বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankita-Sushant: সেসময় সুশান্তকে বিয়ে করে সংসারী হতে চেয়েছিলাম, 'বাজিরাও মস্তানি'-র প্রস্তাবও ফিরিয়েছি: অঙ্কিতা

Ankita-Sushant: সেসময় সুশান্তকে বিয়ে করে সংসারী হতে চেয়েছিলাম, 'বাজিরাও মস্তানি'-র প্রস্তাবও ফিরিয়েছি: অঙ্কিতা

অঙ্কিতা-সুশান্ত-সঞ্জয়লীলা

অঙ্কিতা বলেন, বাজিরাও মাস্তানি'র মতো ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য় আজও তাঁর দুঃখ হয়, তবে তিনি অনুতপ্ত নন। কারণ, তিনি স্বেচ্ছায় সেই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন। অঙ্কিতার কথায়, পরে তিনি নিজের জায়গা তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করেছেন। বর্তমানে স্বামী ভিকি জৈনের সঙ্গে স্বপ্নের জীবনযাপন করছেন।

'পবিত্র রিস্তা' ধারবাহিকে অভিনয়ের হাত ধরে নিজের মতো করে পরিচিতি তৈরি করেছিলেন অঙ্কিতা লোখান্ডে এবং সুশান্ত সিং রাজপুত। 'পবিত্র রিস্তা'র পর সুশান্ত বলিউডের নায়ক হয়ে যান, তবে অঙ্কিতা সেঅর্থে বলিউডের ছবিতে জায়গা করতে পারেননি। পরের দিকে বলিউডের কিছু ছবিতে অঙ্কিতা অভিনয় করেছেন ঠিকই, তবে ফিল্মি দুনিয়ার তারকা তিনি হয়ে উঠতে পারেননি। যদিও এক্ষেত্রে অঙ্কিতার বক্তব্য সুযোগ পেয়েও স্বেচ্ছায় বহু কাজ ছেড়ে দিয়েছেন। 

অঙ্কিতার কথায়, তিনি একসময় কেরিয়ারের থেকে সুশান্তের সঙ্গে সম্পর্ককেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। তবে এখন সেটা তিনি ভুল করেছিলেন বলেই মনে করেন। এমনকি সুশান্তের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে সঞ্জয়লীলা বনশালির 'বাজিরাও মাস্তানি'র মতো ছবিতে কাজ করার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। কারণ, তখন সুশান্তকে বিয়ে করে সংসারী হতে চেয়েছিলেন অঙ্কিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেবিষয়েই মুখ খুলেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।

আরও পড়ুন-আলিয়াকে নিয়ে কাজ করতে চাই, তবে তবে টাকা নেই, নওয়াজ, ভিকিদের বলতেও লজ্জা লাগে: অনুরাগ

আরও পড়ুন-ছিলেন বৌদ্ধ সন্ন্যাসী, পরে হন মডেল, পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে কী কাণ্ডটাই না করলেন তেনজিন মারিকো

অঙ্কিতা বলেন, বাজিরাও মাস্তানি'র মতো ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য় আজও তাঁর দুঃখ হয়, তবে তিনি অনুতপ্ত নন। কারণ, তিনি স্বেচ্ছায় সেই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন। অঙ্কিতার কথায়, পরে তিনি নিজের জায়গা তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করেছেন। বর্তমানে স্বামী ভিকি জৈনের সঙ্গে স্বপ্নের জীবনযাপন করছেন।

'বাজিরাও মস্তানি' ছবিতে কাজের সুযোগ পাওয়ার বিষয়ে অঙ্কিতা বলেন, ‘আমার মনে আছে সঞ্জয় স্যার আমাকে ডেকে বলেছিলেন, ‘কর লে বাজিরাও বর্না ইয়াদ রাখ, পাছতায়েগি তু (বাজিরাও মাস্তানি কর, না হলে পরে আফসোস করতে হবে)। সঞ্জয় স্যার আক্ষরিক অর্থেই আমার প্রশংসা করেছিলেন। তখন আমি বলেছিলাম, ‘নাহি স্যার, মুঝে শাদি করনি হ্যায় (না, স্যার। আমি বিয়ে করতে চাই)।’ আমার এখনও সেটা মনে আছে এবং এরপর ওঁর আর কিছু বলার ছিল না।’

শাহরুখ খান অভিনীত ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’-ছবিতে একটি চরিত্রের জন্যও অঙ্কিতার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু একই কারণে অঙ্কিতা সেই প্রস্তাবও ফিরিয়েছিলেন। তবে অঙ্কিতার কথায়, ‘আমার কোনো আক্ষেপ নেই, সত্যি বলতে কি সেসময় কেরিয়ারের থেকে আমি অন্যকিছুকেই বেশি গুরুত্ব দিয়েছি।তাছাড়া আমি জানতামও না কীভাবে কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে হয়। এখন আমিই সবাইকে বলি কেরিয়ার ও ব্যক্তিগত জীবন দুটোকে আলাদা রাখতে।’

 

 

বন্ধ করুন