টেলি অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য, ছোটপর্দার দর্শকদের কাছে শ্রীমা অবশ্য ‘দ্যুতি’ হিসাবেই পরিচিত। সৌজন্য 'গাঁটছড়া'। ছোটপর্দায় অভিনয় ছাড়াও রিল ভিডিয়োর দুনিয়াতেও বেশ জনপ্রিয় শ্রীমা। প্রায়দিনই 'কে আপন কে পর' খ্যত অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের সঙ্গে রিল পোস্ট করতে দেখা যায় শ্রীমাকে। টলিপাড়ার চর্চা ইন্দ্রনীলের সঙ্গেই প্রেম করছেন শ্রীমা। যদিও সেকথা স্বীকার করতে নারাজ শ্রীমা ও ইন্দ্রনীল। তবে অবশেষে এই বৃষ্টি-বাদলার দিনে কি মনের কথা বলেই ফেললেন শ্রীমা?
ইনস্টাগ্রামে পোস্ট করা নতুন রিল ভিডিয়ো পোস্ট করেছেন শ্রীমা। যেখানে সাদা শিফন চিকনের সালোয়ার কামিজে খোলা চুলে দেখা যাচ্ছে। বেঞ্চের উপর বসে শ্রীমাকে গাইতে শোনা যাচ্ছে, 'বলো না রাধিকা তাকে, যেওনা যেওনা প্রিয়' গানটি। ভিডিয়োটি পোস্ট করে শ্রীমা ক্যাপশানে লিখেছেন, কত কথা আটকাপরে থাকে মনের কোনে, যার মর্ম শুধু মনের মানুষ জানে!
আরও পড়ুন-আপনিই 'টলিউডের শাহরুখ খান', শুনে কী বললেন প্রসেনজিৎ?
আরও পড়ুন-Exclusive Prosenjit: 'ইন্ডাস্ট্রি নই, আমি এখনও জ্যেষ্ঠপুত্র', বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
আরও পড়ুন-একজন ৫৭ অন্যজন ৬১, তবে বোঝার উপায় কই, ‘প্রসেনজিৎই টলিপাড়ার শাহরুখ’! কী বলছেন ‘বুম্বাদা’
শ্রীমার এই পোস্টের পরই নেটপাড়ার প্রশ্ন, 'তা আপনার মনের মানুষটি কে?', কারোর প্রশ্ন, ‘মনের মানুষ হিসাবে তবে কি ইন্দ্রনীল-কেই কি কথাগুলো বলতে চাইছেন?’ এমনই নানান প্রশ্ন উঠে এসেছে।
প্রসঙ্গত ত ২৭ সেপ্টেম্বর ছিল অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের জন্মদিন। ওইদিন নিজেদের প্রেমচর্চা উসকে দিনে ইন্দ্রনীলের বাহুলগ্না হয়ে বসে ছবি পোস্ট করেছিলেন শ্রীমা। সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছিল সেই ছবি। আর এবার মনের কোণে আটকে পড়া কথা মনের মানুষই জানে, একথা লিখে সেই চর্চাতেই ঘৃতাহুতি দিলেন শ্রীমা।
প্রসঙ্গত শ্রীমা ভট্টাচার্য নিজের কেরিয়ার শুরু করেন ২০১৬ সালে 'নাগলীলা' ধারবাহিকের হাত ধরে।পরবর্তী সময়ে তাঁকে টিভি ধারাবাহিক 'জামাই রাজা', ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’, 'বেদের মেয়ে জ্যোৎস্না'তে দেখা গিয়েছে। তবে এই মুহূর্তে 'গাঁটছড়া'র দ্যুটি হিসাবেই শ্রীমাকে সকলে চেনেন।