এই মুহূর্তে গোটা দেশের ক্রাশ তৃপ্তি দিমরি। ‘অ্যানিম্যাল’-এ ক্যামিও অ্যাপিয়ারেন্সে নজর কেড়েছেন এই সুন্দরী। তৃপ্তির ঝুলিতে রয়েছে ‘বুলবুল’, ‘কলা’র মতো ছবি। কিন্তু স্বস্তিকার অনস্ক্রিন কন্যে এমন জনপ্রিয়তা আগে উপভোগ করেননি। অ্যানিম্যাল ছবিতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় রণবীরের সঙ্গে শয্যাদৃশ্যে ধরা দিয়েছেন তৃপ্তি। সেই সিন রীতিমতো ভাইরাল সোশ্যালে। এর মাঝেই সামনে এল তৃপ্তির ৮ বছর পুরোনো এক ভিডিয়ো। আরও পড়ুন-‘অ্যানিম্যাল’-এ রণবীরের জুতো চাটা,বিছানায় মাখামাখি! তৃপ্তির উপর ক্ষুব্ধ বাবা-মা?
এক মিনিটের ভিডিয়ো ঘিরে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। ব্যঙ্গের ছলে তৈরি এই মজার ভিডিয়োতে লোকজনকে নিয়ে খিল্লি করলেন তৃপ্তি। মাঝরাস্তায় অচেনা লোকজনের দিকে রীতিমতো তেড়ে গেলেন নায়িকা। গালিগালাজও করলেন অচিরে। সেই ভিডিয়ো দেখে হতবাক নেটপাড়া। ৮ বছরে লম্বা সফর পার করেছেন তৃপ্তি, একমত সকলে। নিজেকে অনেকটা ঘষেমেজে নিয়েছেন রণবীরের সহ-অভিনেত্রী।
২০১৫ সালের সেই ভিডিয়োর শুরুতেই দেখা গেল তৃপ্তি বলছেন-'আমি ঝগড়া করি না'। পর মুহূর্তেই অচেনা লোকজনদের উপর চিৎকার জুড়লেন তিনি। এরপর তাঁকে বলতে শোনা গেল, আমি সম্পর্কে বিশ্বাসী নয়। যারা রিসেপশনশিপ নিয়ে জ্ঞান দেয় তাদেরও আমি অপছন্দ করি। তারপরেই বান্ধবীকে প্রশ্ন, ‘সেক্স করেছিস? একবার ট্রাই করে দেখ না। আমি কিন্তু ভার্জিন’।
দেখুন সেই ভিডিয়ো-
অ্যানিম্যালে তৃপ্তির অভিনয়ে মুগ্ধ সকলে। বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক পরিশ্রম করেছেন অভিনেত্রী, তার প্রমাণ এই ভিডিয়ো।
‘লয়লা মজনু’ ছবির সঙ্গে আত্মপ্রকাশ তৃপ্তির। তাঁর কেরিয়ারের প্রথম বড় ব্রেক ছিল ‘বুলবুল'। একটা সময় অনুষ্কা শর্মার ভাই ক্রানেশের সঙ্গে তৃপ্তির প্রেম নিয়ে কম চর্চা হয়নি বি-টাউনে। যৌনদৃশ্যে অভিনয় করা নিয়ে কম সমলাোচনার মুখে পড়ছেন না তৃপ্তি। সেই প্রসঙ্গে তাঁর সাফ জবাব, 'আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কেউ আমাকে বাধ্য করেনি। আমি এই পেশায় এসেছি কারণ এই কাজটা আমার মধ্যে শিহরণ জাগায়। আমি যখন অভিনয় করি, একটা চরিত্র হয়ে উঠি সেটা আমার ক্ষতগুলোয় মলম লাগায়। চ্যালেঞ্জের মধ্যে আমি আনন্দ খুঁজে পাই’।
রণবীর কাপুরের অন্ধভক্ত তৃপ্তি। বহুদিন আগেই রণবীরের সঙ্গে কাজের ইচ্ছেপ্রকাশ করেছিলেন। অ্যানিম্যালের হাতধরে সেই স্বপ্নপূরণ হয়েছে। স্বভাবতই খুশির ঠিকানা নেই তৃপ্তির। অ্যানিম্যাল-এর সিকুয়েল অ্যানিম্যাল পার্কেও জোয়ার চরিত্র থাকবে তা নিশ্চিত। তবে এবার আরও বেশিক্ষণ স্ক্রিনে জোয়াকে দেখতে আগ্রহী দর্শক।