বলিউডের তিন সুন্দরী একটা প্লেনে, তাও আবার এয়ার হোস্টেসের ভূমিকায়! বিস্ফোরণ তো ঘটবেই…শনিবার সামনে এল করিনা কাপুর, তাবু এবং কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’-এর টিজার। এই তিন সুন্দরীর রূপ নয়,বরং কর্ম কাণ্ড আপনাকে স্তম্ভিত করবে। ‘ব্যাডঅ্যাস’ তিন মহিলা হিসাবে টিজারে পাওয়া গেল করিনা-টাবু ও কৃতিকে। এই প্লেনে চেক ইন করার আগে আপনার বুকের ধুকপুকানি বেড়ে যাবে বৈকি!
আদ্যোপান্ত কমেডির মোড়কেই তৈরি গল্পের বুনোট। এই ‘ক্রু’ মুখে মিষ্টি কিন্তু বাস্তেব পাক্কা বদমাইশ। টাবুর চরিত্রকে বলতে শোনা যাচ্ছে, ‘উচিত হোগা কে আপ আপনি পাতলুন কে পেটি কো কসকে বাঁধলে।’ বিমান সেবিকার ভেক ধরে মালদার যাত্রীদের লুটে নেওয়াই একমাত্র লক্ষ্য় তাঁদের। পাশাপাশি ফ্লাইট থেকে চিনাবাদামের প্যাকেট পর্যন্ত চুরি করতে ছাড়ে না তাঁরা। রাজেশ এ কৃষ্ণান পরিচালিত এই ছবির টিজারের শেষভাগে দেখা গেল এক মৃত যাত্রীর সারা শরীরে লাগানো রয়েছে সোনার বিস্কুট। যা দেখেই চোখ ছানাবড়া তিন কন্যের।
অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে সাজানো এই গল্প। টাবু, করিনা, কৃতি ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। বিশেষ ভূমিকায় থাকছেন কমেডিয়ান কপিল শর্মা। গুড নিউজের পর ফের এক ছবিতে করিনা-দিলজিৎ।
কারিনা কাপুর, টাবু ও কৃতি শ্যানন প্রথমবারের মতো স্ক্রিন স্পেস শেয়ার করছেন ক্রুতে। একতা কাপুর এবং রিয়া কাপুর প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ২৯শে মার্চ। ‘দ্য ক্রু’র ট্যাগলাইন- ‘রিস্ক ইট, ফেক ইট, স্টিল ইট’। অর্থাৎ ঝুঁকি নিতে হবে, মিথ্যাটা তুলে ধরতে এবং চুরি করতে হবে।
এই ছবি নিয়ে আশাবাদী করিনা। এক সাক্ষাৎকারে বেবো জানিয়েছেন, ‘এটি সত্যিই কমেডি, ডাকাতি এবং টিপিক্যাল বাণিজ্যিক মশলা চলচ্চিত্রের সংমিশ্রণ। যেখানে তিনজন মহিলা প্রধান চরিত্রে রয়েছেন ... একজন অভিনেতা হিসাবে, আমি এমন কিছু করতে পছন্দ করি যা কিছুটা অতিরিক্ত চ্যালেঞ্জিং, আমাকে আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে বাধ্য করে।’