বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay Kumar: ছবির মাধ্যমে বিজেপিকে সমর্থন? অস্বীকার করে অক্ষয় বললেন, 'আমি তো এয়ারলিফটও করেছি, ওই সময়...'

Akshay Kumar: ছবির মাধ্যমে বিজেপিকে সমর্থন? অস্বীকার করে অক্ষয় বললেন, 'আমি তো এয়ারলিফটও করেছি, ওই সময়...'

ছবির মাধ্যমে বিজেপিকে সমর্থন? অস্বীকার করে কী বললেন অক্ষয়?

Akshay Kumar: চুপি চুপি ছবির মাধ্যমে বিজেপিকে সমর্থন করছেন অক্ষয় কুমার? লাগাতার এ হেন কটাক্ষ শুনতে শুনতে অবশেষে কী জবাব দিলেন অক্ষয়?

অনেকেই অনেক সময় দাবি করেন যে অক্ষয় কুমার নাকি তাঁর ছবির মাধ্যমে চুপ চুপি বর্তমান কেন্দ্রীয় সরকারকে সমর্থন করেন। তাঁদের হয়েই প্রচার চালান। তবে লাগাতার এ হেন কটাক্ষ শুনতে শুনতে অবশেষে জবাব দিলেন অক্ষয় কুমার। বললেন তিনি তাঁর ছবির মাধ্যমে মোটেই কোনও রাজনৈতিক দলকে সমর্থন করেন না। বিগত কয়েক বছর ধরেই তিনি কমেডি বা অ্যাকশন ছবি থেকে সরে এসে সামাজিক গুরুত্ব আছে এমন ছবি করছেন।

গত কয়েক বছরে অক্ষয় কুমারকে টয়লেট এক প্রেম কথা, মিশন মঙ্গল, ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে। এতে অনেকেই মনে করছেন যে তিনি এই ছবিগুলির মাধ্যমে বিজেপি সরকারের স্বচ্ছ ভারত অভিযান, মঙ্গল অভিযানের প্রজেক্টগুলোর কথা সকলের সামনে তুলে ধরে সরকারের প্রচার করছেন।

রাজনৈতিক দলকে সমর্থন করছেন না অক্ষয়

অক্ষয় সম্প্রতি জানিয়েছেন, 'অনেকেই বলেন যে আমি স্বচ্ছ ভারত অভিযানকে সমর্থন করার জন্য নাকি টয়লেট এক প্রেম কথা ছবিটি বানিয়েছি। ওদের মঙ্গল অভিযানের কথা প্রচার করতে মিশন মঙ্গল করেছি। এরমটা কিন্তু একদমই নয়। আমি এয়ারলিফট ছবিতে কাজ করেছি। আর ছবিটা যে সময়কার কথা বলে তখন কংগ্রেস সরকার ছিল। এমনকি মিশন রানীগঞ্জও কিন্তু কংগ্রেস সরকারের সময়েই ঘটা একটি ঘটনা। আমি আসলে যা ভালো ঘটেছে সেটা প্রচার করতে চাই, ক্ষমতায় কে আছেন কী করছেন সেটা নয়। আমার কাছে আমার দেশের উন্নতি জরুরি।'

আরও পড়ুন: 'আমি কেবল চরিত্র বুঝি...' নায়িকা থেকে পার্শ্বচরিত্র- সন্ধ্যাতারায় এন্ট্রি নিয়ে কী জানালেন শিঞ্জিনী?

আরও পড়ুন: সৌম্য নন, তাঁকে পাঠানো প্রেম প্রস্তাব পৌঁছয় গায়কের হবু স্ত্রীর কাছে!

ভারত কানাডা সংঘাত নিয়েও অক্ষয় কথা বলেছেন

খলিস্তানি ইস্যু নিয়ে কানাডা এবং ভারতের সম্পর্কে নে চিড় ধরেছে সেই প্রসঙ্গে অক্ষয় বলেন, 'আমি খুব পজিটিভ মানুষ। আমি আশা করব যে সব ঠিক হয়ে যাবে আগের মতো। আমি কোনও খারাপ দিক দেখতে চাই না।' তবে তিনি জানিয়েছেন এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা সিদ্ধান্ত নেবেন তিনি সেটাকে সমর্থন করবেন।

অক্ষয় কুমারকে বর্তমানে মিশন রানীগঞ্জ ছবিতে দেখা যাচ্ছে। বক্স অফিসে মোটের উপর ভালোই আয় করছে এই ছবি।

বায়োস্কোপ খবর

Latest News

মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রীকে খসড়া প্রস্তাব, উত্তরের অপেক্ষা শিখ ভোট হারাতে চায় না বিজেপি, তাই পিছোচ্ছে ইমারজেন্সির মুক্তি! দাবি Zee-র ‘আমি সাধ্যমতো করেছি, এখনও পর্যন্ত কাজে তো যোগদান হয়নি, এটা রাজনীতির সময় নয়’ ডোভাল ও ভারত সরকারের বিরুদ্ধে মার্কিন মুলুকে মামলা খলিস্তানি পান্নুনের! ‘ক্ষমা চেয়েছিলাম...’ সলমন-সঙ্গীতার বিয়ের ভাঙার কারণ কি তিনিই? কী বললেন সোমি? প্রথম টেস্টে বাংলাদেশের দাদাগিরি! পন্ত বললেন,‘আমায় কেন মারছ’…লড়ছে অশ্বিন-জাড্ডু একমাথা চুল,মিষ্টি হাসি! শুভশ্রীর কোলে ইয়ালিনি,'পুরো রাজদার মুখ বসানো' বলছে সকলে আরজি কর নিয়ে নয়া তথ্য সামনে, এবার সামনে সন্দীপের আরও এক 'কুকীর্তি' ফাস্ট বোলার থেকে হয়েছেন স্পিনার! KKR-র ১৮ বছরের বোলারকে ভয় পাচ্ছেন প্রোটিয়ারা 'মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, এটা ম্যান মেড বন্যা!'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.