দীর্ঘ প্রতীক্ষার পর, সঞ্জয় লীলা বনশালি অবশেষে তার আসন্ন ম্যাগনাম অপাস, 'হীরামান্ডি' -এর ট্রেলার সামনে এনেছেন। আর মুক্তির ২৪ ঘণ্টা কাটার আগে হিট। শুধু দর্শকরা নন, হীরামান্ডির ট্রেলার দেখে প্রতিক্রিয়া এল তারকাদের কাছ থেকেও। প্রতিক্রিয়া জানিয়েছেন আলিয়া ভাট, ভিকি কৌশলের মতো তারকারা।
সঞ্জয় লীলা বনশালির এটাই প্রথম কাজ ওটিটি-র জন্য। ১৯৪০-এর দশকে সেট করা, সিরিজটি লাহোরের রেড-লাইট এলাকা, হীরামান্ডির গণিকাদের জীবনকে তুলে ধরে। ট্রেলারে দেখা গেল হীরামান্ডি-তে মল্লিকাজানের (মণীষা কৈরালা) কোঠি-ই সর্বেসর্বা। অকুতোভয় মল্লিকাজান দেয় গণিকা হওযার প্রশিক্ষণ। পুরুষকে বশ করার ছলাকলা সেখান তিনি, যাতে রাত হতে পারে রঙিন। তবে এই মল্লিকাজানকে হঠাতেই হাজির হয় ফরিদান (সোনাক্ষী সিনহা)। ছিনিয়ে নিতে চায় সব ক্ষমতা। আর হীরামান্ডিতে যখন ক্ষমতা দখলের লড়াই, বাইরে তখন স্বাধীনতার আন্দোলন। যাতে যোগ দেয়, মল্লিকাজানের আদরের বিব্বোজান।
আরও পড়ুন: কাঞ্চনের সঙ্গে শোভনকে তুলনা! প্রাক্তনকে সোহিনীর বিয়ে প্রসঙ্গে ইমন বলে উঠল, ‘আমি পরের পাতা…’
এই সিরিজে মণীষা-সোনাক্ষী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দেখা যাবে অদিতি রাও হায়দারি, রিচা চড্ডা, শারমিন সাহগেল এবং সঞ্জিদা শেখ। এছাড়াও আছেন শেখর সুমন, অধ্যয়ন সুমন, ফরদিন খান, তাহাশাহ বাদুশার। এই সিরিজ দিয়ে বহুদিনবাদে ফিরছেন ফরদিন আর মণীষা।
আরও পড়ুন: বিচের ধারে স্টারডম-এর শ্যুট! আরিয়ানের সিরিজের চোখ ধাঁধানো সেটের ছবি এল প্রকাশ্যে
আলিয়া ভাট নেটফ্লিক্সের সিরিজের ট্রেলার নিয়ে তার উত্তেজনা ভাগ করে নিয়েছেন তাঁর Instagram স্টোরিতে। হীরামান্ডির ট্রেলার শেয়ার করে লিখলেন, ‘জাস্ট ম্যাজিক!!’
স্যাম বাহাদুর ভিকি কৌশল লিখলেন, ‘কী নিদারুণ মনোমুগ্ধকর! একটা আলাদাদুনিয়া তৈরি করা, ড্রামা… কোনও কথা হবে না।’
আরও পড়ুন: ইন্দো-আমেরিকান মেয়েকে লুকিয়ে বিয়ে, রয়েছে এক সন্তান! বউ-ছেলে কোথায় থাকে দিলজিতের
সঞ্জয় লীলা বনশালির আগের কাজ গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছিল সুপার ডুপার হিট। যাতে মুখ্য চরিত্রে ছিলেন আলিয়া ভাট, শান্তনু মহেশ্বর , বিজয় রাজ, ইন্দিরা তিওয়ারি, সীমা পাহওয়া, জিম সার্ভ এবং অজয় দেবগন। সেই সিনেমায় ছিল বোম্বের রেড - লাইট এলাকা কামাথিপুরার পতিতালয়ের গল্প। সেখানের অন্যতম মুখিয়া আর মাফিয়া ডন ছিল গঙ্গু। আলিয়ার কাজ আর বনশালির নির্দেশনা, মনে ধরেছিল দর্শকদের। আশা রাখা যাচ্ছে, হীরামান্ডিও একই প্রভাব ফেলবে। ২০২৪-এর ১ মে এটি নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে।