অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও দারুণ ঝোঁক অজয় দেবগণ-এর। তাঁর নির্দেশনায় এযাবৎকাল বক্স অফিসে মুক্তি পাওয়া ছবিগুলি তারিফও কুড়িয়েছে দর্শকের থেকে। আগামী এপ্রিলে অজয়ের পরিচালনায় বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'রানওয়ে ৩৪'।সম্প্রতি, অজয় জানালেন, কোনও ছবি তৈরির পরিকল্পনা তাঁর মাথায় তখনই আসে যখন তিনি কোনও 'চ্যালেঞ্জিং' বিষয়ের সন্ধান পান। এবং তিনি তা ক্রমাগত খুঁজতেই থাকেন। ২০০৮ সালে 'ইউ মি অউর হাম' দিয়ে প্রথমবার পরিচালকের আসনে বসেছিলেন অজয়। এরপর ২০১৬ সালে তাঁর পরিচালনায় 'শিবায়'-ও দারুণভাবে গৃহীত হয়েছিল।
সোমবার 'রানওয়ে ৩৪'-র ট্রেলার লঞ্চে অজয় জানান প্রথমবারই এই ছবির গল্প শুনে চমকে উঠেছিলেন অজয়। প্রায় বছর দুয়েক আগে এই ছবির গল্প শুনেছিলেন তিনি। এরপরই এই ছবি পরিচালনা করার পরিকল্পনা মাথায় আসে তাঁর। তারপর সেই ছবিতে অভিনয়ের। সেইসঙ্গে এও ভেবে রেখেছিলেন এই ছবি নিজেই প্রযোজনা করবেন তিনি।এই অভিনেতা-পরিচালক পরিষ্কার জানিয়ে দেন যে অমিতাভ বচ্চন যদি এই ছবিতে অভিনয়ের জন্য রাজি না হতেন, তাহলে 'রানওয়ে ৩৪' তৈরিই করতেন না তিনি। অজয়ের কথায়, 'অমিতাভ বচ্চন যদি রাজি না হতেন, তাহলে তাঁর জায়গায় অন্য কোনও অভিনেতাকে আমি কাস্ট করতাম কি না জানি না। হয়তো এই ছবিটাই আর তৈরি করা হতো না আমার।'
কথায় কথায় অজয় আরও জানালেন যে অমিতাভ এর আগেও তাঁর নির্দেশনায় কাজ করেছেন। সেটি 'মেজর সাব' ছবিতে। পরিচালক তিন্নু আনন্দ ছবি চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন। সাময়িকভাবে তখন সেই ছবির পরিচালনার দায়িত্ব সামলেছিলেন অজয়। তবে এই প্রথম কোনও গোটা ছবিতে টানা অজয়ের পরিচালনায় কাজ করলেন অমিতাভ বচ্চন।