বলিউডের অন্যতম চর্চিত জুটি এখন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। আরও এক অভিনেত্রী রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছেন। চলতি মাসেই রাঘব পরিণীতির বিয়ে। রাজস্থানের উদয়পুরে বসবে তাঁদের বিবাহ বাসর। তার আগেই প্রকাশ্যে এল তাঁদের বিয়ের আমন্ত্রণ পত্র। আর সেখান থেকেই স্পষ্ট যে তাঁদের বিয়েটা ঠিক কতটা ধুমধাম করে হতে চলেছে।
সূত্রের খবর অনুযায়ী ২৪ সেপ্টেম্বর রাঘব পরিণীতির বিয়ে। তবে তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠান অর্থাৎ মেহেন্দি, সঙ্গীত, ইত্যাদি এগুলো একদিন আগে থেকেই শুরু হয়ে যাবে। রাঘব-পরিণীতির বিবাহ বাসর বসবে তাজ লেকে। তবে অন্যান্য অনুষ্ঠানগুলো হবে উদয়পুরের লীলা প্যালেসে। ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সমস্ত প্রাক বিবাহ অনুষ্ঠান। প্রথমে পরিণীতির চুড়া অনুষ্ঠান হবে তারপর আমন্ত্রণ মধ্যাহ্নভোজ চলবে। এরপর ৯০ দশকের থিম পার্টি থাকবে অতিথিদের জন্য।
এরপর ২৪ সেপ্টেম্বর বসবে তাঁদের বিবাহ বাসর। দুপুর একটায় হবে রাঘবের শেহরাবন্দি। এদিনের থিম থাকবে থ্রেডস অব ব্লেসিং। তারপর কখন কী হবে দেখুন।

রাঘব-পরিণীতির বিয়ের আমন্ত্রণ পত্রের ছবি
দুপুর ২ টোয় বরযাত্রীর শোভাযাত্রা তাজ লেকে।
লীলা প্যালেসে পার্ল হোয়াইট ইন্ডিয়ান ওয়েডিংয়ে ওঁরা ঐশ্বরিক প্রতিজ্ঞায় আবদ্ধ হবেন।
দুপুর ৩.৩০ টায় একে অন্যকে বরমাল্য পরাবেন।
বিকেল ৪ টে নাগাদ সাত পাকে বাঁধা পড়বেন রাঘব এবং পরিণীতি।
সন্ধ্যা ৬.৩০ টায় বিদায়ের রীতিনীতি পালন করা হবে।
এরপর একটা চমকদার রিসেপশনের পরিকল্পনাও আছে। এদিনের থিম থাকবে প্রেমের একটি রাত। এদিনই রাত ৮.৩০ টায় লীলা প্যালেসের বাগানে অনুষ্ঠিত হবে এই রিসেপশন।
প্রসঙ্গত গত ১৩ মে আংটি বদল করেন রাঘব এবং পরিণীতি। তাঁরা একে অন্যের দীর্ঘদিনের বন্ধু।বাগদানের আগে পর্যন্ত যদিও রাঘব বা পরিণীতি কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। যদিও একত্রে তাঁদের একাধিক জায়গায় দেখা গিয়েছিল। রাঘব চাড্ডা আম আদমি পার্টির নেতা এবং মন্ত্রী। অন্যদিকে পরিণীতির তো নতুন করে পরিচয়ের কোনও প্রয়োজনীয়তাই নেই। বলিউডের অতি পরিচিত মুখ তিনি। ওঁদের বিয়েতে একাধিক মান্যগণ্য অতিথিরা উপস্থিত থাকবেন। এঁদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পরিণীতির তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়া, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবত মন, মণীশ মালহোত্রা, প্রমুখ।