বাংলা ছবিতে জুটি বাঁধছেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র। সৌজন্যে পরিচালক পারমিতা মুন্সি। এখবর শুনেই দারুণ খুশি হলেন নিশ্চয়। তবে না, এখানে একটা টুইস্ট আছে। এখানে আসলে ধর্মেন্দ্র হল চরিত্রের নাম। যে চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিত চট্টোপাধ্যায়। ছবিতে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন তিনি।
ছবির বিষয়ে কথা বলতে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর সঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘ছবির গল্পে আমি হোমিওপ্যাথি চিকিৎসক, যেটা বংশ পরম্পরায় এটা চলে আসছে। উত্তর কলকাতার একটা ঘরে আমি ডাক্তারি করি। আমার নাম ঘটনাচক্রে ধর্মেন্দ্র। আর ধর্মেন্দ্রকে খুঁজতে খুঁজতে তাঁর চেম্বারে এসে পৌঁছন হেমা মালিনী। ইনিও বলিউডের সেই 'ড্রিম গার্ল' নন। তবে এই হেমা মালিনীও 'ড্রিম গার্ল' হেমার বড়ই ভক্ত। এই মহিলা তাঁর স্বামী মারা যাওয়ার পর বোনের সঙ্গে থাকেন। প্রচুর পয়সা। আসলে ওঁর মানসিক সমস্যা রয়েছে। নিজেকে তিনি হেমা মালিনী ভাবেন। আর তাই ধর্মেন্দ্রকে খুঁজতে খুঁজতে তিনি আমার চেম্বারে এসে হাজির হন। চিকৎসকের কাছে এসে উনি বলেন, আমায় সারিয়ে দিন, কী রোগ জানি না। একটাই রোগ আমি নিজেকে হেমা মালিনী ভাবি। বলেন, তিনি নাচতেও পারি, গাইতেও পারি ঘোড়াও চালাতে পারেন। চিকিৎসক ধর্মেন্দ্র তাঁর থেকে সরে আসার চেষ্টা করলেও পারেন না।’
চিরঞ্জিৎ চক্রবর্তীর কথায়, ‘এটা একটা সিরিওকমিক ছবি, খুব সুন্দরভাবে পারমিতা বানিয়েছেন।’
আরও পড়ুন-আদৃত আমার গালে চুমু খাচ্ছে, এমন ছবিও বানানো হয়েছে, খুব রাগ হয়েছিল: সৌমিতৃষা
আরও পড়ুন-'আমি কৃষ্ণ ভক্ত, পুজো আমায় শান্তি দেয়', বলছেন 'মিঠাই' সৌমিতৃষা
আরও পড়ুন-উত্তরবঙ্গে ছুটি কাটাচ্ছেন, সেখানেও সেই ‘মিঠাই আবেগ’! অনুরাগীর আবদার মেটালেন আদৃত
জানা যাচ্ছে এই ছবির হেমা মালিনী-র আসল নাম মালিনী। তবে তিনি 'ড্রিম গার্ল' হেমার এতই ভক্ত যে কোর্টে গিয়ে নাম বদলে ‘হেমা মালিনী’ হয়ে যান। এই মালিনীর প্রচুর অর্থ ও প্রতিপত্তি, তবে তিন শয়নে, স্বপনে শুধুই হেমা মালিনীতে বুঁদ হয়ে থাকেন। বহু চিকিৎসার পরও তাঁর রোগ সারেনি। এই হেমা মালিনীর আশা, একমাত্র ধর্মেন্দ্রই তাঁর রোগ সারাতে পারেন। আর সেকারণেই তিনি চিকিৎসা করাতে হোমিওপ্যাথি চিকিৎসক ধর্মেন্দ্র কাছে আছে। আর সেখানেই গল্পের শুরু। বাকি গল্প কোনদিকে এগোবে, তা নাহয় ছবি মুক্তির পরই জানা যাবে।
এই ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক পারমিতা মুন্সি নিজেই। সিনেমায় হেমা মালিনী আসলে রূপক একটা চরিত্র। এখানে হেমা মালিনী শব্দ দুটির সঙ্গে ফ্যান্টাসি তৈরি করে গল্প লিখেছেন পরিচালক। দেখানো হবে, হেমা মালিনী একজন তারকা তাঁকে ছুঁতে চেয়েও পারছেন না মালিনী। ছবির নামও রাখা হয়েছে ‘হেমা মালিনী’। পরিচালকের কথায় এই নামে এর আগে কখনও ছবি তৈরি হয়নি বলেই মনে হয়। আর এখানে হেমা মালিনীর সঙ্গে মিলেয়ে দেওয়ার জন্যই চিরিঞ্জিতের চরিত্রের নাম ধর্মেন্দ্র রাখা হয়েছে।