বাংলা নিউজ > বায়োস্কোপ > Adipurush Ticket Price: বক্স অফিসে হোঁচট খেতেই বিশেষ ঘোষণা ‘আদিপুরুষ’ নির্মাতাদের, কত দামে এবার কেনা যাবে টিকিট

Adipurush Ticket Price: বক্স অফিসে হোঁচট খেতেই বিশেষ ঘোষণা ‘আদিপুরুষ’ নির্মাতাদের, কত দামে এবার কেনা যাবে টিকিট

বক্স অফিসে হোঁচট খেতেই বিশেষ ঘোষণা ‘আদিপুরুষ’ নির্মাতাদের

Adipurush Ticket Price: ২,০০০-১,৬০০ নিদেনপক্ষে ৫০০-২৫০ টিকিটও এখন অতীত! ‘আদিপুরুষ’ নিয়ে তখন ট্রোলিং, কটাক্ষ তুঙ্গে, হুড়হুড় করে কমছে বক্স অফিস আয় তখনই এক বিশেষ ঘোষণা এল ছবির নির্মাতাদের থেকে। এখন মাত্র ১৫০ টাকাতেই টিকিট পেয়ে যাবেন এই ছবির।

১৬ জুন বহু প্রতীক্ষিত ছবি ‘আদিপুরুষ’ মুক্তি পেয়েছে পর্দায়। ওম রাউত পরিচালিত এই ছবি আসার পর থেকেই শুরু হয়েছে চরম ট্রোলিং। চলেছে বিস্তর কটাক্ষ। নেটিজেনরা রীতিমত এই ছবির ডায়লগ থেকে ভিএফএক্স সবই নিয়ে এতটাই ক্ষুব্ধ, বা এতটাই মজা পেয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় এখন চোখ রাখলে কেবলই ট্রোল নজরে আসছে এই ছবি নিয়ে। তৈরি হয়েছে নানা বিতর্ক। বক্স অফিসের কমেছে ভীষণ রকম। আর এত বিতর্কের মাঝেই আচমকা বড়সড় ঘোষণা করে বসলেন এই ছবির নির্মাতারা টি সিরিজ প্রযোজিত এই ছবির তরফে দর্শকদের জন্য বিশেষ অফার ঘোষণা করা হল। বৃহস্পতিবার এবং শুক্রবার এই ছবির টিকিট মাত্র ১৫০ টাকায় কিনতে পাওয়া যাবে।

ইনস্টাগ্রামে টি সিরিজের তরফে এই ছবির একটি পোস্টার শেয়ার করা হয়। তার সঙ্গে একটি ক্যাপশনে লেখা হয় '২২ এবং ২৩ জুন আদিপুরুষ ছবিতে আছে বিশেষ অফার। এদিন যাঁরা এই ছবি দেখতে আসবেন তাঁরা মাত্র ১৫০ টাকায় থ্রি ডিতে এটি দেখতে পাবেন। এবার সমস্ত ভারতীয়রাই দেখবেন আদিপুরুষ। সমস্ত পরিবারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ডায়লগ পরিবর্তন করা হয়েছে।' একই সঙ্গে লেখা হয়, 'এই মহাকাব্য এবার ৩ ডিতে চক্ষু করুন একদম পকেট ফ্রেন্ডলি দামে। টিকিটের দাম শুরু ১৫০ থেকে।' তবে এই অফার থেকে বঞ্চিত হয়েছে দেশের কিছু রাজ্য, এর মধ্যে আছে অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কেরল এবং তামিল নাড়ু।

এই ছবির ভিএফএক্স সহ গল্প নিয়ে তো হাজারো ভুল ধরা পড়েছেই। সমালোচনাও চলেছে। কিন্তু সব থেকে বেশি যেটা নিয়ে সমালোচনা হয়েছে, সেটা হল হনুমানের মুখের ভাষা। সম্প্রতি বিতর্কের পর সেটা বদলে দেওয়া হয়েছে। আগে লঙ্কা জ্বালানোর আগে হনুমানের মুখে শোনা গিয়েছিল 'কাপড়া তেরে বাপ কা তেল তেরে বাপ কা, আগ ভি তেরে বাপ কী, অর জ্বলেগি ভি তেরে বাপ কী।' এখন সেই লাইনগুলো পরিবর্তন করে করা হয়েছে, 'কাপড়া তেরে লঙ্কা কা, তেল তেরে লঙ্কা কা, আগ ভি তেরে লঙ্কা কী, অর জ্বলেগি ভি তেরে লঙ্কা হি।'

রামায়ণের গল্পের উপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে রামের চরিত্রে প্রভাস, সীতার চরিত্রে কৃতি শ্যানন, লক্ষ্মণের চরিত্রে সানি সিংকে দেখা গিয়েছে। অন্যদিকে রাবণ হিসেবে আছেন সইফ আলি খান।

বায়োস্কোপ খবর

Latest IPL News

'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানি তারকা, বললেন হার্দিককে বাদ দেওয়া উচিত ছিল মাপা হচ্ছিল '২৫ কোটির' এককে! আগুনে ইয়র্কারে স্টাম্প উপড়ে হুঙ্কার স্টার্কের IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ বেঙ্কটেশের ভুলে রান-আউট হয়ে ক্ষেপে লাল রাসেল, একটু হলে ভেঙেই ফেলতেন ব্যাট- Video

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.