আপাতত বলিউডের যে জুটি রয়েছে সবচেয়ে চর্চায় তাঁরা হল অনন্যা পাণ্ডে আর আদিত্য রায় কাপুর। পর্তুগালের রাস্তায় অনন্যা-আদিত্যর প্রেমের ছবি সপ্তাহখানেক আগেই ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। ঘুরে ফিরে ইবিজায় বিকিনি পরে ছবি শেয়ার করেছিলেন অনন্যা, যা দেখে সকলেরই একটা প্রশ্ন, ‘কোথায় আদিত্য?’ এখানেই শেষ নয়, মুম্বই ফিরে একসঙ্গে সিনেমা হলেও গিয়েছিলে এই জুটি।
সে যাই হোক, যখন গমগম করছে বলিপাড়া আদিত্য আর অনন্যার প্রেমের গুঞ্জনে, তখন তা কীভাবেই বা এড়িয়ে যাবেন চাঙ্কি পাণ্ডে। চাঙ্কিকে সামনে পেতেই মিডিয়া ছেঁকে ধরে তাঁকে আদিত্য আর অনন্যাকে নিয়ে। মেয়ের নতুন ভালোবাসার মানুষের ব্যাপারে কী জানালেন বাবা?
চাঙ্কিকে বলতে শোনা গেল, ‘না না এগুলো তো হবেই। আপনি গ্ল্যামার পেশায় আছেন মানে এসব হবেই। এসব আপনি আটকাটে পারবেনই না।’
তা অনন্যার পাশে কতটা মানায় আদিত্যকে? এবারেও বেশ বুদ্ধি করেই জবাব দিলেন চাঙ্কি। মেয়ের কেরিয়ারের শুরুর নায়ক টাইগার শ্রফ (স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২), পাতি পত্নী অউর ওহ-র ছবির কার্তিক আরিয়ান, অনন্যার সব হিরোর নাম নিয়ে চাঙ্কি বলেন, তাঁর মেয়েকে সবার সঙ্গেই ভালো লাগে। চাঙ্কির কথায়, ‘সব নায়কদের সঙ্গেই তো ভালো মানায় অনন্যাকে। ও সত্যি ভাগ্যবান। ওর জন্য দুর্দান্ত যাত্রা এটা।’
এই সাক্ষাৎকারেই চাঙ্কিকে প্রশ্ন করা হয়, অনন্যা বা ছোট মেয়ে রাইসার কোনও প্রেমিককে কখনও নাকচ করেছেন কি না? যাতে অভিনেতা জবাব দিয়েছিলেন, ‘আমার দরকার কী প্রত্যাখ্যান করার! আমি শুধু ওদের বলেছি এমন কাউকে খুঁজতে হবে যে আমার চেয়ে ভালো।’
এই ট্রিপ নিয়ে মুখ খুলেছেন আদিত্য নিজেও। পর্তুগালে ঘুরতে যাওয়া নিয়ে অভিনেতা মিডিয়াকে জানান, ‘অনেকদিন পর একটু ছুটির দরকার ছিল, তাই বেড়াতে গিয়েছিলাম। যদিও মুম্বইয়ের বর্ষাটা আমার বেশ পছন্দ। তবে এবার ওই সময়টা এখানে ছিলাম না, খুব মিস করেছি। তবে আমি ফিরে আসার পরও একসপ্তাহ টানা বৃষ্টি হয়েছে।’
আর অনন্যা সঙ্গে ছিল প্রশ্নে আদিত্যর জবাব, ‘এটা একটি ভালো বিষয় যে আমি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আসি না। তবে আম অমিও অবশ্য ব্যাপারটা শুনেছি।’
অনন্যাকে শেষবার বিজয় দেবেরকোন্ডার সঙ্গে লাইগারে দেখা যায়। যা মুখ থুবড়ে পড়ে হলে। মুক্তির অপেক্ষায় আয়ুষ্মান খুরানার সঙ্গে ড্রিম গার্ল ২। আর আদিত্যর শেষ ছবি ডিজনি+ হটস্টারের সিরিজ দ্য নাইট ম্যানেজার।