সদ্য শেষ হয়েছে ‘মিঠাই’। তারপর আপাতত ছুটির মেজাজেই কাটছে আদৃত, সৌমিতৃষা, ধ্রুবজ্যোতি সরকার সহ ধারাবাহিকে অন্যান্য কলাকুশলীদের। এই সময়টা নিজেদের মতো করেই সময় কাটাচ্ছেন তাঁরা। এদিকে ভালবাসা, আবেগ এতটাই প্রবল যে 'মিঠাই' শেষ হলেও সেই ঘোর কাটিয়ে বের হতে পারেননি ধারাবাহিকের দর্শকরা। আর তাই ডুয়ার্সে ছুটি কাটাতে গিয়েও অনুরাগীদের 'মিঠাই' আবেগে বন্দি হলেন অভিনেতা আদৃত রায়।
ঠিক কী ঘটেছে?
সম্প্রতি আদৃতের মতোই উত্তরবঙ্গে স্বামী, কন্যা সহ বেড়াতে গিয়েছেন তাঁর আরও এক অনুরাগী, নাম দেবলীনা হালদার সরকার। আর সেখানেই হঠাৎ প্রিয় ‘উচ্ছেবাবু’র সঙ্গে দেখা হয়ে যায় তাঁদের। তাতে ছবি তোলার সুযোগ ছাড়েননি ওই অনুরাগী। তিনি অভিনেতা আদৃত রায়ের সঙ্গে তোলা সেই ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, যেদিন বেড়াতে যাচ্ছিলেন, সেদিনই মিঠাই-এর শেষপর্ব দেখেছিলেন। ওঁর মনে হয়েছিল, এতদিনের অভ্যাস, তাই মিঠাই শেষ হতে ওই সময়টা খুব খালি খালি লাগবে। অফিস থেকে ফেরার পরই নাকি তিনি ওই ধারাবাহিক দেখতেন। তাঁর ছোট্ট মেয়ে তাথৈও নাকি গোটা রাস্তা 'জয় গোপাল' বলতে বলতে গিয়েছে, এটা নাকি মিঠাই এফেক্ট। ওই অনুরাগী লিখেছেন, তাঁর মেয়ের হত 'জয় গোপাল' নাম জপ সফল হয়েছে। কারণ সেখানেই হঠাৎ করে 'উচ্ছেবাবু' আদৃতের সঙ্গে দেখা হয়ে যায় তাঁদের। মিঠাই ও আদৃত অনুরাগীর সেই পোস্ট অভিনেতার ফ্যান ক্লাবের তরফে শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন-আদৃত আমার গালে চুমু খাচ্ছে, এমন ছবিও বানানো হয়েছে, খুব রাগ হয়েছিল: সৌমিতৃষা
আরও পড়ুন-'আমি কৃষ্ণ ভক্ত, পুজো আমায় শান্তি দেয়', বলছেন 'মিঠাই' সৌমিতৃষা
আবার দার্জিলিঙে গিয়েও একসঙ্গে অনেক মহিলা অনুরাগীদের সঙ্গে সেলফি তুললেন আদৃত রায়। তবে শুধুই মহিলারা নন, পুরুষ অনুরাগী এসেও তাঁর সঙ্গে ছবি তুলেছেন।
আদৃত রায়ের ফ্যান ক্লাবের এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়েছে অভিনেতার অন্যান্য অনুরাগীদের।
প্রসঙ্গত, মিঠাই শেষ হতেই উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছেন অভিনেতা আদৃত রায় ও ধ্রুবজ্যোতি সরকার। আসলে বয়েজ ট্রিপে গিয়েছেন মিঠাইয়ের সিদ্ধার্থ আর সোম। তাঁদের শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ধরার মুহূর্তে ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আদৃত সোশ্যাল মিডিয়ায় বিশেষ অ্যাক্টিভ না হলেও ধ্রুবজ্যোতি তাঁর স্টোরিতে বেশ কিছু ছবি বা ভিডিয়ো শেয়ার করেছেন। প্রকৃতির কোলে সময় কাটানোর সময় চার বন্ধু বিভিন্ন রিলস ভিডিয়োও বানিয়ে ফেলছেন। যেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ধ্রুব। এদিকে মিঠাই-এর নায়িকা সৌমিতৃষা দেবের ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় কাজের কথা জানালেও, আদৃতের এখনও তাঁর পরবর্তী কাজের কথা জানাননি।