বাংলা নিউজ > বায়োস্কোপ > Anirban Chakrabarti: রুদ্ধশ্বাস রাজস্থান আসছে পয়লা বৈশাখে, তার আগে একেন হয়ে ওঠার গল্প শোনালেন অনির্বাণ

Anirban Chakrabarti: রুদ্ধশ্বাস রাজস্থান আসছে পয়লা বৈশাখে, তার আগে একেন হয়ে ওঠার গল্প শোনালেন অনির্বাণ

একেন হওয়ার গল্প শোনালেন অনির্বাণ

Anirban Chakrabarti: শীঘ্রই একেন বাবু হয়ে আবার ফিরতে চলেছেন অনির্বাণ চক্রবর্তী। তার আগে জানালেন তিনি কীভাবে নিজেকে একেন বাবু হিসেবে প্রস্তুত করেছিলেন।

অনির্বাণ চক্রবর্তী আবার একেন রূপে ফিরে আসতে চলেছেন। শীঘ্রই মুক্তি পেতে চলেছে দ্য একেন ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান। এসভিএফের পরিচালনায় মুক্তি পেতে চলেছে এই ছবি তার আগে অভিনেতা তাঁর চরিত্র থেকে এই ছবির বিষয়ে একাধিক অজানা তথ্য ফাঁস করলেন।

একেন বাবু সিরিজের ছবিগুলোর কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, 'একেন বাবুর প্রতিটি ছবির শ্যুটিং আলাদা আলাদা জায়গায় হয়েছে। কোনও লোকেশন রিপিট হয়নি। আমাদের গোটা শুটের জরুরি অঙ্গ হিসেবে জুড়ে গিয়েছে ঘোরা, খাবার, সেখানকার কালচার, সবটাই। আমাদের এই ফ্র্যাঞ্চাইজির পরিচালক থেকে টিম পর্যন্ত এক থাকে। তাই আমরা সবাই একে অন্যের সঙ্গে দারুণ স্বাচ্ছন্দে কাজ করি।'

নিজের চরিত্রের জন্য নিজেকে কীভাবে তৈরি করেছিলেন একেন বাবু ওরফে অনির্বাণ? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, 'প্রতিটা ছবি, প্রতিটা সিরিজের সঙ্গে আমি একেনকে যেন নতুন করে আবিষ্কার করি। আমি এখন নিজে ভাবতে শুরু করি এই পরিস্থিতিতে একেন থাকলে তিনি কী করতেন?' একই সঙ্গে তিনি বলেন, 'এই চরিত্রে কাজ করতে শুরু করি যখন তখন আমার কাছে কোনও রেফারেন্স ছিল না। আমি পুরোটাই আমার সেন্স, আমার সহজাত প্রবৃত্তির উপর ভিত্তি করেই করেছি। আমার কাছে এমন কোনও রেফারেন্স পয়েন্ট ছিল না যা আমাকে সাহায্য করতে পারে।'

পয়লা বৈশাখে একেন বাবু তাঁর দুই সহচর বাপি ওরফে সুহত্র মুখোপাধ্যায় এবং প্রমথ ওরফে সোমক ঘোষকে সঙ্গে নিয়ে বড়পর্দায় আসছেন। এই ছবিতে তাঁর সঙ্গে সন্দীপ্তা সেন, রজতাভ দত্ত, প্রমুখকে দেখা যাবে।

এই ছবিতে উঠে আসবে রাজস্থানের নানা রূপ। বাঙালির অতি কাছের সোনার কেল্লা ধরা দেবে নতুন ভাবে।

বন্ধ করুন