সবে মাত্র বিয়ে করেছেন। টলিপাড়ায় এখন চর্চার অন্যতম নাম অনুপম রায়। আর আজ আরও একটা ২৯ মার্চ। এই দিনটি সঙ্গীতশিল্পী অনুপম রায়ের জন্মদিন। গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে বিয়ের পর এটাই অনুপমের প্রথম জন্মদিন। প্রথম জন্মদিনে 'নতুন বউ' প্রশ্মিতার সঙ্গে কী প্ল্যান করেছেন অনুপম?
জন্মদিনের পরিকল্পনা নিয়ে 'এই সময়' ডিজিটালকে অনুপম রায় জানান, জন্মদিনে স্পেশাল মেনুই হল তাঁর মায়ের হাতের রান্না আর পায়েস। আর বিকেলে তাঁর ফ্যান ক্লাবের সদস্য আর অনুরাগীরা আসবেন, ওঁরা আগে থেকে গায়কের কাছ থেকে সময় চেয়ে রেখেছেন। আর সন্ধ্যেবেলা ফিল্মফেয়ারের অনুষ্ঠান। আর জন্মদিনে নতুন বউ-এর সঙ্গে কী পরিকল্পনা? এপ্রশ্নে অনুপম রায়ের উত্তর, 'নাহ, বিশেষ কোনও প্ল্যান নেই।'
চলতি মাসেই গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অনুপম রায়। অর্থাৎ অনুপম-প্রশ্মিতার বিয়ের বয়স ১ মাসও হয়নি। তাঁদের তাই নব-দম্পতিই বলা চলে। তবে তারপরেও বিয়ের পর প্রথম জন্মদিনে স্ত্রীর সঙ্গে কোনও পরিকল্পনাই নেই অনুপমের? এমনই প্রশ্ন অনুরাগীদের। তবে গায়ক তো অন্তত তেমনই বলছেন।
অনুপম রায় জনপ্রিয় শিল্পী। বরাবরই তাঁর গান ও ব্যক্তিগত জীবন চর্চায় থেকেছে। আর তাই প্রাক্তন পিয়ার সঙ্গে ডিভোর্স, প্রাক্তনের নতুন বিয়ে থেকে অনুপমের নতুন বিয়ে সবই চর্চায় উঠে এসেছিল। যদিও এই বিয়েটা এক্কেবারে আড়ম্বরহীনভাবেই সেরেছেন অনুপম। উপস্থিত ছিলেন শুধুমাত্র অনুপম-প্রশ্মিতার পরিবার ও তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরা। তবে রীতিনীতি মেনে নয়, শুধুমাত্র সইসাবুদ করেই বিয়েটা সারেন অনুপম-প্রশ্মিতা।
বিয়ের দিন গোলাপী-সাদা পাজামা-পাঞ্জাবিতে সেজেছিলেন অনুপম রায়। অন্যদিকে প্রশ্মিতা পরেছিলেন গোলাপী ট্রাডিশনাল শাড়ি। সম্প্রতি, কিছু কাজে বাংলাদেশে উড়ে গিয়েছিলেন অনুপম রায়। তাই এবার বিয়ের পর প্রথম দোলও স্ত্রী প্রশ্মিতার সঙ্গে কাটাননি তিনি। তাবলে জন্মদিনেও আলাদা কোনও পরিকল্পনা নেই! তবে গায়ক যাই বলুন না কেন অনুপম কীভাবে জন্মদিন কাটাবেন, তা নজরে থাকবে অনুপমের অনুরাগীদের।