অজয় দেবগণকে নিয়ে খিল্লি করতে গিয়ে ফেঁসে গেলেন অমিতাভ বচ্চন। আসন্ন ছবি ‘রানওয়ে ৩৪’-তে অজয়ের পরিচালনায় কাজ করছেন অমিতাভ। তার আগে টুইটারে পরস্পরকে নিয়ে মশকরা করলেন এই দুই বলি তারকা। আর সেই ট্রোলিং-এর মজা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল ফ্যানেরা।
শনিবার অমিতাভ বচ্চন অজয়ের কেরিয়ারের গোড়ার দিকের ছবি ‘বিজয়পথ’-এর আইকনিক একটি ছবি শেয়ার করেন। সেখানে দুটি বাইকের উপর দু'পা রেখে ভয়ঙ্কর স্টান্ট পারফর্ম করতে দেখা গিয়েছে বলিউডের সিংহমকে। এই ছবি শেয়ার করে অমিতাভ লেখেন, ‘স্যারজি এর রেকর্ড রয়েছে নিয়ম ভাঙার! এবার হাতােনাতে ধরা পড়েছে দোষী… অজয় দেবগণ, এবার কী বলবে? জবাব আছে’।
জবাব দেওয়া থেকে বিরত থাকেননি অজয়। তিনি আরও কয়েক দশক পিছিয়ে অমিতাভ বচ্চনের ‘শোলে’ ছবির একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে স্কুটার বসে রাস্তা দিয়ে যাচ্ছেন অমিতাভ, এবং তাঁর কাঁধে চড়ে বসে রয়েছেন ধর্মেন্দ্র এবং মাউথ অর্গ্যান বাজাচ্ছেন অনায়াসে। এই ছবির ক্যাপশনে অজয় লেখেন, ‘স্যার, আপনি কী যেন বলছিলেন…’।
বিগ বি'র সঙ্গে অজয় দেবগণের এই মজাদার টুইটার আদান-প্রদান দারুণ এনজয় করেছেন বচ্চন-পুত্র, অভিষেক এবং কাজলের বোন তানিশা। জুনিয়র বি লেখেন, ‘এই মশকরাটা দারুণ লাগছে’। তনিশা লেখেন, ‘দারুণ তো’।
‘রানওয়ে ৩৪’ ছবি পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও রয়েছেন অজয় দেবগণ। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এই ছবির কাহিনি। দোহা থেকে কোচিগামী জেট এয়ারওয়েজের একটি বিমান (9W 555) ২০১৫ সালের ১৮ অগস্ট অল্পের জন্য রক্ষা পেয়েছিল। খারাপ আবহাওয়া এবং ভোরের সময় হওয়ার কারণে দৃশ্যমানতা স্পষ্ট ছিল না, তাই কোচি বিমানবন্দরে নামার সময় বিপদসঙ্কুল পরিস্থিতিতে পড়েছিল ওই বিমান, তবে শেষমেষ রক্ষা পায়। এই ছবিতে অমিতাভ-অজয় ছাড়াও অভিনয় করছেন বোমান ইরানি, রকুল প্রীত সিং, আকাঙ্খা সিং, অঙ্গিরা ধর। আগামী ২৯ই এপ্রিল মুক্তি পাবে এই ছবি।