শাহরুখের কাছে অস্কারজয়ী ছবি স্লামডগ মিলিয়নিয়ারের অফার গিয়েছিল। কিন্তু তিনি ফিরিয়ে দেন সেই প্রস্তাব। সম্প্রতি সেই কথাই প্রকাশ্যে আনলেন কিং খান। তাঁকে কৌন বনেগা ক্রোড়পতি শোয়ের সঞ্চালকের চরিত্র অর্থাৎ যেখানে অনিল কাপুরকে দেখা গিয়েছিল সেটার অফার করা হয়েছিল। কিন্তু কেন তিনি সেই প্রস্তাব নাকচ করেছিলেন?
স্লামডগ মিলিয়নিয়ার ছবির অফার পেয়েও ফেরান শাহরুখ খান
২০০৮ সালে যখন স্লামডগ মিলিয়নিয়ার ছবিটি মুক্তি পায় বা শুটিং চলছিল যখন এই ছবির তখন শাহরুখ খান বাস্তবেই সোনি টিভির শো কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনা করছিলেন। আর তখনই তাঁর কাছে এই অস্কারজয়ী ছবির অফার যায়। অনিল কাপুরকে যে চরিত্রে দেখা গিয়েছিল অর্থাৎ কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালকের চরিত্রের প্রস্তাব প্রথম শাহরুখ পান। আর সেই কথাই তিনি সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া বিশ্ব সরকার সামিট ২০২৪ এ জানালেন।
আরও পড়ুন: জাতীয় পুরস্কার থেকে বাদ ইন্দিরা গান্ধী-নার্গিস দত্তের নাম! আর কোন কোন বদল আনল মোদী সরকার?
এই ছবির বিষয়ে কিং খান বলেন, 'হ্যাঁ স্লামডগ মিলিয়নিয়ার ছিল। আমি অনেকটা সময় মিস্টার বয়েলের (ড্যানি বয়েল) সঙ্গে কাটিয়েছিলাম। উনি ভীষণ মিষ্টি একজন মানুষ। আমি তখন কৌন বনেগা ক্রোড়পতি করছি টিভিতে। আর আমাকে ওই ছবির যে গল্প শোনানো হয়েছিল সেখানে যে সঞ্চালক ছিল সিনেমায় তাঁর চরিত্রটা খুব খারাপ ছিল। অত্যন্ত নীচ ছিল।'
আরও পড়ুন: বিশ্বব্যাপী ৮১ কোটি আয় তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়ার! ধন্যবাদ জানাতে হলে হাজির শাহিদ কাপুর
এরপর তিনি ব্যাখ্যা করে আরও জানান, ‘ছবিতে আমি চিটিং করছি আবার সততাও দেখাচ্ছি। ব্যাপারটা খুব অদ্ভুত লেগেছিল। আমি কেবিসির যেহেতু সঞ্চালক ছিলাম তখন ছবিতে ওভাবে চিটিং করাটা কেমন লাগছিল। তাই আমি তখন বয়েলকে জানাই যে আমি চরিত্রটা করতে পারব না। অন্য কাউকে যেন তিনি দেখে নেন, অনেক ভালো অভিনেতা আছেন। পরে হয়তো এটা অনিল কাপুর করেছিলেন যা তিনি দারুণ ভাবে করেছিলেন।’
শাহরুখ খানকে শেষবার ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল। রাজকুমার হিরানি পরিচালিত ছবিটি বড়দিনের সময় মুক্তি পেয়েছিল। কিং খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, প্রমুখ ছিলেন।