বাংলা নিউজ > বায়োস্কোপ > Aishwarya-Aaradhya: পুরো মায়ের মতো দেখতে লাগছে! আরাধ্যার সঙ্গে সেলফি দিয়ে বড়দিনের শুভেচ্ছা ঐশ্বর্যর

Aishwarya-Aaradhya: পুরো মায়ের মতো দেখতে লাগছে! আরাধ্যার সঙ্গে সেলফি দিয়ে বড়দিনের শুভেচ্ছা ঐশ্বর্যর

বড়দিনে ঐশ্বর্য-আরাধ্যা। 

বড়দিনে মন ভালো করা ছবি এল ঐশ্বর্য রাই বচ্চনের তরফে। আরাধ্যার সঙ্গে সলফি শেয়ার করে সবাইকে ‘মেরি ক্রিসমাস’-এর শুভেচ্ছা জানালেন বচ্চন-বধূ। 

ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানালেন ঐশ্বর্য রাই বচ্চন। সঙ্গে রবিবারের সকাল উজ্জ্বল হল তাঁর আর আরাধ্যার ছবিতে। নিজের পোস্টের ক্যাপশনে বচ্চন বধূ লিখলেন, ‘মেরি ক্রিসমাস। অনেক ভালবাসা, শান্তি, সুস্বাস্থ্য এবং সুখ। ঈশ্বর আশীর্বাদ করুন।’

বাবা কৃষ্ণরাজ রাইয়ের ছবির সামনে সেলফিটি তুলেছেন ঐশ্বর্য, পাশে আরাধ্যা। চোখে পড়ল ক্রিসমাস ডেকরেশনও। ছবিটা অনলাইনে শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে তুমুল ভালোবাসা পেল ভক্তদের থেকে। একজন লিখলেন, ‘কী সুন্দর দেখতে! কত গ্লো।’ আরেকজন লিখলেন, ‘তোমাকে ও তোমার পরিবারকে বড়দিনের অনেক শুভেচ্ছা’।

সম্প্রতি অভিষেকের সঙ্গে প্রো কবাডি চ্যালেঞ্জ-এ ভাগ নিতে পুণেতে গিয়েছিলেন ঐশ্বর্য আর আরাধ্যা। অভিষেকের টিম লিগ যেতার মুহূর্তে পরিবারের ছবি আর ভিডিয়োও তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

কাজের সূত্রে ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছে মনি রত্নমের ম্যাগনাম অপাস পন্নিয়িন সেলভান ১-এ। যা বক্সঅফিসে সাফল্যের মুখ দেখেছিল। তাঁকে ফের দেখা যাবে দক্ষিণের ছবি জেইলারে, যাতে থাকবেন রজনীকান্ত, রম্যা কৃষ্ণনরা।

সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ নন ঐশ্বর্য। বিশেষ দিন ছাড়া ইনস্টাগ্রামে পোস্ট করেন না রাই সুন্দরী। অনেক সময়েই ছবিতে থাকে মেয়ে আরাধ্যা। সিনেমার কেরিয়ারের পাশাপাশি মেয়ে অন্ত প্রাণ তিনি। ১১-য় পা দিল ঐশ্বর্য-অভিষেক কন্যা। ছোট থেকে বেশিরভাগ সময় মায়ের বিদেশ-ট্যুরের অংশ হতে দেখা গিয়েছে আরাধ্যাকে। এরজন্য বেশ কয়েকবার নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে।

দিনকয়েক আগে মেয়ের জন্মদিনে ঠোঁটে ঠোঁট ছোঁয়ানো একটি ছবি পোস্ট করেন। প্রিয় আরাধ্যার উদ্দেশে তাঁর বার্তা- 'আমার ভালবাসা, আমার জীবন, খুব ভালবাসি তোমায়, আমার আরাধ্যা।’ যা দেখে রে রে করে তেড়ে এসেছিল নেটপাড়া।

ঐশ্বর্যর এই ছবি দেখে কেউ লেখেন- ‘ছিঃ জঘন্য, অন্তত গালে চুমু খেতে পারত’। অপর একজন লেখেন- ‘এটা ভারতীয় সংস্কৃতি নয়’। অন্য এক নেটিজেন লেখেন- ‘হতে পারে মেয়েকে বড্ড ভালোবাসো, তাই বলে ঠোঁটে চুমু খাওয়াটা বড্ড বাড়াবাড়ি’।

 

বন্ধ করুন