পবিত্র রিশতা ধারাবাহিক দিয়েই প্রেমের সূত্রপাত। তারপর ২০১৬ সালে আলাদা হয়ে যান সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডে। তাঁদের জুটি ভেঙে যাওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু সে বিষয়ে তখন টুঁ শব্দ করেননি কেউই। কিন্তু ২০২০ সালে ভরা লকডাউনের মধ্যে যখন অভিনেতাকে তাঁর ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তখন ভেঙে পড়েন অঙ্কিতা। একে একে প্রকাশ্যে আনেন তাঁদের সম্পর্কের নানা কথা।
বর্তমানে অঙ্কিতা লোখান্ডে বিগ বস ১৭ এর সদস্য। এই হাউজের অন্যতম তারকা প্রতিযোগী তিনি। বর ভিকি জৈনের সঙ্গে এই রিয়েলিটি শো খেলতে এসেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আবারও সুশান্তকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। কথা বললেন তাঁদের বিচ্ছেদের বিষয়ে। অঙ্কিতার কথায় সুশান্ত সিং রাজপুত যখন তাঁদের সম্পর্ক ভেঙে বেরিয়ে যান তখন তাঁর প্রায় আড়াই বছর সময় লেগেছিল স্বাভাবিক জীবনে ফিরতে। অতদিন তিনি অপেক্ষা করেছিলেন সুশান্তের।
আরও পড়ুন: খুদেদের ভিড়ে হাজির সলমন, হাসিমুখে ছবি তোলার পাশাপাশি শিশু দিবসে কী করলেন ভাইজান?
বিবিসি নিউজ হিন্দিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান বারবার তিনি ভাবতেন যে সব ঠিক হয়ে যাবে, এই বুঝি সুশান্ত ফিরে এলেন। কিন্তু সেটা যখন হল না তখন তিনি তাঁর মাকে বলেন তাঁর ঘরে থাকা তাঁদের সমস্ত ছবিকে সরিয়ে দিতে। ধীরে ধীরে তখন জীবনে নতুন কারও আসার জায়গা তৈরি করেন। অভিনেত্রী আরও জানান তাঁর বাড়িতে নাকি তখন সুশান্ত এবং অঙ্কিতার ভর্তি ছবি ছিল। সেগুলো সব সরিয়ে দেওয়া হয় তাঁর কথাতেই।
অঙ্কিতা তাঁর মাকে বলেছিলেন সুশান্ত যতদিন সেখানে থাকবেন ততদিন তিনি জীবনে এগিয়ে পারবেন না। তখন তাঁর মা গিয়ে তাঁদের সমস্ত ছবি ছিঁড়ে ফেলেন, সরিয়ে দেন ঘর থেকে। অঙ্কিতার কথায়, 'আমি খুব কেঁদেছিলাম সেদিন। কিন্তু সেটাই শেষদিন ছিল আমার আর সুশান্তের মধ্যে যা ছিল সেটা শেষ করার।'
এরপর প্রায় ৬ মাস বাদে ভিকি জৈন তাঁর জীবনে আসেন। তারপর ২০২১ সালের ডিসেম্বরে তাঁরা বিয়ে করেন। সম্প্রতি কথায় কথায় অঙ্কিতা আরও জানিয়েছেন সুশান্ত নাকি কোনও কারণ না দেখিয়ে, কিছু না বলেই ব্রেকআপ করেছিলেন। কিন্তু কেন সেই উত্তর আজও হাতড়ে বেড়াচ্ছেন অভিনেত্রী।