ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অঙ্কুশ হাজরার বহু প্রতীক্ষিত ছবি মির্জার শুটিং। আর সেই ছবির সেটেই গুরুতর আহত হয়েছেন অঙ্কুশ। ফলে এই নতুন বছরের শুরুটা যে তাঁর মোটেই ভালো হয়নি সেটা বলার অপেক্ষা রাখে না। পায়ে আঘাত নিয়ে ২০২৪ সালে পা রাখেন তিনি। আর সেই খবর অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন। কিন্তু একি! এবার কারও নাম না নিয়ে লিখলেন এক বিশেষ ইঙ্গিতবহ পোস্ট। জানালেন তাঁর এই আঘাতে নাকি কেউ কেউ খুশি হয়েছেন। তিনি কি তাঁর পোস্টের মাধ্যমে টলিউডের কোনও অন্দরের খবর দিলেন?
অঙ্কুশের নতুন পোস্ট
নববর্ষের দিনই অঙ্কুশ তাঁর পায়ের আঘাতের কথা জানিয়ে একটি ছবি পোস্ট করেন। সেখানে জানান মির্জা ছবির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে তিনি আহত হয়েছেন। সেই পোস্ট করার মাত্র একদিনের মধ্যে ফের একটি পোস্ট করলেন অঙ্কুশ। সেখানে তাঁকে মির্জা ছবির একটি লুকের ছবি পোস্ট করেন। সেটার ক্যাপশনে লেখেন, 'আমার আহত হওয়ায় যারা খুশি তারা জানেনা জীবন যুদ্ধে লড়াই করার আমার স্টাইলটা অনেকটা গরম কফি খাওয়ার মতো। একটা হালকা ফুই যথেষ্ট সেটাকে ঠান্ডা করে গিলে নেওয়ার জন্যে। এটা মির্জা না অঙ্কুশের বক্তব্য সেটা বেশি গভীরে আর জানতে যাবেন না।'
আরও পড়ুন: 'ক্লিনিক্যালি আমি মরেই গেছিলাম...' হৃদরোগের ফাঁড়া কাটিয়ে জানালেন শ্রেয়স
আরও পড়ুন: আরিয়ানের 'স্টারডম'-এর গল্পের সঙ্গে শাহরুখের জীবনের হুবহু মিল! কী বলছে রিপোর্ট?
আর তাঁর এই পোস্ট থেকেই অনেকে রহস্যের গন্ধ পেয়েছেন। কেউ কি তিনি আহত হওয়ায় সত্যি খুশি হয়েছেন নাকি তিনি এভাবে ক্যাপশন দিয়ে তাঁর আগামী ছবির প্রচার করেছেন সেটা স্পষ্ট নয়। তবে আসল বিষয় যাই হোক না কেন। অভিনেতার ভক্তরা কিন্তু তাঁর জন্য উদ্বিগ্ন। তাঁরা অনেকেই তাঁকে দ্রুত সুস্থ হয়ে উঠতে বলেছেন।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'নিজেই আহত হয়ে ঘটা করে পোস্ট করে ন্যাকা কান্না কাঁদছে আবার নিজেই পরদিন নিজেকে ডিফেন্ড করে ডায়লগ মারছে। আলাদাই।' আরেক ব্যক্তি লেখেন, 'যারা রাজা হয় তারা চুপচাপ কাজ করে যায়। এত কিছু লেখে না।' তৃতীয় জন লেখেন, 'দ্রুত সুস্থ হয়ে উঠুন।'