একশো দিনের কাজের প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বলে অভিযোগ রাজ্য সরকারের। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিন বছর ধরে আটকে থাকা টাকা নিজেদের তহবিল থেকে গরিব মানুষকে দিয়েছে। নির্বাচনী প্রচারে তা শোনাও যাচ্ছে। কিন্তু রাজ্য সরকার এই প্রকল্পে টাকা অপচয় করেছে বলে বর্ধমানে এসে নির্বাচনী প্রচারে অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী মনরেগার টাকা দেদার নয়ছয় হয়েছে বলেও বিজেপি নেতৃত্বের অভিযোগ। যার পাল্টা যুক্তি দিয়ে প্রধানমন্ত্রীর আনা সমস্ত অভিযোগ খারিজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একসো দিনের কাজের টাকা নয়ছয়ের অভিযোগ খারিজ করে রাজ্য সরকার সঞ্চয় করেছে বলেই জানান তৃণমূল সুপ্রিমো। পুরুলিয়ায় পরপর দু’টি জনসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের প্রকল্পের খরচ নিয়ে তথ্য তুলে ধরেন। আর মুখ্যমন্ত্রী বলেন, ‘কদিন আগে একটা উল্টোপাল্টা বিবৃতি দিয়েছে। একশো দিনের কাজ নিয়ে বলেছিল, কেন্দ্র টাকা দেবে না। কারণ রাজ্য সরকার নাকি টাকা অপচয় করেছে। আমি আপনাদের কাছে নথি–সহ বলছি, ওরে মিথ্যাবাদীর দল, ২৪ কোটি টাকা তৃণমূল কংগ্রেস সরকার সেভ করেছে। এই মিথ্যা কথা বলার জন্য কান মুলে দিতে হয়। একটা ভোট দেবেন, দুটো কান মুলে দেবেন।’
আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী যোগ্যদের পাশে দাঁড়াবো বলতেই এসএসসি তথ্য দিচ্ছে’, নিজেদের দিকে ঝোল টানলেন দিলীপ
একশো দিনের কাজের টাকা না দেওয়ার জন্য আন্দোলন করতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। নয়াদিল্লির বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সে আন্দোলন পৃথক মাত্রা পেয়েছিল। রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরনায় বসতে দেখেছিল বাংলার মানুষ। তাই পাত্রসায়রের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা তোপ, ‘একশো দিনের কাজের প্রকল্পে বাংলা প্রথম হওয়া সত্ত্বেও তিন বছর টাকা দেয়নি। ওঁরা বলছে দুর্নীতি হয়েছে। আরে গর্ধভের দল ভাজপা, মাথায় রাখিস আমরা দুর্নীতি করিনি। আমরা বরং ২৪ কোটি টাকা সেভ করেছি। মিথ্যাবাদী, মিথ্যুকের দল। একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি মানুষকে।’
একশো দিনের কাজের প্রকল্পে আদালতে বিচারাধীন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত বলেছিলেন, সবটাই দুর্নীতি হয়েছে এমন নয়। যেখানে দুর্নীতি হয়নি সেখানে টাকা দিয়ে দিতে পরিকল্পনা করা হোক। বাকিটা আলোচনা ও নথি দেখে ঠিক করা হোক। কিন্তু তারপরও গরিব মানুষদের ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। আর এই ইস্যুতে তৃণমূলনেত্রীর কথায়, ‘আমি এত বড় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী কখনও দেখিনি। মিথ্যাগুরু! শুধু মিথ্যা কথা বলে। আবার গ্যাসের সিলিন্ডারের ছবি এঁকে বলছে, বিনা পয়সায় দিলাম আমরা। বিনা পয়সায় কেউ গ্যাস পায়? প্রধানমন্ত্রী গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। চাল দেয় না, একশো দিনের কাজের টাকা দেয় না। রাস্তাঘাটের টাকা দেয় না। উনি শুধু নিজের ছবি লাগাবেন। ওয়াশরুমে যান দেখবেন, ওয়াশরুম কে করেছে? মোদীবাবু। নিজের ছবি লাগিয়ে রেখে দেয়।’