বাংলা নিউজ > বায়োস্কোপ > Alanna Panday: গরমে যেন চোখের আরাম! সাদা চিকনকারি লেহেঙ্গায় আইভরের সঙ্গে সাত পাক ঘুরলেন আলানা

Alanna Panday: গরমে যেন চোখের আরাম! সাদা চিকনকারি লেহেঙ্গায় আইভরের সঙ্গে সাত পাক ঘুরলেন আলানা

সাদা চিকনকারি লেহেঙ্গায় আইভরের সঙ্গে সাত পাক ঘুরলেন আলানা

Alanna Panday: অনন্যা পাণ্ডের তুতো বোন, আলানা পাণ্ডে আইভর ম্যাকক্রের সঙ্গে মুম্বইতে বৃহস্পতিবার গাঁটছড়া বাঁধলেন। এদিন তিনি একটি সাদা রঙের চিকনকারি লেহেঙ্গা পরেছিলেন।

অনন্যা পাণ্ডের বোন, আলানা পাণ্ডে তাঁর দীর্ঘদিনের প্রেমিক আইভর ম্যাকক্রেকে বৃহস্পতিবার, ১৬ মার্চ বিয়ে করলেন। ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে তাঁদের চার হাত এক হয়। মুম্বইতে বসেছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। তাঁদের বিয়ের থিম ছিল সাদা। ঐতিহ্যের সঙ্গে মডার্ন লুক মিশিয়ে বিয়ের সাজে ধরা দেন এই যুগল।

আলানার এই বিশেষ দিনে তাঁর বিশেষ সাজ সকলের নজর কেড়ে নিল। সাদা চিকনকারি লেহেঙ্গা পরে সাত পাক ঘুরলেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

একটি স্বপ্নের মতো সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করলেন আলানা এবং আইভর। তাঁদের বিয়েতে অনন্যা পাণ্ডে, চাঙ্কি পাণ্ডে, সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু সবের মধ্যেও সব থেকে বেশি যেটা নজর কাড়ল সেটা হল কনের লেহেঙ্গা।

গরমের জন্য ভীষণ উপযোগী সাদা রঙের চিকনকারি লেহেঙ্গা পরেছিলেন তিনি। অন্যদিকে স্ত্রীর সঙ্গে মিলিয়ে আইভরও একটি সাদা রঙের শেরওয়ানি পরেছিলেন সঙ্গে ছিল ম্যাচ করা ওড়না এবং পাগড়ি।

আলানার লেহেঙ্গায় ছিল একটি ব্লাউজ, স্কার্ট এবং দুটি ওড়না। তাঁর ব্লাউজটা ছিল ফুল স্লিভ, সঙ্গে প্লাঞ্জিং নেকলাইন দেখা যায়। স্কার্টটি এ লাইন কাটের ছিল। গোটা লেহেঙ্গা জুড়ে ভরাট চিকনকারি কাজ দেখা গিয়েছে। তাঁর কাঁধে ছিল একটি নেটের ওড়না। এবং মাথায় ছিল সিফনের ওড়না। তিনি গলায় ডায়মন্ড নেকলেস পরেছিলেন সঙ্গে ম্যাচ করা কানের এবং টিকলি।

চুল না বেঁধে বরং কার্ল করে খুলে রেখেছিলেন তিনি। মাঝখানে সিঁথি করে চুল খোলা রেখেই বিয়ের সাজ সম্পন্ন করেন আলানা। মেকআপে নিউড লিপস্টিক, মাসকারা, হালকা আই শ্যাডো, ইত্যাদি ব্যবহার করেছিলেন।

কী সামনে আপনারও বিয়ে? বা কোনও নিকট আত্মীয়ের বিয়ে আছে? তাহলে এই সাজে সাজিয়ে তুলতে পারেন কিন্তু নিজেকে!

বন্ধ করুন