অনেকেই অনেক সময় দাবি করেন যে অক্ষয় কুমার নাকি তাঁর ছবির মাধ্যমে চুপ চুপি বর্তমান কেন্দ্রীয় সরকারকে সমর্থন করেন। তাঁদের হয়েই প্রচার চালান। তবে লাগাতার এ হেন কটাক্ষ শুনতে শুনতে অবশেষে জবাব দিলেন অক্ষয় কুমার। বললেন তিনি তাঁর ছবির মাধ্যমে মোটেই কোনও রাজনৈতিক দলকে সমর্থন করেন না। বিগত কয়েক বছর ধরেই তিনি কমেডি বা অ্যাকশন ছবি থেকে সরে এসে সামাজিক গুরুত্ব আছে এমন ছবি করছেন।
গত কয়েক বছরে অক্ষয় কুমারকে টয়লেট এক প্রেম কথা, মিশন মঙ্গল, ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে। এতে অনেকেই মনে করছেন যে তিনি এই ছবিগুলির মাধ্যমে বিজেপি সরকারের স্বচ্ছ ভারত অভিযান, মঙ্গল অভিযানের প্রজেক্টগুলোর কথা সকলের সামনে তুলে ধরে সরকারের প্রচার করছেন।
রাজনৈতিক দলকে সমর্থন করছেন না অক্ষয়
অক্ষয় সম্প্রতি জানিয়েছেন, 'অনেকেই বলেন যে আমি স্বচ্ছ ভারত অভিযানকে সমর্থন করার জন্য নাকি টয়লেট এক প্রেম কথা ছবিটি বানিয়েছি। ওদের মঙ্গল অভিযানের কথা প্রচার করতে মিশন মঙ্গল করেছি। এরমটা কিন্তু একদমই নয়। আমি এয়ারলিফট ছবিতে কাজ করেছি। আর ছবিটা যে সময়কার কথা বলে তখন কংগ্রেস সরকার ছিল। এমনকি মিশন রানীগঞ্জও কিন্তু কংগ্রেস সরকারের সময়েই ঘটা একটি ঘটনা। আমি আসলে যা ভালো ঘটেছে সেটা প্রচার করতে চাই, ক্ষমতায় কে আছেন কী করছেন সেটা নয়। আমার কাছে আমার দেশের উন্নতি জরুরি।'
আরও পড়ুন: সৌম্য নন, তাঁকে পাঠানো প্রেম প্রস্তাব পৌঁছয় গায়কের হবু স্ত্রীর কাছে!
ভারত কানাডা সংঘাত নিয়েও অক্ষয় কথা বলেছেন
খলিস্তানি ইস্যু নিয়ে কানাডা এবং ভারতের সম্পর্কে নে চিড় ধরেছে সেই প্রসঙ্গে অক্ষয় বলেন, 'আমি খুব পজিটিভ মানুষ। আমি আশা করব যে সব ঠিক হয়ে যাবে আগের মতো। আমি কোনও খারাপ দিক দেখতে চাই না।' তবে তিনি জানিয়েছেন এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা সিদ্ধান্ত নেবেন তিনি সেটাকে সমর্থন করবেন।
অক্ষয় কুমারকে বর্তমানে মিশন রানীগঞ্জ ছবিতে দেখা যাচ্ছে। বক্স অফিসে মোটের উপর ভালোই আয় করছে এই ছবি।