বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী এমি জ্যাকসন। পেশাগত জীবনের জন্য নয় বরং ব্যক্তিগত জীবনের জন্য বেশি লাইমলাইটে থাকেন অভিনেত্রী। সম্প্রতি গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে প্রেমিক এড ওয়েস্টউইকের সঙ্গে লিপ-লক করেছেন অভিনেত্রী। সেই ছবিই হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে ডেটিং করছেন এমি জ্যাকসন। বর্তমানে মুম্বইয়ে রয়েছেন এড ওয়েস্টউইক। তাঁর ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলে মায়ানগরীর আনাচ-কানাচের ঘুরে বেড়ানোর গল্প ধরা পড়ছে। আরও পড়ুন: আরাধ্যা আর ছোটটি নেই, পাপারাৎজ্জি দেখে এই বিশেষ জিনিস করলেন ঐশ্বর্য-কন্যা
প্রেমিকের সঙ্গে লিপ-লক করতে দেখা গিয়েছে এমিকে
ভারতে কেমন সময় কাটাচ্ছেন এড ওয়েস্টউইক, সেই ঝলকই উঠে এসেছে তাঁর ইনস্টাগ্রাম পোস্টে। প্রেমিকা এমির সঙ্গে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন অভিনেতা। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে প্রেমিকা এমিকে ঠোঁট ঠাসা চুমু খাচ্ছেন এড ওয়েস্টউইক সেই ছবি শেয়ার করতেই হু হু করে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ছবিতে সাদা টপের উপর ধূসর রঙের ব্লেজার পরে দেখা গিয়েছে এমিকে। এড এমির সঙ্গে একটি ম্যাচিং টি-শার্টে পরে। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে এড লিখেছেন- 'গেটওয়ে ২ ইন্ডিয়া।'
এমি জ্যাকসনের বয়ফ্রেন্ড কে?
হলিউডের একজন সুপরিচিত অভিনেতা এড ওয়েস্টউইক। ২০০৬ সালে 'চিলড্রেন অফ মেন' দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি দ্য CW নেটওয়ার্কের 'গসিপ গার্ল'-এ প্লেবয় চাক বাসের ভূমিকায় অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত। 'হোয়াইট গোল্ড'-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন এড।
এদিকে, অভিনয় জগতে বারবার নিজের দক্ষতা প্রমাণ করেছেন এমি জ্যাকসন। আদতে বিদেশী মডেল হলেও বলিউড এবং দক্ষিণের তিনি বহু ছবিতে অভিনয় করেছেন। মাত্র ১৬ বছর বয়স থেকে মডেলিং কেরিয়ার শুরু করেন এমি। ‘এক দিওয়ানা থা’ ছবি দিয়ে তাঁর বলিউড জার্নি শুরু হয়। 'সিং ইজ ব্লিং' এবং 'ফ্রিকি আলি'-এর মতো ছবিতে কাজ করেছেন। একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হয়েছেন এমি জ্যাকসন।