গত কয়েকবছরে হয়তো হিটের মুখ সেভাবে দেখা হয়নি আমির খানের। তবে দীর্ঘ বলিউড কেরিয়ারে একাধিক হিট উপহার দিয়েছেন তিনি। শুধু দর্শকরা নন, আমিরের অনেক সহকর্মীই তাঁকে নাম দিয়েছে ‘মিস্টার পারফেকশনিস্ট’। তবে সম্প্রতি আমির দাবি করলেন তাঁকে দেওয়া এই মিস্টার পারফেকশনিস্টের ট্যাগটি ভুল।
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, আমির খান কথা বললেম 'মি. পারফেকশনিস্ট' লেবেল নিয়ে। তিনি এটিকে ‘ভুল’ বলে মনে করেন, বলেন, ‘আমি কোনও পারফেকশনিস্ট নই। আমি এমন একজন যে শুধু কঠোর পরিশ্রম করেতে ভালোবাসি এবং আমি আমার নিজের কাজকে ভালোবাসি।’ সঙ্গে পর্দায় কোনও কিছু নির্ভুল করার চেয়ে, আমির জোর দিয়েছেন সৃজনশীলতার উপর। এতে তৈরি হয় একাধিক ‘ম্যাজিক্যাল মোমেন্ট’।
আরও পড়ুন: বলিপাড়ার কাঞ্চন-শ্রীময়ী! ২৬ বছরের ছোট বিদেশিনীকে বিয়ে করলেন ‘স্টাইল’ অভিনেতা
বহুদিন ধরে নিজেকে বড় পর্দা থেকে দূরে রেখেছেন আমির খান। তাঁকে শেষ দেখা যায় লাল সিং চাড্ডা সিনেমাতে। তবে এই সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়। এরপরই সিনেমার থেকে ব্রেক নেওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘এটি আমার হৃদয়ের কাছাকাছি একটি সিনেমা। অদ্বৈত, কারিনা এবং পুরো কাস্ট কঠোর পরিশ্রম করেছিল। কিন্তু সেভাবে এটি ভালো ফল করেনি।’
আরও পড়ুন: বিমান সেবিকার ভেকধারী পাকা চোর! দ্য ক্রু সিনেমায় করিনা-টাবুদের কাণ্ডকারখানা ঘিরে তুলকালাম
‘দীর্ঘদিন পরে, আমার সিনেমা কাজ করেনি, তাই পরিবার এবং বন্ধুরা জিজ্ঞাসা করতে এসেছিল, আমি ঠিক আছি কিনা। আমি বুঝতে পেরেছিলাম যে, আমি ফ্লপের পরে অনেক ভালোবাসা পাচ্ছি।’, আরও জানিয়েছিলেন আমির। সঙ্গে তাঁর মন্তব্য ছিল, ‘ব্যর্থতা আপনাকে শেখায় আসলে কী ভুল হয়েছে। এটি আপনাকে সেই গল্পটি বলার ক্ষেত্রে আপনার ভুল বোঝার সুযোগ দেয়।’
আরও পড়ুন: ‘স্বামী হিসাবে আমার খামতি কোথায়?’ ডিভোর্সের পর কিরণকে প্রশ্ন আমিরের, কী জবাব দেন
আমির খানের সর্বশেষ সিনেমা লাল সিং চাড্ডা ২০২২ সালে মুক্তি পায়। কারিনা কাপুর খানের সঙ্গে হলিউড সিনেমা ফরেস্ট গাম্পের রিমেক, বক্স অফিসের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বর্তমানে আমির প্রস্তুতি নিচ্ছেন, সিতারে জমিন পার-এর। যা একটি স্পোর্টস ড্রামা।
একইসঙ্গে, লাহোর ১৯৪৭-এর প্রযোজনা করছেন আমির খান। রাজকুমার সন্তোষী পরিচালিত এই সিনেমায় সানি দেওল, প্রীতি জিন্টা, আলি ফজলদের মতো অভিনেতাদের দেখা যাবে।