মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বই ফিরলেন অভিনেতা দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। মুম্বই বিমানবন্দরে পাপারাৎজ্জির হাতে লেন্সবন্দি হন তাঁরা। সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মে তাঁদের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
ইনস্টাগ্রামে পাপারাৎজ্জির শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দর থেকে বেরোচ্ছেন অভিষেক। তাঁর পিছু পিছুই হেঁটে আসছেন আরাধ্যা এবং ঐশ্বর্য। টার্মিনাল বিল্ডিং থেকে বেরিয়ে আসার পর আরাধ্যা পাপারাজ্জির উদ্দেশ্যে হাত জোড় করে অভ্যর্থনা জানিয়ে 'নমস্তে (হ্যালো)' বলে ওঠেন। ঐশ্বর্য এবং আরাধ্যা হাসিমুখে আস্তে আস্তে তাঁদের গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
গাড়িতে ওঠার আগে আরাধ্যা পাপারাজ্জির দিকে তাকিয়ে ‘Hi’ বলেন। ঐশ্বর্য পাপারাজ্জিকে জিজ্ঞেস করেন, ‘নমস্তে, কেসে হো (হ্যালো, কেমন আছেন)?’ ঐশ্বর্য ভিতরে ঢোকার পর গাড়ির দরজা বন্ধ করে দিয়ে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাসলেন অভিষেক। পরিবারের সঙ্গে রওনা হওয়ার আগে ফ্যানের সঙ্গে পোজও দেন তিনি। আরও পড়ুন: এই গানের শ্যুটিংয়ে নিজেকে ঘোড়ার মতো লাগছিল কাজলের! রেগে কাঁই হচ্ছিলেন শাহরুখ
অভিষেক একটি ধূসর সোয়েটশার্ট, ডেনিম এবং সাদা স্নিকার্স বেছে নিয়েছিলেন। তিনি একটি টুপি এবং চশমাও পরেছেন। ঐশ্বর্য কালো পোশাক, স্নিকার্স পরেছিলেন এবং একটি ব্যাগও নিয়েছিলেন সঙ্গে। আরাধ্যাকে বেগুনি রঙের সোয়েটশার্ট, ডেনিম এবং স্নিকার্সে দেখা গিয়েছে।
পাপারাজ্জির উদ্দেশ্যে হাত জোড় করে অভ্যর্থনা জানাতে দেখে আরাধ্যাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এক নেটিজেন লিখেছেন, ‘ঐশ্বর্য কন্যা মিষ্টি এবং নম্র।’ অপর একজনের মন্তব্য, ‘মায়ের মতোই মেয়েও মিষ্টি’। কেউ লিখেছেন, ‘দিন দিন দেখতে সুন্দরী হয়ে উঠছে আরাধ্য়া’। কজন ভক্ত মন্তব্য করেছেন, ‘ঐশ্বর্যর চেয়ে সুন্দর আর কেউ হতে পারে না’।
১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে নেন ঐশ্বর্য। ১৯৯৭ সালে ‘অর প্যায়ার হো গ্যয়া’ দিয়ে পা রাখেন বলিউডের দুনিয়ায়। ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনম’ তাঁকে পৌঁছে দিয়েছিল খ্যাতির শীর্ষে। এরপর ‘তাল’, ‘মেলা’, ‘জোশ’, ‘ঢাই অক্ষর প্রেম কে’, ‘দেবদাস’, ‘চোখের বালি’-র মতো সিনেমায় দেখা যায় তাঁকে।
২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্য। এরপর ২০১১ সালে আরাধ্যার জন্মের পর তো লম্বা বিরতি। ২০১৫ সালে ‘জজবা’ ছবি দিয়ে কামব্যাক করেন। তারপর হাতেগুনে কাজ করেছেন ‘সর্বজিত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘ফেনি খান’ আর ‘পন্নিয়িন সেলভান’-এর দুটি পার্টে।
অন্যদিকে, শীঘ্রই আর বাল্কির স্পোর্টস ড্রামা ফিল্ম ‘ঘুমরে’ দেখা যাবে অভিষেককে। ছবিতে আরও অভিনয় করেছেন শাবানা আজমি, সাইয়ামি খের এবং অঙ্গদ বেদি।