উপন্যাস থেকে ছবি, ব্যাপারটা একেবারেই নতুন নয়। তবে বুদ্ধদেব গুহর অন্যতম আইকনিক উপন্যাস অবলম্বনে আসছে বাবলি। আর সেটা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা, উন্মাদনার শেষ নেই। সদ্যই পয়লা বৈশাখের দিন প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। আর তারপরই ছবিটি নিয়ে কী বললেন আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়?
আরও পড়ুন: 'এত প্যাচপ্যাচে গরম যে...' আইপিএলের মরশুমে পয়লা বৈশাখের আগে শহরে অনিন্দ্য, কীভাবে কাটাচ্ছেন নববর্ষ?
বাবলি ছবিটি নিয়ে কী বললেন আবির চট্টোপাধ্যায়?
রাজ চক্রবর্তীর সঙ্গে সেই কানামাছি ছবিটির পর প্রায় ১০ বছর পর আবারও আবির চট্টোপাধ্যায় কাজ করলেন বাবলি ছবিটিতে। কিন্তু এই ছবিটিতে নাকি কাজই করতে চাননি আবির! কিন্তু কেন? এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, 'ঠিক আপত্তি ছিল যে আমার সেটা নয়। আসলে আমার প্রশ্ন ছিল যে বাঙালি কি আদৌ প্রেমের ছবি দেখতে চায়? প্রেমের ছবি দেখলে তো আবার বাঙালির রুচিশীলতায় আঘাত লাগে।'
আরও পড়ুন: সৌরসেনীর জন্মদিনেই প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন নিখিল! শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন নুসরতের প্রাক্তন
তাহলে কীভাবে রাজি হন অভিনেতা? রাজ চক্রবর্তী একপ্রকার নাছোড়বান্দা হয়ে অভিনেতার পিছনে পড়েছিলেন। তাঁর আত্মবিশ্বাস দেখে শেষ পর্যন্ত অভির চরিত্র করতে রাজি হন তিনি।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় অন্যদিকে এই ছবি প্রসঙ্গে জানান, 'এই ছবির জন্য আমায় বেশ খানিকটা ওজন বাড়াতে হয়েছিল। আমি গল্পটা পড়ে এতটাই মুগ্ধ হয়ে যাই যে মনে হয়েছিল গল্পটা পর্দায় দেখানো জরুরি। রাজকে বলি তুমি ছবিটা করো।'
আরও পড়ুন: পয়লা বৈশাখে বিশেষ চমক প্রসেনজিৎ - ঋতুপর্ণার, প্রকাশ্যে অযোগ্যর মুক্তির দিন, কবে আসছে ছবিটি?
বাবলি প্রসঙ্গে
বুদ্ধদেব গুহর লে লেখা বাবলি উপন্যাস অবলম্বনে রাজ চক্রবর্তী একই নামের এই ছবিটি বানালেন। মুখ্য ভূমিকায় থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভির চরিত্রে থাকবেন আবির চট্টোপাধ্যায় এবং ঝুমার চরিত্রে থাকবেন সৌরসেনী মৈত্র। আগামী ৩০ অগাস্ট মুক্তি পাবে এই ছবিটি ইন্দ্রদীপ দাশগুপ্ত এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। থাকবে অরিজিৎ এবং শ্রেয়া ঘোষালের গান।