আদিত্য রায় কাপুর আর অনন্যা পাণ্ডের প্রেম এখন টক অফ টা টাউন থুরি বলিউড। অনন্যা আর আদিত্য এর আগেও বহু মানুষের প্রেমে পড়েছেন। তবে সেইসময় অনেক ছিল গোপনীয়তা। এখন যেমন আগল ভাঙছেন দুজনেই ধীরে ধীরে।
খবর, গত বছর এই সম্পর্কের শুরু হয়েছিল মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টির সময়। একসঙ্গে ধরা দেন যুগলে, কালো পোশাকে টুইনিং করে। পরে, তাঁরা মনীশের জন্য র্যাম্পেও হাঁটেন একসঙ্গে। তাঁদের রসায়ন মিস করা খুবই কঠিন। করণ জোহরও লেগ পুল করেছিলেন সেইসময় তাঁর স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ অভিনেত্রীর। আদিত্যর সঙ্গে পার্টির এক কোণে চিট-চ্যাট করার কথা ফাঁস করে দিয়েছিলেন।
এরপর দেখা যায় অনন্যার জন্মদিনে দুজন মলদ্বীপে একসঙ্গে ছুটিয়ে ফেরেন মুম্বই বিমানবন্দরে। বৃহস্পতিবার ১৬ নভেম্বর আদিত্যর জন্মদিনে ভালোবাসায় ভরিয়ে দিলেন চাঙ্কি-কন্যা প্রাক্তন প্রেমিককে। গাছগাছালি ঘেরা জায়গায় তোলা আদিত্যর একটা ছবি শেয়ার করে নিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন AD’। সঙ্গে একটি রামধনু ও হার্টের ইমোজি।
এবারের সিজনেও অনন্যাকে প্রেম নিয়ে খোঁটা দিতে ভোলেননি করণ জোহর। যদিও তাতে শিলমোহর দেননি অভিনেত্রী। বলতে থাকেন, কিছু জিনিস কেবল গোপন রাখা উচিত এবং আদিত্য তার ঘনিষ্ঠ বন্ধু। এদিকে করণ গোটা সময়টাই বলে যায়, অনন্যার বয়ফ্রেন্ড আছে। এমনকী অনন্যার সঙ্গে আসা সারাও আদিত্যর নাম নিয়ে তাঁকে উত্যক্ত করতে থাকেন।

অনন্যার ইনস্টা স্টোরি।
অনন্যার এমন কী আছে, যা তাঁর নেই প্রশ্নে সারা জবাব দিয়েছিলেন, ‘একটা নাইট ম্যানেজার’। এখানে বলে রাখি, নাইট ম্যানেজার-এ ছিলেন আদিত্য রায় কাপুর। সারার অমন কথার জবাবে অনন্যা বলেছিলেন, ‘আমি খুব অনন্যা কোয় কাপুর অনুভব করছি।’
এরপর দেখা যায় সারা জিতে যায় কফি শো-র বিখ্যাত হ্যাম্পর। আর অনন্যা তা ধরতে এলেই নবান-কন্যার মুখ থেকে বেরিয়ে আসে, ‘তুমি আমার জিনিস ছুঁলে, আমি তোমারটাও ছোঁব মেট্রো… ডিনোতে’। এখানে আবার বলে রাখি অনুরাগ বসু পরিালিত মেট্রো ইন ডিনো-তে কাজ করছেন সারা আলি খান ও আদিত্য রায় কাপুর একসঙ্গে।