কিছুদিন আগেই হার্ট অ্যাটাক হয়েছিল শ্রেয়স তালপাড়ের। কিছুক্ষণের জন্য তাঁর হৃদস্পন্দন বন্ধ পর্যন্ত হয়ে যায়। সেই ঘটনার পর হিন্দি এবং মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি ভীষণ ভাবে তাঁদের সাহায্য করেছিল, পাশে থেকেছিল বলেই জানান অভিনেতার স্ত্রী।
অক্ষয় কুমার কী বলেছিলেন শ্রেয়স তালপাড়ের হার্ট অ্যাটাকের পর?
এবিপিকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রেয়স তালপাড়ে এবং তাঁর স্ত্রী জানান যখন অভিনেতার হার্ট অ্যাটাক হয়েছিল তখন তাঁর হাউজফুল ২ এর সহকর্মী অক্ষয় কুমার শ্রেয়সকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে চেয়েছিলেন। অভিনেতার স্ত্রী দীপ্তি তালপাড়ে এই বিষয়ে এই সাক্ষাৎকারে জানান, 'দীপ্তি আমরা কি ওকে শিফট করব? তুমি বলো খালি আমরা ওকে অন্য হাসপাতালে ভর্তি করে দেব। সেদিনের পর, পরদিন ভোরবেলাও ও আমায় ফোন করেছিল, অনুরোধ করেছিল শ্রেয়সকে দু মিনিট দেখতে দেওয়ার জন্য। বলেছিল আমি ওকে দেখতে চাই। আমি ওকে বলেছিলাম তোমার যখন ইচ্ছে তখনই এসো।'
এরপর দীপ্তি আরও জানান যে তাঁদের বিপদে গোটা হিন্দি এবং মারাঠি ইন্ডাস্ট্রি তাঁদের পাশে ছিল। গত বছর ডিসেম্বর মাসে হার্ট অ্যাটাক হয় শ্রেয়স তালপাড়ের। সেই ঘটনার পর অভিনেতা ইটাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই জীবনটা যেন তাঁর কাছে দ্বিতীয় সুযোগের মতো। জীবন যেন তাঁকে দ্বিতীয় সুযোগ দিল হার্ট অ্যাটাকের পর। কারণ সেটার আগে তিনি কখনই হাসপাতালে ভর্তি হননি। সামান্য ফ্র্যাকচার পর্যন্ত হয়নি। ফলে এমন এক গুরুতর ঘটনার পর তিনি যখন সুস্থ হয়ে ওঠেন তখন তাঁর কাছে জীবনের দ্বিতীয় সুযোগ বলেই সেটা মনে হয়েছিল।
আরও পড়ুন: বিশ্বব্যাপী ৮১ কোটি আয় তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়ার! ধন্যবাদ জানাতে হলে হাজির শাহিদ কাপুর
আরও পড়ুন: ‘চরিত্রটা খুব নীচ...’, স্লামডগ ফেরানোর কারণ জানালেন শাহরুখ, ঘুরিয়ে কি শ্লেষ অনিল কাপুরকেও?
প্রসঙ্গত গত ডিসেম্বর মাসে ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবির শুটিং সেরে বাড়ি ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। শ্রেয়স তালপাড়েকে একাধিক জনপ্রিয় হিন্দি এবং মারাঠি ছবিতে দেখা গিয়েছে। তিনি ওম শান্তি ওম ছবিতে শাহরুখের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন। হাউজফুল ২, গোলমাল সিরিজের প্রতিটি ছবিতেও ছিলেন শ্রেয়স। বর্তমানে একদম সুস্থ আছেন তিনি।