প্রাক্তন অভিনেতা সাহিল খান সম্প্রতি বান্ধবী মিলেনার সাথে তাঁর হৃদয়গ্রাহী ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং তাকে 'স্ত্রী' হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন। দীর্ঘদিন পর আবার খবরের শিরোনামে এসে খান তার বাগদান সম্পর্কে অকপটে কথা বলেছেন এবং প্রকাশ করেছেন, "বাগদান রাশিয়ায় হয়েছিল এবং আমরা কাগজপত্রেও বিয়ে করেছি, তবে আমরা খুব শীঘ্রই দুবাই বা ভারতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব," যোগ করেছেন, "আমরা এই বছরই একটি যথাযথ বিবাহ করব, খুব শীঘ্রই। আমরা এই মুহুর্তে দুবাইতে বাস করছি, তবে আমার ব্যবসাও রয়েছে তাই আমার এখানে এবং ভারতে আমার ভিত্তি রয়েছে, কারণ আমার পরিবার এবং বাড়ি মুম্বাইয়ে রয়েছে।
২৬ বছরের ছোট শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করে সংবাদ শিরোনামে কাঞ্চন মল্লিক। কাঞ্চনের মতোই হাঁটুর বয়সী বিদেশিনীর সঙ্গে বিয়ে সেরে নিলেন অভিনেতা, সমাজ মাধ্যম প্রভাবী সাহিল খান। ‘স্টাইল’, ‘এক্সকিউজ মি’র মতো ছবিতে নজর কেড়েছিলেন সাহিল। এরপর আচমকাই উধাও হয়ে যান অভিনয়ের জগত থেকে। পরে ফিটনেস ইনফ্লুয়েন্সার হিসাবে নিজের পরিচিতি গড়েন। সম্প্রতি মহাদেব বেটিং কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল সাহিলের, তবে এবার বিয়ে করে সংবাদ শিরোনামে অভিনেতা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ২১ বছর বয়সী মিলেনার সঙ্গে রোম্যান্টিক ছবি শেয়ার করে তাঁকে নিজের স্ত্রী হিসাবে পরিচয় করান সাহিল। এরপরই হইচই কাণ্ড। সবার মনেই প্রশ্ন জাগে সত্যি কি বিয়ে সেরে ফেলেছেন সাহিল? বিয়ের খবরে সিলমোহর দিয়ে সাহিল জানান, ‘বাগদান রাশিয়ায় হয়েছিল এবং আমরা কাগজেকলমে বিয়ে করেছি, তবে আমরা খুব শীঘ্রই দুবাই বা ভারতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব’। তিনি আরও যোগ করেছেন, ‘আমরা এই বছরই সামাজিক রীতিমেনে বিয়ে করব, খুব শীঘ্রই। আমরা এই মুহুর্তে দুবাইতে বাস করছি, তবে আমার ব্যবসাও রয়েছে। ভারতেও নিময়িত যাতায়াত’।
স্ত্রীর প্রতি ভালোবাসা জাহির করে তাঁর পরিচয় ফাঁস করেছেন সাহিল। তিনি জানান, ‘মিলেনার বয়স সবে ২১ এবং ইউরোপের বেলারুশের মেয়ে ও। সবেমাত্র পড়াশোনা শেষ করেছে। এটা ইতিবাচক অনুভূতি। এখন আমি জানি মানুষ কেন বিয়ে করে। আবেগে ভাসছি’।
বয়সের ফারাক বাধা হয়নি তাঁদের সম্পর্কে। বরং বয়সের তুলনায় স্ত্রী অনেক বেশি ম্যাচিউর জানান সাহিল। তাঁর কথায়, 'মিলেনা খুবই বুদ্ধিমতী আর সংবেদনশীল, ওর বয়স বেশ কম। তিনি বলেন, ‘আমাদের বয়সের অনেক পার্থক্য রয়েছে। সে অন্য ২১ বছর বয়সী অনেক তরুণীর চেয়ে মানসিকভাবে অনেক বেশি পরিণত, এবং প্রকৃতিতেও খুব শান্ত।’
এটা সাহিলের দ্বিতীয় বিয়ে। সাহিল খান তাঁর বিদেশিনী স্ত্রীর সঙ্গে প্রেমদিবস উদযাপন করতে ইস্তানবুল উড়ে গিয়েছিলেন। সেখান থেকেই ভালোবাসার মুহূর্ত শেয়ার করেন। লেখেন ‘এটা আমার বেবি, একটাই জীবন, একটাই ভালোবাসা।’
বলিউডে ভালো ছবির অফার না পাওয়ার জেরেই অন্য পেশায় ঝোঁকেন সাহিল। ব্যর্থ অভিনয় কেরিয়ার নিয়ে তিনি বলেন , ‘আমি সকালে উঠতে চাই এবং একটি দুর্দান্ত দিন কাটাতে চাই। আমি সুখী থাকার চেষ্টা করি, সবাই শাহরুখ খান হতে পারে না। আমাদের নিজেদের সুখ নিজেদেরই খুঁজে নিতে হবে। আমার মধ্যে কোনও তিক্ততা নেই এবং আমি বিশ্বাস করি যে আমার চেয়ে ভাল লোক রয়েছে। আমি যা করতে পারি, শুধু আমিই পারি, আমাদের সবারই নিজস্ব দক্ষতা আছে। এটি এখন পর্যন্ত একটি আকর্ষণীয় যাত্রা ছিল, আমি আমার ব্যবসা স্থির করেছি এবং আমার স্ত্রীকেও খুঁজে পেয়েছি।’
মিলাপ জাভেরির 'স্টাইল রিটার্নস'-এর সঙ্গে বলিউডে কামব্যাক করছেন সাহিল। ছবিতে থাকবেেন শরমন যোশীও। এই সম্পর্কে তিনি বলেন, ‘আমি স্টাইল রিটার্নের জন্য ফিরে আসব, এটি এই বছর ফ্লোরে যাবে। আর মাত্র কয়েকটা কাস্টিং বাকি আছে তারপর আমরা যেতে পারবো। স্টাইলটি সবাই পছন্দ করেছিল তাই আমরা বিশ্বাস আমরা এটা পারব। আমি শারমানের সাথে আবার কাজ করার অপেক্ষায় রয়েছি, তিনি একজন দুর্দান্ত অভিনেতা।’