আজ কেবল গান্ধী জয়ন্তী নয়, আজ ভারতের আরেক কৃতি সন্তান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীও বটে। আর এই বিশেষ দিনেই অক্ষয় কুমার তাঁর আগামী ছবি স্কাই ফোর্সের কথা ঘোষণা করলেন। এই ছবিটি ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের গল্প বলতে চলেছে। ষাটের দশকে ভারত-পাক যুদ্ধের সময় যে এয়ার স্ট্রাইক করা হয় সেটাই তুলে ধরা হবে। প্রসঙ্গত এই ঘটনাটি ঘটেছিল লাল বাহাদুর শাস্ত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই। ছবিটি আগামী আগামী বছর মুক্তি পাবে।
স্কাই ফোর্সের কথা ঘোষণা অক্ষয়ের
OMG ২ ছবির সাফল্যের পর বড় চমক দিলেন অক্ষয়। আবারও দেশপ্রেমের ছবি নিয়ে আসছেন তিনি। তাঁকে আগামীতে স্কাই ফোর্স ছবিতে দেখা যাবে। এই ছবিটি তুলে ধরা হবে সেই সমস্ত ভারতীয় বীর সেনা জওয়ানদের কথা যাঁরা পাকিস্তানের উপর অতি দক্ষতার সঙ্গে প্রথম এয়ার স্ট্রাইক করেছিলেন। আর সেটারই এক ঝলক এই ভিডিয়োতে ধরা পড়েছে।
ভারত পাক যুদ্ধের সময় লাল বাহাদুর শাস্ত্রী কী কী বলেছিলেন, কীভাবে তিনি অনুপ্রেরণা দিয়েছিলেন জওয়ানদের সেটার ক্লিপ দেখা যায় এখানে। সঙ্গে জয় হিন্দ ধ্বনি ভেসে ওঠে বারেবার।
আরও পড়ুন: পুজোর মাসে বিনোদনের মেগাডোজ-বড় পর্দায় আসছেন দেব, প্রসেনজিৎ, অক্ষয়রা
আরও পড়ুন: জনপ্রিয় বলি তারকার আদলে তৈরি রকি-রানির রণবীর ও আলিয়ার চরিত্র
এই ভিডিয়ো পোস্ট করে অক্ষয় লেখেন, 'আজ গান্ধী শাস্ত্রী জয়ন্তী গোটা দেশ জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান করছে। আর তাই এই দিনের থেকে ভালো দিন আর কীই বা হতে পারত স্কাই ফোর্সের দুর্দান্ত গল্পের কথা ঘোষণা করার জন্য। ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের অজানা কথা। ভালোবাসা দেবেন, হয় হিন্দ, জয় ভারত।'
ছবির প্রযোজনা করেছেন জিও স্টুডিয়োজ করে বিং দীনেশ বিজন। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ২ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। এই ছবির হাত ধরে ডেবিউ করবেন বীর পাহাড়িয়া। অভিষেক কাপুর এবং সন্দীপ কেলওয়ানি পরিচালকের আসনে থাকবেন।
এর আগেও অক্ষয় একাধিক দেশপ্রেমের উপর ছবি করেছে, যার মধ্যে উল্লেখ্য এয়ারলিফট, কেসরী, ইত্যাদি। আক্কিকে আগামীতে মিশন রানিগঞ্জ ছবিতে দেখা যাবে, এই মাসেই মুক্তি পাচ্ছে ছবিটি।