দেব এখন একাই পেজ থ্রির শিরোনামে রয়েছেন যে নানা কারণে সেটা বলা যায়। কখনও রাজনীতি ছাড়ার গুজব বা ইঙ্গিত, কখনও ইডির তলব, কখনও আবার নতুন ছবির কাজের আপডেট। সদ্যই তিনি খাদান ছবির শুটিং শুরু করেছেন টেক্কা ছবিটির ফার্স্ট শিডিউলের শুটের পর। এই বছর টেক্কা ছাড়াও আসবে তাঁর এবং অভিজিৎ সেনের জুটির ছবি, আর তাঁদের ছবি মানেই হিট। এছাড়া দেবের খাদান ছবিটি এবছর মুক্তি পেতেও পারে নাও পারে। তবে কানাঘুষোয় এবার শোনা যাচ্ছে দেবকে ছেড়ে অন্য অভিনেতায় মন দিতে চান অভিজিৎ অতনুর জুটি।
দেবের পর জিতের সঙ্গে কাজ করতে চলেছেন প্রযোজক অতনু রায়চৌধুরী?
দেব অভিনীত, অভিজিৎ সেন পরিচালিত এবং অতনু রায়চৌধুরী প্রযোজিত টনিক, প্রজাপতি এবং প্রধান তিনটিই হিট! সবাই এখন মুখিয়ে আছে তাঁদের পরবর্তী ছবির নাম ঘোষণার দিকে যা চলতি বছরের বড়দিনের সময় মুক্তি পাবে।
আরও পড়ুন: 'এমা প্যান্ট পরেনি...' শুধু টপ পরে তোপের মুখে সোহিনী! তুলোধনা করে কী বলছে নেটপাড়া?
সেই ছবির প্রসঙ্গে আনন্দবাজারকে প্রযোজক জানিয়েছিলেন যে দেবের সঙ্গে আলোচনার পর্যায় আছে বিষয়টা। একই সঙ্গে তিনি আভাস দেন তাঁদের এই ছবিতে ফের দেখা যেতে পারে মিঠুনকে। শাস্ত্রী ছবির কাজ শেষ হওয়ার পর তিনি তাঁর সঙ্গে কথা বলবেন বলেও জানান।
তবে তাঁদের এই আসন্ন ছবি ছাড়াও আরও একটি খবর নিয়ে কানাঘুষোয় বেশ কিছু কথা শুনতে পাওয়া যাচ্ছে। দেবের পর এবার নাকি জিতের সঙ্গে কথা বলছেন অতনু রায়চৌধুরী। অর্থাৎ জিৎকে এরপর তাঁদের ছবিতে দেখা যেতে পারে বলেই মনে করছেন অনেকে। ইতিমধ্যেই নাকি বৈঠকে বসেছেন তাঁরা। নতুন ছবির প্রস্তাব রেখেছেন নাকি এই বছর তাঁদের যে ছবিটি আসবে বড়দিনে সেখানে দেবের পাশাপাশি জিৎকেও দেখা যাবে সেটা স্পষ্ট নয়। তবে সবটাই প্রাথমিক পর্যায় আছে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: সফল হতে রণবীরের ভরসা মুকেশ আম্বানির কথা! বললেন, 'উনি আমায় বলেছেন সাফল্যকে কখনই...'
প্রসঙ্গত প্রধান ছবির শুটিংয়ের সময় রটে যায় যে দেবের সঙ্গে নাকি অতনু রায়চৌধুরীর সম্পর্কের অবনতি হয়েছে। তখন তাঁরা কেউ বিষয়টা মানতে না চাইলেও, এখন এই খবর প্রকাশ্যে আসার পর অনেকেই মনে করছেন সেই জন্যই হয়তো জিতের সঙ্গে প্রযোজক বৈঠক সেরেছেন। তবে ভবিষ্যতে জিতের সঙ্গে তাঁরা আদৌ কোনও ছবি করবেন কিনা সেটা সময়ই বলবে।