বাংলা নিউজ > বায়োস্কোপ > Ananya Panday on Shah Rukh Khan: 'প্রথমবার বড়পর্দায় দেখেই লম্বা মেসেজ পাঠান', শাহরুখের উপহার আজও রেখে দিয়েছেন অনন্যা!

Ananya Panday on Shah Rukh Khan: 'প্রথমবার বড়পর্দায় দেখেই লম্বা মেসেজ পাঠান', শাহরুখের উপহার আজও রেখে দিয়েছেন অনন্যা!

অনন্যাকে প্রথমবার বড়পর্দায় দেখে লম্বা মেসেজ পাঠান শাহরুখ!

Ananya Panday on Shah Rukh Khan: অনন্যার ভূয়সী প্রশংসা করেছেন খোদ শাহরুখ খান! সম্প্রতি তেমনটাই জানালেন অভিনেত্রী। বললেন, কিং খান জানিয়েছেন যে তিনি এই ছবির ট্রেলার ভীষণই এনজয় করেছেন।

‘ড্রিম গার্ল’-এর অতুলনীয় সাফল্যের পর এবার ‘ড্রিম গার্ল ২’ নিয়ে আসছেন আয়ুষ্মান খুরানা। এবার তাঁর সঙ্গী অনন্যা পাণ্ডে। শীঘ্রই তাঁদের এই ছবি মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই এটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনন্যা জানান শাহরুখ খান নাকি ছবিটির ভীষণই প্রশংসা করেছেন। জানিয়েছেন এটির ট্রেলার 'অত্যন্ত মজাদার'।

শাহরুখ কন্যা সুহানার ভীষণ ভালো বন্ধু হলেন অনন্যা। দুজনকে মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায়। আর সেই বন্ধুর বাবা তথা কিং খান স্বয়ং কিনা তাঁর আসন্ন ছবির প্রশংসা করেছেন! অভিনেত্রী জানান, 'উনি ছবিটা দেখার জন্য মুখিয়ে আছেন।'

নিউজ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অনন্যা বলেন, 'উনি ৩-৪ দিন আগে আমায় বলেন যে ওঁর ছবিটির ট্রেলার ভীষণ ভালো লেগেছে। ভীষণ মজাদার লেগেছে। তিনি মুখিয়ে আছেন ছবিটা দেখার জন্য।'

এই ‘ড্রিম গার্ল ২’ ছবিটির একটি প্রমোশনাল ভিডিয়োতে দেখা যায় যে পূজা অর্থাৎ আয়ুষ্মানের চরিত্রটা পাঠানের সঙ্গে কথা বলছে। এরপর দেখা যায় শাহরুখ খান নিজে সেই ছবির বিজ্ঞাপন দিচ্ছেন। এই প্রসঙ্গে কিছুদিন আগে আয়ুষ্মান বলেন, 'উনি ভীষণ ভালো। উনি এটা প্রচার করায় ওঁর ফ্যান ক্লাব থেকেও সাপোর্ট পেয়েছি আমরা। ওঁকে ট্যাগ করা হয় এতে। শাহরুখ স্যার নিজেও জানান যে তাঁর ছবিটির ব্যানার ভালো লেগেছে। আমার মনে হয় অনে মতো লেজেন্ডের থেকে এই ভালোবাসা পাওয়ার অর্থ হল ছবিটা সত্যিই ভালো হতে চলেছে।'

আরও পড়ুন: ‘সব ছেলের সঙ্গেই মানায়!’, বিকিনিতে ইবিজায় অনন্যা-আদিত্য, মুখ খুললেন বাবা চাঙ্কি

অনন্যা সেদিনের সাক্ষাৎকারে আরও অনেক তথ্য জানিয়েছিলেন। তিনি অনেক ছোট থেকেই শাহরুখ খানকে চিনতেন। কিন্তু তিনি আজও শাহরুখের গুনে কথায় মুগ্ধ হন। অভিনেত্রী জানান তাঁকে প্রথমবার স্ক্রিনে দেখে কিং খান তাঁকে নিজে থেকে মেসেজ করেছিলেন।

অভিনেত্রীর কথায়, 'উনি আমায় যখন প্রথমবার বড় পর্দায় দেখেন তখন বিশাল বড় মেসেজ পাঠিয়েছিলেন। আমি আজও সেই মেসেজটা যত্ন সহকারে রেখে দিয়েছি। আমি ওঁকে যতই ছোট থেকে চিনি না কেন উনি যতবার আমার সামনে আসেন আমি ততবার মুগ্ধ হয়ে যাই। কেবল অভিনেতা হিসেবে নয়, উনি মানুষ হিসেবেও ভীষণ ভালো। উনি যেমন নম্র, তেমনই বিনয়ী আর মজাদার। সবার খুব খেয়াল রাখেন তিনি। তাই আমি যত বড় হয়েছি তত বেশি ওঁকে অবজার্ভ করেছি।'

আগামী ২৫ অগস্ট মুক্তি পেতে চলেছে ‘ড্রিম গার্ল ২’। মুখ্য ভূমিকায় থাকবেন আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডে।

বন্ধ করুন