বাংলা নিউজ > বায়োস্কোপ > Divya Khosla-Bhusan Kumar: দিব্যা-ভূষণের ডিভোর্সের জল্পনায় মুখ খুলল টি-সিরিজের এক কর্মী, সামনে এল বড় তথ্য

Divya Khosla-Bhusan Kumar: দিব্যা-ভূষণের ডিভোর্সের জল্পনায় মুখ খুলল টি-সিরিজের এক কর্মী, সামনে এল বড় তথ্য

দিব্যা-ভূষণের ডিভোর্সের জল্পনায় মুখ খুলল টি-সিরিজ। 

এক পুত্র সন্তানের মা-বাবা দিব্যা খোসলা ও ভূষণ কুমার বর্তমানে। বুধবার ডিভোর্সের খবর ছড়িয়ে পড়তেই লেগে গিয়েছিল হইচই। সত্যিই কি বিচ্ছেদ হচ্ছে?

বুধবার হঠাৎ করেই টি সিরিজের মালিক ভূষণ কুমার ও তাঁর অভিনেত্রী স্ত্রী দিব্যা খোসলা কুমারের বিচ্ছেদের খবর এসেছিল। দেখা যায় দিব্যা ইনস্টাগ্রাম আইডি থেকে নিজের নামের থেকে কুমার উপাধি মুছে ফেলেছেন। এই অবধি তাও ঠিক ছিল। তারপর কিছু অত্যুৎসাহীরাই খুঁজে বের করে, ইনস্টাগ্রাম থেকে অভিনেত্রী টি সিরিজকে আনফলোও করে দিয়েছে। আর সব মিলিয়ে আটকে রাখা যায়নি তাঁদের বিচ্ছেদ নিয়ে ওঠা জল্পনাকে।

এক পুত্র সন্তানের মা-বাবা দিব্যা ও ভূষণ বর্তমানে। নাম পরিবর্তন ও আনফলো করার ঘটনা সামনে আসার পরই, দাবি উঠতে থাকে, বর্তমানে বহুদিন নাকি একসঙ্গে কোনও পাবলিক অ্যাপিয়ারেন্স করেননি দিব্যা আর ভূষণ। যা দুজনের বিচ্ছেদের জল্পনায় ঘি আহুতির কাজ করে। তবে দিব্যা কিন্তু এখনও ভূষণের ব্যক্তিগত অ্যাকাউন্টকে ফলো করছেন।

আরও পড়ুন: একই দিনে ৩ বার বিয়ে হয় শাহরুখ খানের! ফাঁস করল পুরনো পুরুষ সঙ্গী

এতসব জল্পনা-কল্পনার মাঝেই মুখ খোলা হল টি সিরিজের পক্ষ থেকে। জুমের একটি প্রতিবেদন অনুসারে, ভূষণ কুমারের দল বিবাহবিচ্ছেদের গুজবকে ভিত্তিহীন এবং অসত্য বলে উড়িয়ে দিয়েছে। টি-সিরিজের একজন মুখপাত্র এই বিষয়ে আলোকপাত করে বলেছেন যে, দিব্যা খোসলা তাঁর জ্যোতিষ বিশ্বাসের কারণে তার বিবাহিত উপাধিটি বাদ দিয়েছিলেন। এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত, যা তিনি নিয়েছেন। এবং মানুষের এটা সম্মান করা উচিত।

আরও পড়ুন: ছেলে-বউমার ডিভোর্সের খবর! রাহুল গান্ধী ঐশ্বর্যকে আক্রমণ করতেই টুইট অমিতাভের

সঙ্গে সেই সূত্র আরও স্পষ্ট করে যে, দিব্যা তার প্রথম উপাধিতে একটি অতিরিক্ত 's' যোগ করেছেন, যা তার জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুসারে নেওয়া আরেকটি সিদ্ধান্ত। টি সিরিজের এই স্পষ্টীকরণ নিসন্দেহে দম্পতির ভক্তদের জন্য স্বস্তির নিঃশ্বাস হিসাবে আসবে।

আরও পড়ুন: ‘দলনেত্রী পাশে থেকেছেন…’, পিঙ্কিকে ডিভোর্স, শ্রীময়ীকে তৃতীয় বিয়ে, সব জানত মমতা?

ভূষণ এবং দিব্যা বিয়ে করেন ২০০৫ সালে কাটরার মা বৈষ্ণদেবী মন্দিরে। অব তুমহারে হাওয়ালে বতন সাঁথিও-র সেটে প্রথম দেখা হয়েছিল তাঁদের। ভূষণেরই ভালো লেগেছিল মিষ্টি দিব্যাকে। তবে ওপাশ থেকে সেভাবে পাত্তা না পেয়ে, এরপর সোজা গিয়েছিল বিয়ের প্রস্তাব খোসলা পরিবারে। দুই পরিবারই তারপর উদ্যোগ নিয়ে দুজনের বিয়ে দেন। ২৪ বছর বয়সে ভূষণ কুমারকে বিয়ে করেন দিব্যা।

২০১১ সালের অক্টোবরে জন্ম দেন দুজনে একটি পুত্র সন্তানের। গত বছরই দিব্যা কাজ করেছেন ইয়ারিয়াঁ ২ ছবিতে, যাতে তাঁর নায়ক ছিল বাংলার নায়ক যশ। বক্স অফিসে ব্যর্থ হয় সেটি।

 

বায়োস্কোপ খবর

Latest News

‘আমি মরতে চাই’, রেললাইন থেকে সরতে নারাজ কিশোরী, ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক গতবার অনুদান পাওয়া পুজো কমিটির মধ্যে এখনও টাকার আবেদন করেছে ২৪%, আরজি করের জের? 'আন্দোলনে রাজনীতির রং লাগাতে আসিনি'! 'গো ব্যাক' শুনে প্রতিক্রিয়া অগ্নিমিত্রার মালাইকার বাবার মৃত্যু, প্রাক্তন শ্বশুরবাড়িতে আরবাজ, ঘটনাস্থলে অর্জুনও, তারপর? ইন্টারনেটে ভাইরাল ঘি চা, কেন খাবেন এই চা? কী উপকার পাবেন আপনি গ্রেটার নয়ডার মাঠটা আমরাই বেছে নিয়েছিলাম: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের U-Turn ১০জন WBCS অফিসারকে IAS মর্যাদা দিল রাজ্য সরকার, সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্র 'আগে প্রশাসন মেরুদণ্ড সোজা করুক, তার পর আমাদের দিকে আঙুল তুলবেন' বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসের নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি কোচ জয়ন্ত পুশিলাল 'লন্ডন বানাতে গিয়ে ব্রিটিশ… RG Kar কাণ্ডে রাজ্য সরকারকে তুলোধোনা কনীনিকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.