জাতীয় মঞ্চে সকলকে মুগ্ধ করেছেন বাংলার মেয়ে অনন্যা চক্রবর্তী। বাংলা থেকে দূরে থাকলেও, বাংলার সংস্কৃতি তার পরণে-গানে। এবারও খাঁটি বাংলায় গান গাইতে শোনা গেল অনন্যাকে। শেয়ার করলেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায়। সারেগামাপা-র অন্যান্য প্রতিযোগীদের সাথে তাল মিলিয়ে গান শোনালেন নিজের অনুরাীদের।
একতারা বাজিয়ে বন্দে মাতারাম গাইতে শোনা গেল অন্যন্যাকে। সাথে বাংলার আরেক মেয়ে নীলাঞ্জনা রায়, হারমোনিয়াম বাজাচ্ছেন শরদ শর্মা, সঙ্গে শচীন কুমার বাল্মীকিরও দেখা মিলল। ইতিমধ্যেই বেশ ভালোবাসা পেয়েছে গানটি।
এরপর দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ‘ধনধান্য পুষ্প ভরা’ গাইলেন স্নিগ্ধজিৎ ভৌমিকের সাথে। তাঁদের দু'জনের গলার বাংলা গানও মন ভরিয়ে দিল সকলের। এমনিতেই বাংলার এই দুই সন্তানের দিকে তাকিয়ে আছেন দর্শক। আশা এবার বুঝি জাতীয় মঞ্চের ট্রফি আসবে ঘরে।
এর আগে জি বাংলার সারেগামাপা-র মঞ্চে অংশ নিয়েছেন অনন্যা, স্নিগ্ধজিৎ দু'জনেই। তবে একটুর জন্য হাতছাড়া হয় ট্রফি। পৌঁছেছিলেন ফাইনালেও। এবার জাতীয় টেলিভিশনের মঞ্চ কাঁপাচ্ছেন তাঁরা। তিন বিচারক হিমেশ রেশামিয়া, বিশাল দাদলানি, শংকর মহাদেবনের মন তো কেড়েছেনই, সাথে শো-তে আসা অতিথি যেমন অভিষেক বচ্চন, নেহা কক্কর, বাপ্পি লাহিড়িকেও মুগ্ধ করেছেন নিজেদের গান দিয়ে।