আবারও শুটিং করতে গিয়ে আহত ছোট পর্দার আরেক অভিনেতা। কয়েক মাস আগে নিম ফুলের মধু ধারাবাহিকের অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পড়ে গিয়ে পা ভাঙেন রুবেল দাস। এবার দুর্ঘটনার কবলে পড়লেন সৌম্যদীপ মুখোপাধ্যায় অর্থাৎ জগদ্ধাত্রী ধারাবাহিকের স্বয়ম্ভু।
জি বাংলার এই মেগা দর্শকদের মনে ভালোই জায়গা করে নিয়েছে। টিআরপি তালিকায় টপ তিনে থাকবেই থাকবেই এই সিরিয়াল। অ্যাকশন, রোম্যান্স সবটা মিলিয়ে জমে উঠেছে জ্যাস সান্যাল আর স্বয়ম্ভুর কেমিস্ট্রি। কিন্তু একটি অ্যাকশন দৃশ্যে তিনি সম্প্রতি চোট পেয়েছেন। কিন্তু আবার সেরেও উঠেছেন।
কীভাবে চোট পেলেন সৌম্যদীপ?
পর্দায় স্বয়ম্ভু তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে এই সময়কে বলেন, 'অ্যাকশন দৃশ্য শুট করা হয় তখন তখন অনেক সময়ই আমাদের লেগে যায়। কিন্তু সেটা আবার দ্রুত সেরেও যায়। দর্শকদের ভালোবাসাতেই আমরা জলদি সুস্থ হয়ে উঠি। এক্ষেত্রে একমাত্র ভালোবাসাই যেন ব্যথার ওষুধ হিসেবে কাজ করে। তবে কেবল যে আমাদের লাগে সবসময় এমনটা নয়, আমাদের সহ অভিনেতারাও অনেক সময় আঘাত পান। তবে সেটে সেসব ম্যানেজ হয়ে যায়।'
তবে কেবল চোটের কথাই নয়, নিজেদের অনেক গোপন কথাই এদিন সৌম্যদীপ ফাঁস করে দেন। জানান অঙ্কিতা নাকি ভীষন লাড্ডু প্রেমী। তাই তিনি মশকরা করে বলেন, গণেশের সামনে যে কটা লাড্ডু রাখা হয়েছে সেগুলো সবই জ্যাস সান্যাল নাকি একা খেতে পারবেন! কোনও ডায়েট না মেনেও কী করে এমন ছিপছিপে চেহারা মেনটেন করা যায় সেটা ভেবেই অবাক হন পর্দার স্বয়ম্ভু।
আরও পড়ুন: ফের একসঙ্গে তৃণা-কৌশিক, তবে কি খড়কুটো ২ আসছে?
আরও পড়ুন: শাড়ি গয়না নয়, কুর্তি পরে হালকা সাজেই সাধ পালন শুভশ্রীর, ধরা দিলেন রাজের বাহুডোরে
গণেশ চতুর্থী উপলক্ষ্যে বিশেষ অ্যাকশন দৃশ্য শুট হয়েছে এই ধারাবাহিকের। সেখানে সেটে সেদিন শোয়ের প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী উপস্থিত ছিলেন। তিনি অঙ্কিতা এবং সৌম্যদীপকে এদিনের অ্যাকশন দৃশ্য শুট করতে অনুপ্রেরণাও জোগান, সাহস দেন।
এই বিষয়ে বলে রাখা ভালো আগামী ১৪ অক্টোবর জি বাংলার পর্দায় সকাল ৫টা থেকে সম্প্রচারিত হবে মহালয়া, এবারের বিশেষ নিবেদন নবপত্রিকায় দেবীবরণ। সেখানেই দেবী দুর্গার রূপে দেখা যাবে অঙ্কিতাকে। তিনিই এবার মহিষাসুর বধ করবেন এই চ্যানেলে।