২০২৪-এ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্যতম চমক রচনা বন্দ্যোপাধ্যায়। গুঞ্জন ছিলই, তবে ব্রিগেডের ময়দান থেকে প্রার্থী হিসাবে রচনার নাম ঘোষণা করে চমকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ভোটের ময়দানে নেমেই জোর কদমে প্রচার শুরু করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
ঠিক তখনই আরও বড় চমক দিল BJP। এবার দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন রচনার ‘প্রাক্তন স্বামী’ সিদ্ধান্ত মহাপাত্র। আসন্ন লোকসভা নির্বাচনে BJP তাঁকে প্রার্থী করতে পারে বলেই খবর। প্রসঙ্গত, সিদ্ধান্ত মহাপাত্র হলেন ওড়িয়া ছবির জনপ্রিয় নায়ক।
তবে রচনা যেখানে রাজনীতিতে নতুন, সেখানে সিদ্ধান্ত মহাপাত্র বহুদিন ধরেই রাজনীতিতে রয়েছেন। ওড়িশার শাসক দল BJD-র হয়ে দু'বার সাংসদও নির্বাচিত হয়েছেন তিনি। ২০০৯ ও ২০১৪-তে BJD-র হয়ে ভোটে জেতেন। তবে ২০১৯-এ আর টিকিট পাননি। তবে শুধু সিদ্ধান্ত মহাপাত্র নন, BJD ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন কটকের ৬বারের সাংসদ ভর্ত্রিহরি মেহতাব। মনে করা হচ্ছে ওড়িশায় নির্বাচনে নবীন পট্টনায়েকের দল BJD-কে বড় ধাক্কা দিতে চলেছে BJP।
এদিকে প্রচারে নেমে ‘প্রাক্তন স্বামী’র BJP-তে যোগ দেওয়া নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় রচনাকে? উত্তরে রচনা বলেন, ‘আমার অনেক শুভেচ্ছা। তবে আমি এখন হুগলিবাসীর কথাই বলব। সেটা বাদে কে কী করছে, তা চিন্তা করার সময় আমার নেই।’ হুগলির উন্নয়নই তাঁর প্রাথমিক লক্ষ্য় বলে জানান তিনি।
প্রসঙ্গত সিদ্ধান্ত মহাপাত্রকে ওড়িয়া ছবির 'মুন্নাভাই' বলা হয়। সিদ্ধান্ত মহাপাত্র হলেন ওড়িয়া ছবির ‘সুপারস্টার’। ২০০০ থেকে ২০০৬ পর্যন্ত টানা রাজ্য সরকারের দেওয়া পুরস্কারও জিতেছেন সিদ্ধান্ত। এদিকে রচনাও একসময় বাংলা ছবির পাশাপাশি ওড়িয়া ছবিতে সিদ্ধান্ত মহাপাত্রর বিপরীতে অভিনয় করেন। তখনই একে অপরের প্রেমে পড়েছিলেন রচনা-সিদ্ধান্ত। ২০০৪ সালে গোপনে বিয়েও করেন তাঁরা। পরে তাঁদের বিচ্ছেদও হয়ে যায়। শোনা যায়, সিদ্ধান্তের পরিবার রচনাকে মেনে নেয়নি। সিদ্ধান্তের থেকে আলাদা হওয়ার পর ওড়িশা ছেড়ে চলে আসেন রচনা।
পরে প্রবাল বসুকে বিয়ে করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সাল থেকে তাঁরাও আলাদা থাকেনয তাঁদের একমাত্র ছেলে প্রণীল বসু রচনার কাছেই থাকেন। এদিকে এবার রচনা হুগলি থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে লড়াই করছেন। প্রচারে নেমে রোজই BJP-কে একহাত নিতে দেখা যাচ্ছে রচনাকে। বিতর্কেও জড়াচ্ছেন। ঠিক তখনই শোনা যাচ্ছে, রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র BJP-তে যোগ দিচ্ছেন।