দাদাগিরিতে খেলতে আসছে টিম প্রধান। হ্যাঁ, কিছুদিন আগে এই ছবির কিছু সদস্যরা এসেছিলেন এই রিয়েলিটি শোতে। এবার বাকিরা আসছেন সৌরভের সঙ্গে দাদাগিরি করার জন্য। সেখানেই দাদার সঙ্গে খেলতে ধর্মপুরের 'দাদা' ওরফে 'প্রধান' তথা জটিলেশ্বর মুখোপাধ্যায় আসছেন।
দাদাগিরির মঞ্চে সৌরভ এবং অনির্বাণ
দাদাগিরির মঞ্চে খেলতে আসছেন প্রহান ছবির জটিলেশ্বর মুখোপাধ্যায় অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী। সেই পর্বের প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এদিন তাঁর পরিচয় করিয়ে দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, '৮ থেকে ৮০ সবার মন জয় করছে অনির্বাণ।' অভিনয়ের কথা উঠতেই অনির্বাণ এদিন সৌরভকে পাল্টা প্রশ্ন করে বসেন। বলেন 'আমাদের জীবনে সবাইকেই কম বেশি অভিনয় করতে হয়। আপনি কোথায় করেছেন? বাড়িতে?' উত্তরে সৌরভ বলেন, 'বাড়িতে যদি অভিনয় করতে হয় তাহলে সেটা আর বাড়ি হল কী করে?' তখন অভিনেতা জানতে চান পেশাগত জীবনে এমন কি কিছু হয়েছে? উত্তরে দাদা বলেন, 'ক্রিকেটের মাঠে ব্যাট বল লাগলে ঠিক, নইলে অভিনয় দিয়েও কিছু হবে না।' সৌরভের কথায় হেসে গড়িয়ে পড়েন সকলে।
আরও পড়ুন: পুলিশ অফিসারের পর সোজা কয়লা মাফিয়া! 'খাদান'-এ দেব-ইধিকার সঙ্গী হচ্ছেন সৌমিতৃষাও?
আরও পড়ুন: দিনরাত জেগে স্ক্রিপ্ট নিয়ে কাজ করেও শাহরুখ করতে পারেননি মুন্নাভাই এমবিবিএস, প্রকাশ্যে আনলেন কারণ
এদিন অনির্বাণের সঙ্গে প্রধান থেকে খেলতে আসছেন কাঞ্চন মল্লিকও। তাঁর প্রশংসা করতে শোনা যাবে সৌরভকে এদিনের পর্বে।
কে কী বলছেন?
জি বাংলার তরফে এই প্রোমো প্রকাশ্যে আনার পর অনেকেই প্রশংসা করেছেন। এক ব্যক্তি লেখেন, 'দারুণ মোক্ষম জবাব সৌরভের।' আরেক ব্যক্তি জানতে চান 'কবে দেখানো হবে এই পর্ব?'
দাদাগিরি প্রসঙ্গে
সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো জি বাংলায় দেখা যায়। প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে নয়টা থেকে সম্প্রচারিত হয় দাদাগিরি।