বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev-Atanu: দেবের হাত ছেড়ে জিতের সঙ্গে জুটি! নতুন ছবিতে মুখ বদলাচ্ছেন 'প্রধান' প্রযোজক অতনু?

Dev-Atanu: দেবের হাত ছেড়ে জিতের সঙ্গে জুটি! নতুন ছবিতে মুখ বদলাচ্ছেন 'প্রধান' প্রযোজক অতনু?

নতুন ছবিতে মুখ বদলাচ্ছেন 'প্রধান' প্রযোজক অতনু?

Dev-Atanu: দেব, অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেনের ছবি মানেই সেটা বক্স অফিসে হিট হবেই। গত কয়েক বছর ধরে এমনটাই হয়ে আসছে। তবে এবার দেবকে ছেড়ে অন্য অভিনেতার সঙ্গে কাজ করতে চান প্রযোজক অতনু! কী শোনা যাচ্ছে কানাঘুষোয়?

দেব এখন একাই পেজ থ্রির শিরোনামে রয়েছেন যে নানা কারণে সেটা বলা যায়। কখনও রাজনীতি ছাড়ার গুজব বা ইঙ্গিত, কখনও ইডির তলব, কখনও আবার নতুন ছবির কাজের আপডেট। সদ্যই তিনি খাদান ছবির শুটিং শুরু করেছেন টেক্কা ছবিটির ফার্স্ট শিডিউলের শুটের পর। এই বছর টেক্কা ছাড়াও আসবে তাঁর এবং অভিজিৎ সেনের জুটির ছবি, আর তাঁদের ছবি মানেই হিট। এছাড়া দেবের খাদান ছবিটি এবছর মুক্তি পেতেও পারে নাও পারে। তবে কানাঘুষোয় এবার শোনা যাচ্ছে দেবকে ছেড়ে অন্য অভিনেতায় মন দিতে চান অভিজিৎ অতনুর জুটি।

দেবের পর জিতের সঙ্গে কাজ করতে চলেছেন প্রযোজক অতনু রায়চৌধুরী?

দেব অভিনীত, অভিজিৎ সেন পরিচালিত এবং অতনু রায়চৌধুরী প্রযোজিত টনিক, প্রজাপতি এবং প্রধান তিনটিই হিট! সবাই এখন মুখিয়ে আছে তাঁদের পরবর্তী ছবির নাম ঘোষণার দিকে যা চলতি বছরের বড়দিনের সময় মুক্তি পাবে।

আরও পড়ুন: 'এমা প্যান্ট পরেনি...' শুধু টপ পরে তোপের মুখে সোহিনী! তুলোধনা করে কী বলছে নেটপাড়া?

আরও পড়ুন: 'দেশের প্রতি কর্তব্যকে...' গরুপাচার কাণ্ডে ইডির তলবে দেবেন সাড়া? টলিউড নিয়েই বা কী পরিকল্পনা দেবের?

সেই ছবির প্রসঙ্গে আনন্দবাজারকে প্রযোজক জানিয়েছিলেন যে দেবের সঙ্গে আলোচনার পর্যায় আছে বিষয়টা। একই সঙ্গে তিনি আভাস দেন তাঁদের এই ছবিতে ফের দেখা যেতে পারে মিঠুনকে। শাস্ত্রী ছবির কাজ শেষ হওয়ার পর তিনি তাঁর সঙ্গে কথা বলবেন বলেও জানান।

তবে তাঁদের এই আসন্ন ছবি ছাড়াও আরও একটি খবর নিয়ে কানাঘুষোয় বেশ কিছু কথা শুনতে পাওয়া যাচ্ছে। দেবের পর এবার নাকি জিতের সঙ্গে কথা বলছেন অতনু রায়চৌধুরী। অর্থাৎ জিৎকে এরপর তাঁদের ছবিতে দেখা যেতে পারে বলেই মনে করছেন অনেকে। ইতিমধ্যেই নাকি বৈঠকে বসেছেন তাঁরা। নতুন ছবির প্রস্তাব রেখেছেন নাকি এই বছর তাঁদের যে ছবিটি আসবে বড়দিনে সেখানে দেবের পাশাপাশি জিৎকেও দেখা যাবে সেটা স্পষ্ট নয়। তবে সবটাই প্রাথমিক পর্যায় আছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: সফল হতে রণবীরের ভরসা মুকেশ আম্বানির কথা! বললেন, 'উনি আমায় বলেছেন সাফল্যকে কখনই...'

প্রসঙ্গত প্রধান ছবির শুটিংয়ের সময় রটে যায় যে দেবের সঙ্গে নাকি অতনু রায়চৌধুরীর সম্পর্কের অবনতি হয়েছে। তখন তাঁরা কেউ বিষয়টা মানতে না চাইলেও, এখন এই খবর প্রকাশ্যে আসার পর অনেকেই মনে করছেন সেই জন্যই হয়তো জিতের সঙ্গে প্রযোজক বৈঠক সেরেছেন। তবে ভবিষ্যতে জিতের সঙ্গে তাঁরা আদৌ কোনও ছবি করবেন কিনা সেটা সময়ই বলবে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন… সাত বছর পরে আবার শুরু হবে এই টুর্নামেন্ট! সচিন থেকে লারা খেলেছিলেন সকলেই বাংলাদেশের ঢাকায় এবার কতগুলি পুজো হবে? কতটা কড়া নিরাপত্তা? জানাল পড়শি প্রশাসন উৎসবের মরশুমে ৬৫৫৬টি স্পেশাল ট্রেন চলবে দেশে, শিয়ালদা থেকে কবে ছুটবে পুজোর লোকাল দিনভর প্যান্ডেল হপিং করে ক্লান্ত? নিজেকে তরতাজা করতে সঙ্গে রাখুন এগুলি ডাক্তারদের যেমন ডিগ্রি আছে, আমারও আছে, আমাদেরও মানুষ নমস্কার করে, চতুর্থীতে মদন মহামায়ার পুজোয় থাক প্রকৃতির জন্য ভাবনা, রইল ঘর সাজানোর কিছু অভিনব টিপস ENG W vs SA W- বোলারদের দাপটে দ্বিতীয় ম্যাচে জয়! সেমির রাস্তা প্রশস্ত ইংরেজদের… ‘খুব সুন্দর’, বিয়ের পর প্রথম পুজো! পরম-পিয়ার রোম্যান্টিক ছবিতে মুগ্ধ কুণাল ঘোষ ‘কল, সোফা, এসি... উপমুখ্যমন্ত্রীর বাসভবন থেকে আসবাব চুরি করেছেন তেজস্বী’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.