটি অবশ্য আলাদা। তবে ছবির শ্যুট শেষ হলে নাম পরিবর্তন করা হবে বলে খবর। ঘনিষ্ঠ সূত্রে খবর, 'ছবির কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। আরও এক মাসের মধ্যে বাকি অভিনেতাদের নাম প্রকাশ্যে আনা হবে।' জানা যাচ্ছে ছবির প্রযোজক করছে আমির খানেরই প্রযোজনা সংস্থা।

এর আগে ১৯৯৪ সালে 'আন্দাজ আপনা আপনা' ছবিতে রাজকুমার সন্তোষীর সঙ্গে কাজ করেছিলেন আমির খান। তারপর পার হয়েছে ৩০ বছর, ফের একবার রাজকুমার সন্তোষীর সঙ্গে অভিনয় করবেন আমির। শোনা যাচ্ছে, পরিচালকের সঙ্গে নাকি পরপর দুটি ছবি করতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। পরের ছবির কাজ শুরু হবে ২০২৫-এ। ছবির প্রযোজনা করছে আমিরের প্রযোজনা সংস্থা খান প্রোডাকশন।  জানা যাচ্ছে, স্প্যানিশ ড্রামা 'ক্যাম্পিওনেস'-এর ভিত্তি করে তৈরি হবে এই ছবি। প্রথমে অবশ্য শোনা গিয়েছিল ফারহান আখতার ছবিতে অভিনয় করছেন, পরে শোনা গিয়েছিল সলমন খান, রণবীর কাপুরের নাম। এখন জানা যাচ্ছে আমির নিজেই এতে অভিনয় করছেন।

প্রসঙ্গত, গত কয়েকবছরে শাহরুখের মতোই একের পর এক ফ্লপ ছবির মুখ দেখেছেন আমির। আমিরের 'ঠগস অফ হিন্দুস্তান', ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় আমিরকে। শাহরুখ অবশ্য দীর্ঘ বিরতির পর দারুণ ফর্মে ফিরেছেন। এবার আমির কী করেন সেটাই দেখার?

বন্ধ করুন