সুজন দাশগুপ্তর তৈরি করা একেনবাবু চরিত্র বলতে বাঙালি এখন একজনকেই বোঝে, আর তিনি হলেন অনির্বাণ চক্রবর্তী। এই চরিত্রের জন্য সম্প্রতি তাঁকে সম্মাননা জানানো হল। ওটিটি প্লে অ্যাওয়ার্ডস পেলেন তিনি।
ওটিটি প্লে অ্যাওয়ার্ডস জিতলেন অনির্বাণ
একেনবাবুর জন্য অনির্বাণ চক্রবর্তী ওটিটি প্লে অ্যাওয়ার্ডস জিতলেন। এই পুরস্কারের জন্য তিনি গত রবিবার মুম্বই এসেছিলেন। সেখানকার অভিজ্ঞতার কথা জানালেন অনির্বাণ। এদিন ফেসবুকের পাতায় তিনি লেখেন, 'গত রবিবার ছিল দিনটা। আমি মুম্বই গিয়েছিলাম ওটিটি প্লে অ্যাওয়ার্ডস আনার জন্য। আমার সঙ্গে এদিন একাধিক অভিনেতারা পুরস্কার জিতেছেন। এঁদের মধ্যে আছেন অনিল কাপুর, কাজল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নওয়াজউদ্দিন সিদ্দিকি, রাজকুমার রাও, সোনাক্ষী সিনহা, রাজ এবং ডিকে, চিত্রাঙ্গদা সিং, কার্তিক আরিয়ান, দর্শনা রাজেন্দ্রন, প্রমুখ। জাতীয় স্তরে সমস্ত ওটিটি কাজের মধ্যে একেনবাবুর জন্য এই পুরস্কার পেয়ে আমি ধন্য।'
আরও পড়ুন: 'সর্বপ্রকার আকৃতিতে তোমায় ভালোবাসি...' বিরাটের জন্মদিনে বিশেষ ইঙ্গিতপূর্ণ পোস্ট অনুষ্কার
আরও পড়ুন: 'ইলিশ খাইসোস...' শাকিবের নায়িকার লেগপুল সৌরভের, বাংলাদেশ নিয়ে কী বললেন ইধিকা?
তাঁকে এদিন একাধিক ছবিও শেয়ার করতেও দেখা যায়। পুরস্কার হাতেও তাঁকে ছবি তুলে পোস্ট করতে দেখা যায়। এদিন তাঁকে কালো পঞ্জাবি এবং জহর কোট পরে থাকতে দেখা যায়।
অনেকেই তাঁর এই পোস্টে মতামত জানিয়েছেন। অভিনেতার অধিকাংশ ভক্তই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অনিরুদ্ধ চাকলাদার তাঁর এই পোস্টে এসে লেখেন, 'শুভেচ্ছা।' এক ব্যক্তি লেখেন, 'কী ভালো খবর! অনেক অভিনন্দন।' আরেকজন লেখেন, 'অভিনন্দন অনির্বাণ দা।'
চলতি বছরের ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে রুদ্ধশ্বাস রাজস্থান। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অনির্বাণ চক্রবর্তী সহ ছিলেন সোমক ঘোষ, সুহত্র মুখোপাধ্যায়, সন্দীপ্তা সেন, প্রমুখ। এছাড়াও এই ফ্র্যাঞ্চাইজির দ্য একেনবাবু, একেন বাবু, সহ একাধিক ছবি সিরিজ মুক্তি পেয়েছে।