অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়া কোনও নতুন ঘটনা নয়। বহু অভিনেতার সঙ্গেই এমনটা ঘটেছে। ফের একবার সেই একই ঘটনা ঘটল। আর এবার এটা ঘটেছে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বুধবার সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল জয়জিতের মৃত্যুর ভুয়ো খবর।
জয়জিৎ বন্দ্যোপাধ্যায় নিজেও তাঁর ফেসবুক পোস্টে সেই ভুয়ো খবর শেয়ার করেন। যেখানে দেখা যায় অভিনেতার ছবি। আর উপরে লেখা সেই ভুয়ো খবর, 'না ফেরার দেশে বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা'। ক্যাপশানে জয়জিৎ লেখেন, ‘তাহলে কি আমি ভূত? এই খবর যে করেছে তাঁর ঘাড় মটকাবো আমি। আচ্ছা এটা দেখালে কি ইনশিয়োরেন্স গুলো ম্যাচিওর করবে?’
আরও পড়ুন-উত্তরবঙ্গে ছুটি কাটাচ্ছেন, সেখানেও সেই ‘মিঠাই আবেগ’! অনুরাগীর আবদার মেটালেন আদৃত
আরও পড়ুন-আদৃত আমার গালে চুমু খাচ্ছে, এমন ছবিও বানানো হয়েছে, খুব রাগ হয়েছিল: সৌমিতৃষা
আরও পড়ুন-'আমি কৃষ্ণ ভক্ত, পুজো আমায় শান্তি দেয়', বলছেন 'মিঠাই' সৌমিতৃষা
আরও পড়ুন-চিকিৎসকের ভূমিকায় চিরঞ্জিৎ, বাংলা ছবিতে এবার তাঁর সঙ্গী ‘হেমা মালিনী’
তবে পরে জয়জিৎ নিজের সেই পোস্ট ফেসবুক থেকে ডিলিটও করে দেন। এদিকে এবিষয়ে আনন্দবাজার অনলাইনকে জয়জিৎ বলেন, ভুয়ো খবর ছড়ালে কার আর ভালো লাগে! তবে যাক ভালোই হয়েছে, যদি ইনশিয়োরেন্সগুলো ম্যাচিওর হয়ে যায়।
জয়জিৎ জানান, এই মুহূর্তে তিনি দুটো সিরিয়ালে কাজ করছেন। একটা সিনেমা ও সিরিজেরও কথা চলছে। তবে ক্ষোভ উগরে দিয়ে বলেন। বাংলার জনপ্রিয় ওয়েব প্ল্যার্টফর্ম থেকে তাঁকে নাকি কেউ ডাকেন না। তবে তাতে কিছু যায় আসে না বলেও জানান জয়জিৎ। অভিনেতার কথায়, তাঁর কাজ ভালো অভিনয় করা, তাতে যদি প্রযোজক বলেন শৌচালয়ে তাঁর কাজ প্রদর্শিত হবে, তিনি তাতেও রাজি। কারণ ভালোভাবে কাজ করাটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, বেশকিছুদিন আগে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিৎ মল্লিকের ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল। আর তাতে বেজায় রেগে গিয়েছিলেন তাঁর অভিনেত্রী কন্যা কোয়েল মল্লিক।