বাংলা নিউজ > বায়োস্কোপ > মেয়ে অনন্যার জন্য কেমন পাত্র চান চাঙ্কি? উত্তর, ‘আমার থেকে ভালো হতে হবে’

মেয়ে অনন্যার জন্য কেমন পাত্র চান চাঙ্কি? উত্তর, ‘আমার থেকে ভালো হতে হবে’

অনন্যা আর চাঙ্কি।

সদ্য মুক্তি পেয়েছে অনন্যার ‘গেহরাইয়া’। সেই নিয়ে কথা প্রসঙ্গেই অনন্যার বিয়ে নিয়ে কথা বলেন চাঙ্কি।

বলিউডে পা রেখেছেন অনন্যা বছরখানেক আগেই। তবে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন। সদ্য মুক্তি পেয়েছে ‘গেহরাইয়া’। ছবিতে বেশকিছু সাহসী দৃশ্যে দেখা মিলবে তাঁর। প্রেম, প্রেম নিয়ে জটিলতা, অবৈধ সম্পর্কের ছাপ রয়েছে ছবির পরতে পরতে। 

অনন্যা পাণ্ডেকে নিয়ে ভক্তদের উৎসাহ অপরিসীম। নায়িকা কার সাথে ডেট করছেন জানতে মন চায় তাঁদের প্রায়শই। সম্প্রতি ‘পিঙ্কভিলা’র তরফে অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডের কাছে জানতে চাওয়া হয়, মেয়ের জন্য কীরকম পাত্র তিনি চান? আর তাতে চাঙ্কির উত্তর, ‘আমার তো সেই ছেলের জন্যই খারাপ লাগে। আসলে আমি জানি আমাদের মেয়েদের সাথে থাকা খুব একটা সহজ কাজ না। আমি তো সারাজীবন এই করেই কাটালাম।’ যাতে অনন্যার মা ভাবনা জানান, ‘আসলে চাঙ্কিই মেয়েদের মাথায় উঠিয়েছে।’

এরপর হেসে চাঙ্কি উত্তর দেন, ‘আমার বলার অর্থ তাঁদের আমার থেকে ভালো হতে হবে। আমি ওদের অনেক আদর দিয়ে বড় করেছি আর বলেছি হাই স্ট্যান্ডার্স রাখতে ও সবসময় সেরার আশা রাখতে। আমি এটা শিখেছি আমার স্ত্রী ভাবনার থেকেই।’ ভাবনা এরপর নিশ্চিত করে দেন হাই স্ট্যান্ডার্স বলতে তিনি টাকা-পয়সা না, মানসিকতার কথা বলতে চান।

এরপর ভাবনা পাণ্ডে জানান, ‘গেহরাইয়া’র প্রচারে দেওয়া সাক্ষাৎকারে মেয়ের কথা শুনে খুশি হয়েছেন তিনি। ভালো লেগেছে এটা ভেবে যে তাঁর মেয়ে বিয়ে আর ভালোবাসায় বিশ্বাস রাখে। 

প্রসঙ্গত, চাঙ্কি পাণ্ডে আর ভাবনা পাণ্ডের বড় মেয়ে অনন্যা আর ছোট মেয়ে রাইসা।

বন্ধ করুন