বাংলা নিউজ > বায়োস্কোপ > Parno Mitra on Bonbibi: আর্যর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, সুন্দরবনে ‘বনবিবি’র শ্যুটিংয়ের অভিজ্ঞতা কেমন পার্নোর

Parno Mitra on Bonbibi: আর্যর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, সুন্দরবনে ‘বনবিবি’র শ্যুটিংয়ের অভিজ্ঞতা কেমন পার্নোর

সুন্দরবনের এক দেবীর গল্প এবার পর্দায়, আসছে 'বনবিবি'

Parno Mitra on Bonbibi: নারী শক্তির আখ্যানকে কেন্দ্র করে রাজদীপ ঘোষের ‘বনবিবি’ মুক্তি পাচ্ছে ৮ মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসের দিন। সুন্দরবনে শ্যুটিংয়ের অভিজ্ঞতা ও নানা বিষয় নিয়ে কথা বলেছেন পার্নো।

সুন্দরবনের প্রেক্ষাপটে আসছে নতুন ছবি ‘বনবিবি’। রাজদীপ ঘোষের পরিচালনায়, রানা সরকারের প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবি। মুখ্য ভূমিকায় রয়েছেন পার্নো মিত্র। বহুদিন পর আবারও এই ছবির হাত ধরে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী। এই গল্প তৈরি হয়েছে সুন্দরবনের প্রেক্ষাপটে। ছবিতে পার্নো একজন বিধবা। আঞ্চলিক ভাষায় তাঁকে নাকি বলা হয় ‘বাঘ-বিধবা’। বনবিবির চরিত্রে রয়েছেন সোহিনী সরকার।

নারী শক্তির আখ্যানকে কেন্দ্র করে রাজদীপ ঘোষের এই ছবি মুক্তি ৮ মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসের দিন। অনেকদিন পর ছবির প্রধান মুখ পার্নো। কেমন লাগছে? সে বিষয় প্রতিদিনকে অভিনেত্রী জানিয়েছেন, ‘এর আগে তারকা মৃত্যু এসেছিল। তবে এই ছবির মুখ আমি আর দিব্যেন্দু (ভট্টাচার্য) দা। ভালোলাগা আছে। কারণ ছবিটা ভালো, মন দিয়ে পার্ট করেছি। অনেকদিন পর আমার অভিনীত একটা ছবি রিলিজ হচ্ছে। ভালো লাগছে। মুখ্য চরিত্র হলাম কি হলাম না সেটা ম্যাটার করে না। দিনের শেষে ভালো কাজটাই ম্যাটার করে’। আরও পড়ুন: ‘মা কাজলের মতো চোখ..’, অজয় সঙ্গে ছেলে যুগকে দেখে আর কোন মিল খুঁজে পেলেন নেটিজেনরা

সুন্দরবনে শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন পার্নো। অভিনেত্রীর কথায়, ‘অসম্ভব স্ট্রাগল করতে হয়েছে। বলে বোঝাতে পারব না। ওই দশটা দিন ওখানে কীভাবে কাটিয়েছি, শ্যুটিং করে ফিরে এসেছি জানি না। ওখানে জলপথ ছাড়া অন্য কোনও ভাবে ট্রাভেল করা যায় না, ওটাই সবথেকে সহজ উপায়। সারাদিন লঞ্চেই বসে থাকতাম। ওখানে কোনও ভ্যানিটি ভ্যান নেই, বসার জায়গা বলতে লঞ্চই ছিল। ওখানেই ডাইনিং স্পেস, ভ্যানিটি ভ্যান, চেঞ্জিং স্পেস, সবকিছু ওটাই। কাদার মধ্যে হাঁটা বোধহয় সবথেকে শক্ত ছিল। পায়ের তলায় ক্রমাগত ম্যানগ্রোভের কাঁটা ফুটছে, কিন্তু স্বাভাবিক দেখাতে হবে নিজেকে, কারণ শট দিতে হবে। সব মিলিয়ে খুবই কষ্টকর ছিল’।

ছবিতে আর্য দাশগুপ্তর সঙ্গে পার্নোর চরিত্রের ঘনিষ্টতা দেখা যাবে। পার্নোর থেকে বয়সে অনেকটাই ছোট আর্য। এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘ওকে আমাদের পরিচালক এত বকেছে, শিশুর মতো হয়ে গিয়েছিল সেটে। ও খুব ভালো ছেলে। ছবিতেও ও খুব ভালো করেছে। শ্যুটিংয়ে যাওয়ার আগে অবধি বুঝতে পারিনি আর্য এত ভালো করবে। এই রকম কমপ্লেক্স গল্প, ওকে এত ইনোসেন্ট দেখতে, সব মিলিয়ে আমাদের দুজনের চরিত্রের কনট্রাস্ট দারুণ হয়েছে’।

সুন্দরবনের বাসিন্দারা যেভাবে দিনযাপন করেন, তাঁর জীবিকার সঙ্গে জড়িয়ে আছে প্রবল ঝুঁকি। আর সেই সব ঝুঁকি, বিপদের কথাই উঠে এসেছে ‘বনবিবি’ ছবিতে। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, বছর তিনেক আগে জীবিকার কারণেই বাইরে গিয়েছিলেন পার্নো ওরফে রেশমের স্বামী। আর ফেরেননি। শোনা যায়, তাঁর স্বামীকে বাঘে নিয়ে গিয়েছে। তাঁর মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এরপর সুন্দরবন এলাকাতেই গাইডের কাজ করেন রেশম। যে সমস্ত পর্যটক সেখানে ঘুরতে আসে, তাঁদের সুন্দরবন ও আশেপাশের অঞ্চল ঘুরে দেখানোই তাঁর কাজ। গল্পে রেশমের জীবনে যেমন সংগ্রাম রয়েছে, তেমন রয়েছে প্রেমও। পার্নোর বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন আর্য দাশগুপ্ত।

 

বায়োস্কোপ খবর

Latest IPL News

4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.