নীল-তৃণার সুখী গৃহকোণে নাকি চিড় ধরেছে? টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। যদিও তারকা দম্পতির মুখে একটাই কথা, ‘অল ইজ ওয়েল’। টলিউডের অন্যতম হ্যাপেনিং কপলের আচমকা হলটা কী? দুজনকে নিয়ে কানাঘুষোর শুরুটা তৃণার জন্মদিন ঘিরে। এই বছর তৃণার জন্মদিনে এক ঝলকের জন্যও দেখা মেলেনি নায়কের। সেই নিয়ে অবশ্য নীল সাফাই দিয়েছেন। কিন্তু তাতেও চর্চা থামেনি। এই চর্চায় আরও ঘি ঢালল বুধবারের ঘটনা।
অসুস্থ তৃণা সাহা। শাহরুখ খানের এই পাগল ভক্ত তৃণা। চার বছর পর মুক্তি পেয়েছে বাদশার ছবি, অথচ ছবি দেখতে হলে যেতে পারেননি ‘খড়কুটো’র গুণগুণ। তাই শরীরের পাশাপাশি মনটাও ভালো নেই। মন খারাপের সেই কথা ভাগ করে তৃণা জানিয়েছেন, ‘উত্তেজিত ছিলাম, তবে উত্তেজনা আর দেখাতে পারলাম কই?’ তবে অসুস্থ তৃণাকে একা রেখে বন্ধুদের সঙ্গে ‘পাঠান’ দেখতে হাজির হয়েছিলেন নীল। তাই নিন্দকরা প্রশ্ন করছেন, স্ত্রী অসুস্থ- অথচ সিনেমা দেখতে চলে গেলেন নীল? এখান থেকেই উঠছে নানান প্রশ্ন, তবে কি বিচ্ছেদের জল্পনা শুধু রটনা, নাকি যা রটে তার কিছু তো বটে!
কী হয়েছে তৃণার? জানা গিয়েছে জ্বরে কাবু অভিনেত্রী, সঙ্গে রক্তচাপ উঠানামা করছে। অসুস্থতার জেরে ‘বালিঝড়’-এর শ্যুটিং থেকে কয়েকদিনের ছুটিও নিয়েছিলেন তৃণা। বুধবার নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘গভীর জলের মাছ’-এর প্রেস কনফারেন্সেও হাজিরা দেননি অভিনেত্রী। পাশাপশি সোশ্যাল মিডিয়ায় তুমুল অ্যাক্টিভ দুই তারকার একসঙ্গে কোনও পোস্ট নেই গত দু-মাস ধরে!
দিন কয়েক আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে সম্পর্কে ভাঙনের গুঞ্জনের ব্যাপারে নীল বলেন, 'সোশ্যালেও আমি ওর জন্মদিনে ছবি পোস্ট করেছি, তবে সেটা আগের ছবি, তাই হয়ত কারোর চোখে পড়েনি। সবসময় সবকিছু তো পাবলিক করা যায় না। আর তৃণার শরীরটাও খুব একটা ভালো ছিল না, ও একটু ডায়েট বেশিই করে তো, তাই লো প্রেশার হয়ে গিয়েছিল।'
খুব শীঘ্রই ‘বালিঝড়’ নিয়ে ছোটপর্দায় ফিরছেন তৃণা। অন্যদিকে ‘বাংলা মিডিয়াম’-এ আপতত কাজ করছেন নীল। এবার একই চ্যানেলে কাজ করবেন বাংলা টেলিভিশনের এই দুন জনপ্রিয় মুখ। ২০১১ সালে শুরু এই জুটির বন্ধুত্ব। সম্পর্কের চড়াই উতরাই পেরিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন তৃনীল। অটুট থাক তাঁদের দাম্পত্য, এমনটাই কামনা ভক্তদের।