'সেই যে হলুদ পাখি...' গানটি কলেজের বেঞ্চে বসে গাননি বা স্কুলের ফেয়ারওয়েল বা অন্য অনুষ্ঠানে গাননি বা শোনেননি এমন বাঙালি বোধহয় খুব কমই আছে। আসলে এখন বাংলা ব্যান্ডের রমরমা সেই অর্থে কমলেও একটা সময় কিন্তু বাংলা দাপিয়ে বেড়াত এই ব্যান্ডগুলি। উপহার দিত দারুণ সব গান। তার মধ্যে কিছু আজও জনপ্রিয়। আর তেমনই একটি গান হল এই ‘সেই যে হলুদ পাখি’। ক্যাকটাসের গান এটা। আর সেই ক্যাকটাস ব্যান্ডের ৩১ তম জন্মদিন। কিন্তু একি! ব্যান্ডের জন্মদিনে অন্যতম লিড ভোকালিস্ট এটা কী লিখলেন! কীসের ইঙ্গিত দিলেন তিনি? ব্যান্ড ছেড়ে দিচ্ছেন নাকি?
অভিজিৎ বর্মন বা যাঁকে সকলেই পটা নামে চেনেন তিনি ক্যাকটাসের ৩১ তম জন্মদিনে দিন একটি বিশেষ পোস্ট করলেন। আর সেটা দেখেই ভক্তদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। তবে কি ব্যান্ড ছেড়ে দিচ্ছেন পটা? কিন্তু আদতে কী লিখেছিলেন তিনি?
এদিন পটা তাঁর পোস্টে লেখেন, 'একলা চলো রে।' আর তাতেই উসকে যায় জল্পনা। অবশ্য এটা না হওয়ার কোনও কারণ নেই। এর আগেও একাধিকবার তিনি ক্যাকটাস ছেড়ে বেরিয়ে গিয়েছেন। আবার ফিরেও এসেছেন। সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। আবারও কি তেমন কিছুই হল?
না, পটার সহকর্মী, বন্ধু তথা ক্যাকটাস ব্যান্ডের আরেকজন লিড ভোকালিস্ট সিধু এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, 'নেশার খেয়ালে ওসব লিখেছে দেওয়ালে।' অর্থাৎ তাঁদের মধ্যে কোনও ঝামেলা হয়নি, পটা ক্যাকটাস ছাড়ছেন না। কিছুদিন আগেই তাঁরা একত্রে ক্যাকটাসের জন্মদিন উদযাপন করেছেন। ফলে ভক্তদের ভয় পাওয়ার মতো কিছুই হয়নি।
চলতি মাসের শেষের দিকেই পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় তাঁদের অনুষ্ঠান আছে। সেই বিষয়ে দুজনকে একত্রে কথা বলতেও শোনা যায়। ফলে দর্শকদের মতো তাঁরাও যে এই সুন্দর অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছেন সেটা নিশ্চিত ভাবে বলা যায়। কিন্তু তার আগে এমন একটা পোস্ট দেখে অনেকেই হতচকিত হয়ে পড়েন। যদিও পর মুহূর্তেই ভেঙে যায় সেই ভুল। সিধু নিজে আশ্বস্ত করেছেন সকলকে যে তাঁদের মধ্যে কিছুই হয়নি।