বাংলা নিউজ > বায়োস্কোপ > Agastya Nanda: মা শ্বেতা আর দিদি নভ্যা নাকি জয়া বচ্চনের মতো! পরিবারের মহিলাদের নিয়ে আর কী বললেন অগস্ত্য

Agastya Nanda: মা শ্বেতা আর দিদি নভ্যা নাকি জয়া বচ্চনের মতো! পরিবারের মহিলাদের নিয়ে আর কী বললেন অগস্ত্য

‘হোয়াট দ্য হেল নভ্যা’ পডকাস্টে অগস্ত্য নন্দা। 

অগস্ত্য নন্দা ২০২৩ সালের ডিসেম্বর মাসে জোয়া আখতারের 'দ্য আর্চিস'- এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। ‘হোয়াট দ্য হেল নভ্যা’ পডকাস্টে এবার যোগ দিলেন তিনি। 

‘হোয়াট দ্য হেল নভ্যা’ পডকাস্টে এবার যোগ দিলেন অগস্ত্য নন্দা। এতদিন মূলত নভ্যা নভেলি নন্দা, শ্বেতা বচ্চন ও জয়া বচ্চনের মুখেই এই পরিবারের গোপন নানা কথা উঠে এসেছিল সামনে। পডকাস্টের আসন্ন পর্বের টিজারে, অগস্ত্য নিজের মধ্যে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ উভয় দিককে আলিঙ্গন করার ধারণা নিয়ে আলোচনা করেছেন।

অগস্ত্য ভাগ করে নেন, ‘আমি খুব শক্তিশালী, মতামতপূর্ণ মহিলাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে বড় হয়েছি... এবং তোমরা সবাই একে অপরের জলবিহীন সংস্করণ। ননী (জয়া বচ্চন) শীর্ষে (উপরের দিকে পয়েন্ট), তারপর মা, এবং তারপরে তুমি (নব্য)। কিন্তু আমি বুঝতে পার যে, তোমরা সকলেই এই বিশেষ দিকটি নিয়ে অবগত।’

আরও পড়ুন: দিব্যা-ভূষণের ডিভোর্সের জল্পনায় মুখ খুলল টি-সিরিজের এক কর্মী, সামনে এল বড় তথ্য

অগস্ত্য নন্দা ২০২৩ সালের ডিসেম্বর মাসে জোয়া আখতারের 'দ্য আর্চিস'- এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি আর্চি অ্যান্ড্রুর চরিত্রে অভিনয় করেছিলেন। যখন তার সঙ্গে ভেরোনিকা চরিত্রে ছিলেন সুহানা খান, বেটি চরিত্রে খুশি কাপুর, রেগি চরিত্রে বেদাং রায়না, জুগহেড চরিত্রে মিহির আহুজা-রা। তাঁকে পরবর্তীতে শ্রীরাম রাঘবনের 'ইক্কিস'- এ দেখা যাবে, যেখানে তিনি ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করবেন। চলচ্চিত্রটি পরম বীর চক্রের সর্বকনিষ্ঠ প্রাপক অরুণ ক্ষেত্রপালের জীবনের উপর ভিত্তি করে নির্মিত একটি বায়োপিক।

আরও পড়ুন: একই দিনে ৩ বার বিয়ে হয় শাহরুখ খানের! ফাঁস করল পুরনো পুরুষ সঙ্গী

খবর, দ্য আর্চিসে কাজ করার সময় থেকেই নাকি ঘনিষ্ঠতা বেড়েছে অগস্ত্য আর সুহানার মধ্যে। এমনকী দুই পরিবারের নাকি সম্মতিও আছে এই সম্পর্কে। ফ্যাশান ডিজাইনার তানিয়া শ্রফের জন্মদিনের পার্টিতে শাহরুখ কন্যা সুহানার উদ্দেশ্যে চুম্বন ছুড়ে দিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। কাপুর বাড়ির ক্রিশমাস পার্টিতেও অগস্ত্যর সঙ্গেই গিয়েছিলেন সুহানা খান।

আরও পড়ুন: ছেলে-বউমার ডিভোর্সের খবর! রাহুল গান্ধী ঐশ্বর্যকে আক্রমণ করতেই টুইট অমিতাভের

ব্যবসায়ী নিখিল নন্দাকে বিয়ে করেন শ্বেতা বচ্চন ১৯৯৭ সালের ১৬ ফেব্রুয়ারি। নভ্যা বড় মেয়ে বাবার পথে হেঁটেই ব্যবসাতে নাম লিখিয়েছে। তবে অগস্ত্যর শখ অভিনয়, মামা-দাদু-দিদার মতোই। শোনা যায়, শ্বেতা নাকি অনেকদিন আগেই ছেড়েছেন নিখিলের সংসার। এমনকী, দিল্লি ছেড়ে পাকাপাকিভাবে থাকছেন তিনি মুম্বইতেই। যদিও শ্বেতা নিজে বা বচ্চন পরিবারের তরফ থেকে মেয়ের সংসার নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।  

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ফের ভারতের ক্যাপ্টেন হচ্ছেন সচিন তেন্ডুলকর! কবে নামবেন মাঠে? এবার‌ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগ, চরম নিগ্রহ রাজের চোখে ডুব শুভশ্রীর, পাওয়ার কাপলের পঞ্চমী লুকে মুগ্ধ পার্নো-অদ্রিজারা মহাষষ্ঠীর দিনটি কেমন যাবে? পাবেন কোনও ভালো খবর? জানুন ৯ অক্টোবরের রাশিফল তৃণমূল সাংসদের সন্তান সম্পর্কে কুকথা, হাততালি দিয়ে ধৃত ২ তরুণী, তদন্তে সিবিআই পুজোর কলকাতায় মিছিল চিকিৎসকদের, ঠাকুর দেখতে বেরিয়ে উঠল স্লোগান,উই ওয়ান্ট জাস্টিস রাত পোহালেই মহাষষ্ঠী, প্রিয়জনকে পাঠিয়ে দিন দিনটির শুভেচ্ছাবার্তা, কী লিখবেন? 'ব্রা ঢেকে রাখো', কেন আলানাকে বকা দিলেন বাবা চিক্কি পান্ডে? ব্যাটারিই কালপ্রিট! হাতের মুঠোয় থাকা হরিয়ানায় হেরে দাবি কংগ্রেসের, ‘আমরা হারিনি’ নিজের বাড়িতেই খুন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, ব্যারাকপুরে তদন্তে পুলিশ, কারণ কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.