সামনেই বিয়ে, পাত্র রাঘব চাড্ডা। রাঘব-পরিণীতি বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছে। তবে হঠাৎ অক্ষয়ের সঙ্গে কেন ভাংড়ায় মজে পরিণীতি চোপড়া। নাগড়ার তালে জমিয়ে নাচলেন দুজনে। ব্যাপারটা কী? কোথায়-ই বা এসব ঘটেছে!
তাহলে খোলসা করেই বলা যাক। শীঘ্রই আসছে অক্ষয়ের ছবি 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ'। আর এই ছবিতেই আক্কির নায়িকা পরিণীতি। মুক্তি পেয়েছে ছবির গান জলসা ২.০। আর ছবির সেই গানেই জমিয়ে নাচলেন আক্কি-পরিণীতি। পঞ্জাবে ট্রাডিশনাল নাচ ভাংড়া করতে দেখে গেল তাঁদের।
প্রসঙ্গত, জলসা ২.০-এর মিউজিক করেছেন প্রেম ও হরদীপ। গানের কথা লিখেছেন সতিন্দর সারতাজ, তিনিই গানটি গেয়েছেন। আর গানের কোরিওগ্রাফি করেছেন গণেশ মাস্টার। এই গান প্রসঙ্গে পূজা এন্টারটেইনমেন্টের প্রযোজক দীপশিখা দেশমুখ বলেন, অক্ষয় স্যার ও পরিণীতির একসঙ্গে আসাটা পুরো ধামাল।
আরও পড়ুন-রানিগঞ্জের খনিতে আটকে ছিলেন ৬৫ জন শ্রমিক, প্রাণ বাঁচান ‘যশবন্ত গিল’ অক্ষয়, ঠিক কী ঘটেছিল?
আরও পড়ুন-শাহরুখে মজে দীপিকা, প্রকাশ্যেই খেয়েছেন চুমু, বউয়ের কাণ্ড দেখে কী বলছেন রণবীর?
সম্প্রতি মুক্তি পেয়েছে 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ'-এর ট্রেলার। যেখানে উঠে এসেছে রানিগঞ্জের কয়লা খনির নিচে ঘটে যাওয়া এক বস্তব ঘটনা। ট্রেলারে দেখা যায়, প্রতিদিনের মতো কয়লা উত্তোলনে খনির নিচে নেমেছিলেন শ্রমিকরা। হঠাৎই জলে ভরে গিয়েছিল ৩৫০ ফুট গভীর খনিতে নামার সেই সুরঙ্গটি। আটকে ছিলেন ৬৫ জন শ্রমিক। তাঁদের সকলেরই প্রাণ যেতে পারত সেদিন। তবে সেটা ঘটেনি। ত্রাতা হয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে সকলকে খনি থেকে উদ্ধার করেন যশবন্ত সিং গিল। প্রায় ৬ ঘণ্টা ধরে চলে উদ্ধারকাজ। ঘটনাটা সত্যি, যেটি কিনা ঘটেছিল ১৯৮৯-এর ১৩ নভেম্বর। সেই ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছে ছবিটি। যেখানে যশবন্ত সিং গিলের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়।
এই ছবিতে অক্ষয়-পরিণীতি ছাড়াও রয়েছেন কুমুদ মিশ্র, পবন মালহোত্রা,রবি কিষাণ, বরুণ বাদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, শিশির শর্মা, সুধীর পান্ডে, জামিল খান, বচন পাচেরা, বীরেন্দ্র সাক্সেনা সহ আরও অনেকে। ছবি পরিচালনা করেছেন রুস্তম খ্যত টিনু সুরেশ দেশাই। বাশু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ প্রযোজিত এই ছবি আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে।