বাংলা নিউজ > বায়োস্কোপ > 'উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত', দ্য কেরালা স্টোরি ব্যান প্রসঙ্গে কটাক্ষ অনীক দত্তের

'উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত', দ্য কেরালা স্টোরি ব্যান প্রসঙ্গে কটাক্ষ অনীক দত্তের

দ্য কেরালা স্টোরি ব্যান প্রসঙ্গে কটাক্ষ অনীক দত্তের

Anik Dutta on The Kerala Story: কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হয়েছে দ্য কেরালা স্টোরি। ইতিমধ্যেই অনেকেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। কটাক্ষ করেছেন খোদ সেন্সর বোর্ডের সদস্য। এবার বিরোধিতা করলেন পরিচালক অনীক দত্ত।

দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। গত শুক্রবার, ৫ মে মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত আদা শর্মা অভিনীত ছবি দ্য কেরালা স্টোরি। আর তারপর থেকেই শুরু হয়েছে জোর বিতর্ক। বিতর্কের নেপথ্যে এই ছবির গল্প। একাধিক রাজ্যে এই ছবিকে ব্যান করার করা কথা বলা হলেও, বা হল থেকে সিনেমা তুলে নিলেও পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে ব্যান করা হয়েছে এই ছবি। আর সেটা যেন গোটা বিতর্ককে আরও অনেক বেশি উসকে দিয়েছে।

খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি ভিত্তিতে রাজ্যে এই ছবির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। মুখ্য সচিবকে এই নিয়ে নির্দেশ দেন তিনি। তাঁর আশঙ্কা এই ছবিটি উসকানিমূলক এবং এটা দেখলে দর্শকদের মধ্যে হিংসা, ঘৃণা ছড়াতে পারে। তাই কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানান।

ইতিমধ্যেই সেন্সর বোর্ডের সদস্য বীণা ত্রিপাঠী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁর সিদ্ধান্তকে তিনি 'অগণতান্ত্রিক' বলেও দাবি করেন। এবার এই বিষয়ে মুখ খুললেন ভূতের ভবিষ্যতের পরিচালক অনীক দত্ত।

এর আগে অনীক দত্তের অপরাজিত যখন গোটা রাজ্য জুড়ে সমাদৃত জলজ একাধিক হলে চলল, শো সংখ্যা বাড়ল তখন একমাত্র নন্দনে জায়গা পায়নি এই ছবি। তখনও গোটা বিষয় নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়। এরপর দ্য কাশ্মীর ফাইলস মুক্তি পেয়েছিল যখন তখনও ঠিক একই ভাবে বিতর্ক উসকে গিয়েছিল। এবার তো সোজাসুজি ব্যান করা হল সুদীপ্ত সেনের এই ছবিকে।

এই সময়ের তরফে এই প্রসঙ্গে অনীক দত্তের সঙ্গে কথা বললে তিনি তাঁদের জানান, 'যা চাইলেন ওঁরা সেটাই হচ্ছে। ব্যান করার ফলে বেশি চর্চা হচ্ছে। সামনে উঠে আসছে বিষয়টা। এতে সংখ্যাগুরু, সংখ্যালঘু দুজনেরই সুবিধা হবে।'

পরিচালকের মতে যদি এই ছবি ব্যান না করা হতো তাহলে এটা প্রচারের আলোয় আসত না। তাঁর কথায়, 'সরকারের তো কোনও ছবি ব্যান করার অধিকার নেই। একমাত্র সেন্সর বোর্ডের সেই অধিকার আছে। আর আইনি কোনও সমস্যা থাকলে সেটার জন্য আদালত আছে। এভাবে কেউ একজন বলে দিল আর ছবি হল থেকে নামিয়ে নেওয়া হল, এটা হতে পারে না। এটা অত্যন্ত বোকা এবং উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত। উনিও করছেন আমরাও তাতে পা দিচ্ছি।'

অনীকের আরও সংযোজন, 'আমার ছবির জন্য ২১ লাখ টাকা জরিমানা দিয়েছেন তাও শিক্ষা হয়নি। আর কী করা যাবে।'

তবে যতই মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবির বিরোধিতা করুন না কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই ছবির ভীষণ প্রশংসা করেছেন, বলেছেন সমাজের সত্য তুলে আনা হয়েছে এই ছবির মাধ্যমে।

বায়োস্কোপ খবর

Latest News

মিঠুন-বিতর্কে কুণালের নিশানায় দেব! কল্যান-কাঞ্চনের পর ফের কোন্দল টিএমসি-তে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…'

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.