সম্প্রতি একটি সিগার খেতে খেতে লাইভে আসেন আমির খান। সেখানে মিস্টার পারফেকশনিস্ট তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের ছবি লাপাতা লেডিজের প্রচার করেন। একই সঙ্গে উত্তর দেন তাঁর ভক্তদের একাধিক প্রশ্নের। দারুণ কুল পদ্ধতি প্রশ্নোত্তরের খেলায় মেতে ওঠেন তিনি।
আরও পড়ুন: উত্তম কুমারের সঙ্গে কাজ করার জন্য অতি উত্তম বানানো! সৃজিত বললেন, 'সময়ের কাঁটাকে আমি...'
অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানে নাচার বিষয়ে কী জানালেন আমির?
এদিন আমির খানের এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করেন তিনি কেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে গেছিলেন? কেনই বা নাচলেন? কেন তিনি তাঁর মেয়ে আইরার বিয়েতে নাচ করেননি সেই নিয়েও প্রশ্ন করেন। উত্তরে অভিনেতা জানান, 'আমি আমার মেয়ের বিয়েতেও নাচ করেছি, মুকেশের ছেলের বিয়েতেও করেছি। আসলে মুকেশ আমার খুবই কাছের বন্ধু। মুকেশ এবং তাঁর সন্তানরা আমার পরিবারের মতো। আমি ওঁদের বাড়ির বিয়েতে গিয়ে নাচি, ওঁরা এসে আমার বাড়ির অনুষ্ঠানে নাচেন।'
শাহরুখ এখন যেমন ছবি করছেন তেমন ছবি করতে চান আমির?
এক ভক্তের এ হেন প্রশ্নে আমির খান জানান, 'ভাই শাহরুখ পাঠান ছবির মতো দারুণ সব ছবি বানাচ্ছে। আর আমি লাপাতা লেডিজের মতো ছবি বানাই।' একই সঙ্গে তিনি এদিন জানান মানুষের উচিত ভালো ছবিকে সমর্থন করা। নতুন যাঁরা ইন্ডাস্ট্রিতে আসছেন তাঁদের কাজের কদর করা। নইলে 'ভালো সিনেমা বানানো কঠিন হয়ে যাবে' মত আমিরের। এরপরই কথা বলতে বলতে তাঁকে পাইপ ধরাতে দেখা যায়।
আরও পড়ুন: জল্পনায় সিলমোহর, সত্যি সত্যি প্রেম করছেন রোহন - অঙ্গনা? পারোর জন্য দেব লিখলেন, 'আমি তোমার সঙ্গে...'
এদিন আমির জানান তিনি তাঁর জন্মদিন অর্থাৎ ১৪ মার্চ আবার লাইভে আসবেন সেদিন আবারও ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেবেন। তাঁকে আগামীতে সিতারে জমিন পর ছবিতে দেখা যাবে।