বাংলা নিউজ > বায়োস্কোপ > Adult Film Star Dies: মাত্র ২৬ বছরে প্রয়াত অ্যাডাল্ট ফিল্ম তারকা সোফিয়া, রহস্য মত্যু ঘিরে শুরু তদন্ত

Adult Film Star Dies: মাত্র ২৬ বছরে প্রয়াত অ্যাডাল্ট ফিল্ম তারকা সোফিয়া, রহস্য মত্যু ঘিরে শুরু তদন্ত

প্রয়াত অ্যাডাল্ট ফিল্ম তারকা সোফিয়া লিওন

Adult Film Star Sophia Leone Dies: সোফিয়া লিওনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর সৎ বাবা মাইক রোমেরো। ১ মার্চ সোফিয়া লিওনকে তাঁর অ্যাপার্টমেন্টে পাওয়া যায়। তাঁর মৃত্যুর কারণ নিয়ে তদন্ত এখনও চলছে।

প্রয়াত অ্যাডাল্ট ফিল্ম স্টার সোফিয়া লিওন। বয়স হয়েছিল ২৬ বছর। চলতি মাসের শুরুতে তাঁরই অ্যাপার্টমেন্টে থেকে উদ্ধার হয় দেহ। সোফিয়া লিওনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর সৎ বাবা মাইক রোমেরো। তিনি বলেন, ১ মার্চ সোফিয়া লিওনকে তাঁর অ্যাপার্টমেন্টে পাওয়া যায় এবং তার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত এখনও চলছে।

শনিবার সকালে তার সৎ বাবা মাইক রোমেরোর পোস্ট করা একটি GoFundMe পোস্টে সোফিয়া লিওনের মৃত্যুর খবর শেয়ার করে এবং সমর্থকদের তাঁর শেষকৃত্য সম্পন্নর জন্য আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন। আরও পড়ুন: বিজেপির সঙ্গে কি এখনও কোনও যোগ রয়েছে? কী বললেন পার্নো

তিনি লিখেছেন, ‘সোফিয়া ছিল প্রিয় কন্যা, বোন, নাতনি, এবং বন্ধু। সব প্রাণীর প্রতিই তার গভীর ভালোবাসা ছিল, বিশেষ করে তার তিনটি পোষা প্রাণীর প্রতি। ও ভ্রমণ করতে ভালোবাসত এবং সবসময় ওর চারপাশের সবাইকে হাসিখুশি রাখার উপায় খুঁজে বের করত। সোফিয়াকে আমরা খুব মিস করব কিন্তু যারা ওঁকে ভালোবাসে তাঁদের হৃদয়ে ওঁর স্মৃতি বেঁচে থাকবে’।

সোফিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার এবং বন্ধুরা শোকাহত। সোফিয়ার জন্য শোক প্রকাশ করার পাশাপাশি অনেকেই তাঁর মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন। পরিবারও এই মুহূর্তের এমন আর্থিক টানাটানির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। মাইক রোমেরো জানিয়েছেন, মৃত্যুর কারণ সম্পর্কে স্থানীয় পুলিশের তদন্ত এখনও চলছে।

তার মডেলিং এজেন্সি, 101 মডেলিংও এই খবরটি নিশ্চিত করেছে এবং বলেছে, ‘আমাদের প্রিয় সোফিয়া লিওনের অকাল এবং মর্মান্তিক মৃত্যুতে মন ভেঙে গিয়েছে’।

101 মডেলিং এক্স-এর একটি পোস্টে লিখেছে, ‘একটি সুন্দর আত্মা যে আমাদের অনেককে স্পর্শ করেছে। মিষ্টি দেবদূতের আত্মার শান্তি কামনা করি। আমরা আপনাকে অনেকটা ভালোবাসতাম। পরিবারের জন্য একটি গোফান্ড মি শুরু করা হয়েছে’।

আরও দাবি করা হয়েছে, আত্মহত্যা করে মারা যাননি সোফিয়া লিওন। তার মৃত্যু একটি ‘হোম ইনভেসন হোমিসাইড’ হিসাবে তদন্ত করা হচ্ছে।

১৮ বছর বয়সে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন সোফিয়া লিওন

১৯৯৭ সালের ১০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জন্ম সোফিয়া লিওনের। মাত্র ১৮ বছর বয়সে পর্ন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি। সাউথে ১ মিলিয়ন ডলার নেট মূল্য রয়েছে বলে জানা গিয়েছে। 

তিন মাসের মধ্যে পর পর চার অ্যাডাল্ট ফিল্ম তারকার মৃত্যু হয়েছে। গত ফেব্রুয়ারিতে আত্মহত্যা করেন অ্যাডাল্ট ফিল্ম তারকা কাগনি লিন কার্টার। টিএমজেডের প্রতিবেদন অনুসারে, তার বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করেছেন এবং সবাইকে চনকে দিয়েছেন। গত সপ্তাহে ওহাইওতে নিজ বাসভবনে মারা যান কাগনি। গত জানুয়ারিতে ওকলাহোমায় জেসি জেন ও তাঁর প্রেমিক ব্রেট হাসেনমুলারের মৃতদেহ উদ্ধার হয়।

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

নবমীতেই কি অভিষেক করবেন KKR-এর তরুণ পেসার? কী বললেন গম্ভীরের সহকারী? UGC-NET পরীক্ষায় কত নম্বর পাবেন? দেখে নিন তালিকা! কবে রেজাল্ট প্রকাশিত হবে? 'ভিকি বিদ্যা'কে ছাপিয়ে দাপট দেখাতে পারল ‘জিগরা’? প্রথমদিন কত আয় করল আলিয়ার ছবি? ডিভোর্সের চর্চা তুঙ্গে, তার মাঝেও অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা ঐশ্বর্যর! লিখলেন… ভারতের বিরুদ্ধে সিরিজ হারের অদ্ভুত কারণ দেখিয়ে বিতর্কে বাংলাদেশের ফিল্ডিং কোচ স্ত্রী যদি যৌন চাহিদা মেটাতে অস্বীকার করে তাহলে সভ্য সমাজে স্বামী কোথায় যাবে? ঘড়ির কাজ করত কামান! প্রাচীন রীতি মেনে সন্ধিপুজোয় ২ বার তোপধ্বনি বনেদি পুজোয় ১০২৬ বছরের রীতি মেনে গর্জে উঠল কামান, তিন তোপের শব্দে করা হল দেবীর আবাহন হরিয়ানায় বিজেপির নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে ১৫ অক্টোবর, থাকবেন মোদী উদ্ধার অচৈতন্য দেহ, মৃত্যু তপন কান্দুর স্ত্রী'র, ২.৫ বছর আগে খুন হন কংগ্রেস নেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.