গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে অভিষেক বচ্চন। নেপথ্যে তাঁর টালমাটাল দাম্পত্য সম্পর্কের গুঞ্জন। খবর, ঐশ্বর্যর সঙ্গে জুনিয়র বি ১৬ বছরের সংসারে ফাটল ধরেছে। সেই নিয়ে মুখে কুলুপ বচ্চন পরিবারের। তবে কর্মক্ষেত্রে বউয়ের পদচিহ্ন অনুসরণ করছেন বচ্চন-পুত্র। হ্যাঁ, সূত্রের খবর, এবার 'দশভি' তারকাকে দেখা যাবে তামিল ইন্ডাস্ট্রিতে!
আরও পড়ুন-বউমা ঐশ্বর্যর সঙ্গে বচ্চনের সম্পর্ক তলানিতে! নতুন পোস্টে কী ইঙ্গিত বিগ বি-র?
খবর, জয়রাম রবিব সুপারহিট তামিল ছবি ‘থানি ওরুভান’-এর সিকুয়েলে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন অভিষেক। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘থানি ওরুভান’, ছবির সিকুয়েল আসছে তা নিশ্চিত। এই ছবিতে ভিলেন হিসাবে দর্শক দেখেছিল অরবিন্দ স্বামীকে। সিদ্ধার্থ অভিমন্যুর ভূমিকায় অরবিন্দ স্বামীর দুর্ধর্ষ অভিনয়ই এই ছবিতে অন্য মাত্রা দিয়েছিল। কিন্তু ছবির সিকুয়েল আর থাকছেন না অরবিন্দ।
মোহন রাজা পরিচালিত এই ছবিতে জয়রাম রবির নায়িকার চরিত্রে অবশ্যই ফিরবেন নয়নতারা। এই ছবি অতি চেনা বাঙালি দর্শকদের কারণ ২০১৭ সালে ‘থানি ওরুভান’-এর বাংলা রিমেক তৈরি হয়েছিল ‘ওয়ান’ নামে। যে ছবিতে মেডিসিন মাফিয়া তথা বিজ্ঞানী সিদ্ধার্থ অভিমন্যুর চরিত্রটিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়রাম রবি অভিনীত পুলিশ অফিসারের ভূমিকায় দেখা মিলেছিল যশ দাশগুপ্তের।
তামিল ছবির হাত ধরেই কেরিয়ার শুরু করেছিলেন ঐশ্বর্য। সম্প্রতি মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান’-এর দুটি ভাগে অভিনয় করেছেন নীল নয়না সুন্দরী। সব কিছু ঠিক থাকলে এবার তামিল ইন্ডাস্ট্রিতে পা রাখছেন অভিষেক। বলিউডে ইতিমধ্যেই ২৩ বছর পার করে ফেলেছেন বচ্চন-পুত্র। তবে হিন্দি ছবির বাইরে সেভাবে তাঁকে পায়নি দর্শক। যদিও ঋতুপর্ণ ঘোষের হাত ধরে কেরিয়ারের একদম গোড়ার দিকেই বাংলা ছবি ‘অন্তরমহল’ (২০০৫)-এ অভিনয় করেছিলন অভিষেক।
চলতি বছর বক্স অফিসে অভিষেকের একমাত্র রিলিজ ছিল ‘ঘুমর’, এছাড়া অজয় দেবগণের ‘ভোলা’য় ক্যামিও চরিত্র করেছেন বচ্চন-পুত্র। আর বাল্কি পরিচালিত ঘুমর-এ ক্রিকেট কোচের ভূমিকায় পাওয়া গিয়েছে অভিষেককে। তাঁর পারফরম্যান্স প্রশংসা কুড়ালেও বক্স অফিসে শক্ত মাটি খুঁজে পায়নি এই ছবি। অন্যদিকে ভোলা-র শেষ দৃশ্যে ভিলেন হিসাবে দেখানো হয়েছিল অভিষেককে।
প্রসঙ্গত, ২০০৭ সালে অভিষেককে বিয়ে করেন ঐশ্বর্য। বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে এক বাড়িতেই সংসার করেছেন তিনি। দেখতে দেখতে ১৬ বছরের দাম্পত্য কাটিয়ে ফেলেছেন তাঁরা। কিন্তু গত কয়েকমাসের ঘটনার ঘনঘটার জেরেই গুঞ্জন বিয়ে ভাঙছেন দুজনের। এর মাঝেই ‘দ্য আর্চিস’-এর প্রিমিয়ারে বচ্চন পরিবারের পাশেই দেখা মিলেছে ঐশ্বর্যর।